আইইউবি নেবে ল্যাব ম্যানেজার
বিশ্ববিদ্যালয়ের নাম : আইইউবি (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ)।
স্কুলের নাম : স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথ।
বিভাগের নাম : ফার্মেসি।
পদের নাম : ল্যাব ম্যানেজার।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : রসায়ন বা মাইক্রোবায়োলজিতে যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে এমএস বা এম ফার্ম ডিগ্রি লাভ করতে হবে।
কর্মযোগ্যতা : ভালো কম্পিউটার জ্ঞান এবং উত্তম যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কয়েক ধরণের কাজ করার যোগ্যতা থাকতে হবে। সময়ের মধ্যে ভালোভাবে কাজ করতে পারতে হবে। শিডিউলের মধ্যে কাজ করতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের শেষ তারিখ : ১৬ জুন অফিস সময়ের মধ্যে।
আবেদন করবেন : অনলাইনের মাধ্যমে। ঠিকানাটি হলো-hrdept@iub.edu.bd.
আবেদন ফরম :http://www.iub.edu.bd/jobs থেকে non-teaching positions-এর আবেদন ফরমটি সংগ্রহ করে ভালোভাবে পূরণ করতে হবে।
বেতন, ভাতা : বাংলাদেশের অন্যতম সেরা এই বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নিয়মে গ্রেড অনুসারে বেতন ও ভাতাগুলো লাভ করবেন। এছাড়াও আইইউবির সুবিধাগুলো প্রদেয় হবে।
প্রয়োজনীয় ফোন নম্বর : ৮৮-০২-৮৪৩১৬৪৫-৫৩, ৮৪৩২০৬৫-৭৬.
ওএস।