ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞানে নিয়োগ হবেন এক প্রভাষক
বিশ্ববিদ্যালয়ের নাম : ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিভাগের নাম : আবহাওয়াবিজ্ঞান।
পদের নাম : প্রভাষক।
পদের ধরণ : স্থায়ী পদ।
নিয়োগ দেওয়া হবে : শূণ্য পদে।
আবেদনের যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত অনার্স ও মাস্টার্স পাশ হতে হবে। বিষয়গুলো হলো-আবহাওয়াবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, গণিত অথবা ফলিত গণিত। আবেদনকারীদের অনার্স ও মাস্টার্সে ৪.০০ সিজিপিএ’র মধ্যে অন্তত ৩.৫০ লাভ করতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায়ও বিজ্ঞান বিভাগ থেকে ৫.০০ জিপিএর মধ্যে ৪.২৫ পেতে হবে। তবে অনার্স বা মাস্টার্স অথবা দুটোতেই প্রথম শ্রেণীতে প্রথম বা সর্বোচ্চ সিজিপিএ লাভ করা প্রার্থীদের এসএসসি বা এইচএসসির যেকোনো একটি পরীক্ষায় জিপিএ’র নম্বর প্রাপ্তির শর্ত শিথিল করা হবে। উল্লেখ্য, অন্যান্য যোগ্যতাগুলো সমান থাকলে সেরা ফলাফল ও উচ্চতর ডিগ্রিধারীকে অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনের মধ্যে বেতন পাবেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়ের দপ্তর থেকে, বিভাগের মাধ্যমে যোগাযোগ করে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এই আবেদন ফরমে শিক্ষাগত যোগ্যতা অনুসারে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্বামীর নাম, সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ যোগ্যতা, গবেষণা, প্রকল্প, শিক্ষাসফর উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় প্রতিটি যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। প্রয়োজনীয় শিক্ষা, গবেষণা কার্যক্রমের একটি করে কপি জমা দিতে হবে। সেগুলোর লিখিত ফরম্যাট সত্যায়িত হতে হবে। আবেদনপত্রের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না এবং এই কর্মের জন্য প্রার্থী দায়ী থাকবেন। চাকরিজীবনের যেকোনো পর্যায়ে এমন কোনো অসাধু কাজের জন্য আইনগত শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হবেন।
আবেদনের নিয়ম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়ের অনুকূলে মোট আট কপি পূর্ণাঙ্গ আবেদনপত্র তৈরি করতে হবে। একটি সেট বানিয়ে সাড়ে ৭শ টাকার নির্ধারিত ব্যাংক শাখা থেকে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে অফেরৎযোগ্য।
উল্লেখ্য : আবেদনে প্রার্থীর নিজের নাম, পদের নাম, মোবাইল, মেইল, বর্তমান ও স্থায়ী যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। মাধ্যম লিখতে হবে, চেয়ারম্যান স্যার, আবহাওয়াবিজ্ঞান বিভাগ, বরাবর, রেজিস্ট্রার মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। চাকরিরত প্রার্থীরা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন।
আবেদনের শেষ তারিখ : ২১ জুলাই ২০২২, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকাল আটটা থেকে অফিস সময়।
ওএস|