আইইউবি নেবে অ্যাকাউন্টস অফিসার
বিশ্ববিদ্যালয়ের নাম : আইইউবি (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ)।
পদের নাম : অ্যাকাউন্টস অফিসার।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বিভাগের অ্যাকাউন্টিং বা ফিনান্স থেকে এমবিএ পাশ। শিক্ষাজীবনে কোনা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
কর্মযোগ্যতা : ভালো ও স্বীকৃত সিএ ফার্ম থেকে অন্তত তিন বছরের কোর্স সম্পন্ন করা থাকতে হবে বা সিএ প্রতিষ্ঠানে তিন বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। ভালো কম্পিউটার জ্ঞান এবং উত্তম যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কয়েক ধরণের কাজ করার যোগ্যতা থাকতে হবে। সময়ের মধ্যে ভালোভাবে কাজ করতে পারতে হবে। শিডিউলের মধ্যে কাজ করতে হবে। আর্থিক বিবরণী তৈরি করার অভিজ্ঞতা ও কর্মদক্ষতা থাকতে হবে। ভ্যাট ও ট্যাক্স প্রতিষ্ঠান এবং ব্যাংকের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারতে হবে। দলে কাজ করার যোগ্যতা থাকতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের শেষ তারিখ : ১৬ জুন অফিস সময়ের মধ্যে।
আবেদন করবেন : অনলাইনের মাধ্যমে। ঠিকানাটি হলো-hrdept@iub.edu.bd.
আবেদন ফরম : http://www.iub.edu.bd/jobs থেকে non-teaching positions-এর আবেদন ফরমটি সংগ্রহ করে ভালোভাবে পূরণ করতে হবে।
বেতন, ভাতা : বাংলাদেশের অন্যতম সেরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নিয়মে গ্রেড অনুসারে বেতন ও ভাতাগুলো লাভ করবেন। এছাড়াও আইইউবির সুবিধাগুলো প্রদেয় হবে।
ওএস।