ঢাকা রেসিডেনশিয়ালে ৬টি পদ ফাঁকা
উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নাম : ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ।
অবস্থান : মোহাম্মদপুর, ঢাকা।
ধরণ : আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত একটি নামকরা বিদ্যাপীঠ।
ফোন : +৮৮০২৫৮১৫৩৭৭৪।
১. পদের নাম : প্রভাষক
বিভাগের নাম : ইংরেজি।
পড়াতে হবে : কলেজ শাখায়।
পদের সংখ্যা : দুটি।
পরীক্ষার নিয়ম : লিখিত, মৌখিক ও ব্যবহারিক।
নিয়োগের ধরণ : খন্ডকালীন।
বেতন : জাতীয় বেতনস্কেল অনুসারে প্রারম্ভিক বেতন ২২ হাজার টাকা। এর বাদেও ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সুবিধাদি প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স, মাস্টার্স।
কর্মযোগ্যতা : বিএড, এমএড বা শিক্ষক নিবন্ধন থেকে থাকলে অগ্রাধিকার লাভ করবেন। এর বাদেও শিক্ষকতা পেশায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মরত প্রার্থীদের বয়সানুসারে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে শিক্ষাগত সার্টিফিকেটানুসারে আবেদন করতে হবে। সেখানে নিজের নাম, বাবা, মা, স্বামী বা স্ত্রী, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল ও মেইল আইডি, টেলিফোন, জেলা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, (অনধিক ৩০-১ মে, ২০২২ হিসেবে), ভোটার আইডি কাড নম্বর, অভিজ্ঞতা থেকে থাকলে, বিশেষ কোটা প্রযোজ্য ক্ষেত্রে (অনধিক ৩২ মুক্তিযোদ্ধা পরিবার ও প্রতিবন্ধীতায় আক্রান্তদের জন্য-১ মে, ২০২২ হিসেবে), শিক্ষাগত ও কর্মযোগ্যতা থাকলে প্রদান করতে হবে। সব শিক্ষাগত, কম এবং প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে (এছাড়াও আবেদন সম্ভব) সাটিফেকেটগুলো সত্যায়িত করে প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। নিজের মোবাইল, মেইল আইডি ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদনপত্রে দুই কপি রঙিন পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে যুক্ত করতে হবে। নাগরিকত্বের সনদ সত্যায়িত করে আবেদন করতে হবে। চারিত্রিক প্রশংসাপত্র সত্যায়িত আকারে নিয়ে প্রদান করতে হবে। বয়সের কোনো এফিডেভিড গ্রহণযোগ্য নয়।
আবেদনের উপায় : সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে বরাবর ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ প্রিন্সিপাল, ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-এই বরাবর একটি ব্যাংক ড্রাফট করতে হবে পাঁচশ টাকার অফেরৎ হিসেবে।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২; অফিস সময়ের মধ্যে।
প্রভাষক নিয়োগের শর্তাবলী : প্রাথমিক বাছাইয়ের পর ২২ মে, ২০২২ তারিখ সকাল ১০টায় পর, পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে। সেদিন সব সনদের মূলকপি ও প্রয়োজনীয় প্রমাণাদি থেকে থাকলে নিয়ে আসতে হবে। পরীক্ষার এক ঘন্টা আগে আসতে হবে।
আবেদন করবেন : বরাবর ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ প্রিন্সিপাল প্রিন্সিপাল, রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-১২১৭। ফেরৎ খামের ওপর পদের নাম, নিজের নাম ও মোবাইল এবং মেইল আইডি প্রদান করতে হবে। হাতে, হাতে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। কোনো সুপারিশ করলে প্রার্থীতা বাতিল হবে।
২. পদের নাম : হিসাব সহকারী।
পদের সংখ্যা : দুইটি।
বেতন গ্রেড : জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে ১৬তম গ্রেডে বেতন, ভাতা লাভ করবেন। এর বাদেও এই আবাসিক নামকরা প্রতিষ্ঠানের সুবিধাদি প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বাণিজ্যে এইচএসসি পাশ বা সমমানে পাশ। সিজিপিএতে অন্তত ২.৫০ পেতে হবে।
কর্মযোগ্যতা : কম্পিটারে প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার চালাতে পারতে হবে। মেইল করতে জানতে হবে। এর বাদেও কাজে হিসাব বিষয়ক সফটওয়্যার চালাতে পারলে অগ্রাধিকার লাভ করবেন। বাংলায় অন্তত মিনিটে ২৫ ও ইংরেজিতে ৩০ অক্ষর টাইপ করতে পারতে হবে। চাকরিরতদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
অগ্রাধিকার : যে প্রার্থীদের বাস্তব হিসাব কমঅভিজ্ঞতা আছে তারাও অগ্রাধিকার পাবেন।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে শিক্ষাগত সার্টিফিকেটানুসারে আবেদন করতে হবে। সেখানে নিজের নাম, বাবা, মা, স্বামী বা স্ত্রী, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল ও মেইল আইডি, টেলিফোন, জেলা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, (অনধিক ৩০-১ মে, ২০২২ হিসেবে), ভোটার আইডি কার্ড নম্বর, অভিজ্ঞতা থেকে থাকলে, বিশেষ কোটা প্রযোজ্য ক্ষেত্রে (অনধিক ৩২ মুক্তিযোদ্ধা পরিবার ও প্রতিবন্ধীতায় আক্রান্তদের জন্য-১ মে, ২০২২ হিসেবে), শিক্ষাগত ও কর্মযোগ্যতা থাকলে প্রদান করতে হবে। সব শিক্ষাগত, কম এবং প্রশিক্ষণ যোগ্যতা থেকে থাকলে (এছাড়াও আবেদন সম্ভব) সাটিফেকেটগুলো সত্যায়িত করে প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। নিজের মোবাইল, মেইল আইডি ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদনপত্রে দুই কপি রঙিন পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে যুক্ত করতে হবে। নাগরিকত্বের সনদ সত্যায়িত করে আবেদন করতে হবে। চারিত্রিক প্রশংসাপত্র সত্যায়িত আকারে নিয়ে প্রদান করতে হবে।
পরীক্ষার নিয়ম : লিখিত, মৌখিক ও ব্যবহারিক।
আবেদনের উপায় : সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে বরাবর ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ প্রিন্সিপাল, ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-এই বরাবর একটি ব্যাংক ড্রাফট করতে হবে তিনশ টাকার অফেরৎ হিসেবে।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২; অফিস সময়ের মধ্যে।
নিয়োগের শর্তাবলী : প্রাথমিক বাছাইয়ের পর ২২ মে, ২০২২ তারিখ সকাল ১০টায় পর, পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে। সেদিন সব সনদের মূলকপি ও প্রয়োজনীয় প্রমাণাদি থেকে থাকলে নিয়ে আসতে হবে। পরীক্ষার এক ঘন্টা আগে আসতে হবে।
আবেদন করবেন : বরাবর ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ প্রিন্সিপাল প্রিন্সিপাল, রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-১২১৭। ফেরৎ খামের ওপর পদের নাম, নিজের নাম ও মোবাইল এবং মেইল আইডি প্রদান করতে হবে। হাতে, হাতে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। কোনো সুপারিশ করলে প্রার্থীতা বাতিল হবে।
৩. পদের নাম : রং মিস্ত্রি বা পেইন্টার।
পদের সংখ্যা : একটি।
বেতন গ্রেড : জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে ১৬তম গ্রেডে বেতন, ভাতা লাভ করবেন। এর বাদেও এই আবাসিক নামকরা প্রতিষ্ঠানের সুবিধাদি প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমানে পাশ। সিজিপিএতে অন্তত ২.৫০ পেতে হবে।
কমযোগ্যতা : সরকার স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেড কোর্স করা থাকতে হবে। এই সার্টিফিকেটও আবেদনে যুক্ত করতে হবে সত্যায়িত আকারে। পরীক্ষার দিন আসলটি নিয়ে আসতে হবে।
অগ্রাধিকার : রং মিস্ত্রি বা পেইন্টারের কাজে যাদের বাস্তব অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার লাভ করবেন।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে শিক্ষাগত সার্টিফিকেটানুসারে আবেদন করতে হবে। সেখানে নিজের নাম, বাবা, মা, স্বামী বা স্ত্রী, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল ও মেইল আইডি, টেলিফোন, জেলা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, (অনধিক ৩০-১ মে, ২০২২ হিসেবে), ভোটার আইডি কার্ড নম্বর, অভিজ্ঞতা থেকে থাকলে, বিশেষ কোটা প্রযোজ্য ক্ষেত্রে (অনধিক ৩২ মুক্তিযোদ্ধা পরিবার ও প্রতিবন্ধীতায় আক্রান্তদের জন্য-১ মে, ২০২২ হিসেবে), শিক্ষাগত ও কর্মযোগ্যতা থাকলে প্রদান করতে হবে। সব শিক্ষাগত, কর্ম যোগ্যতার সাটিফেকেটগুলো সত্যায়িত করে প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। নিজের মোবাইল, মেইল আইডি ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদনপত্রে দুই কপি রঙিন পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে যুক্ত করতে হবে। নাগরিকত্বের সনদ সত্যায়িত করে আবেদন করতে হবে। চারিত্রিক প্রশংসাপত্র সত্যায়িত আকারে নিয়ে প্রদান করতে হবে।
পরীক্ষার নিয়ম : লিখিত, মৌখিক ও ব্যবহারিক।
আবেদনের উপায় : সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে বরাবর ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ প্রিন্সিপাল, ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-এই বরাবর একটি ব্যাংক ড্রাফট করতে হবে তিনশ টাকার অফেরৎ হিসেবে।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২; অফিস সময়ের মধ্যে।
নিয়োগের শর্তাবলী : প্রাথমিক বাছাইয়ের পর ২২ মে, ২০২২ তারিখ সকাল ১০টায় পর, পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে। সেদিন সব সনদের মূলকপি ও প্রয়োজনীয় প্রমাণাদি থেকে থাকলে নিয়ে আসতে হবে। পরীক্ষার এক ঘন্টা আগে আসতে হবে।
আবেদন করবেন : বরাবর ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ প্রিন্সিপাল প্রিন্সিপাল, রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-১২১৭। ফেরৎ খামের ওপর পদের নাম, নিজের নাম ও মোবাইল এবং মেইল আইডি প্রদান করতে হবে। হাতে, হাতে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। কোনো সুপারিশ করলে প্রার্থীতা বাতিল হবে।
৪. পদের নাম : ওয়ার্ড বয়।
পদের সংখ্যা : একটি।
বেতন গ্রেড : জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে ২০তম গ্রেডে বেতন, ভাতা লাভ করবেন। এর বাদেও এই আবাসিক নামকরা প্রতিষ্ঠানের সুবিধাদি প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জেএসসি বা সমমানে পাশ।
কর্মযোগ্যতা : এই কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে শিক্ষাগত সার্টিফিকেটানুসারে আবেদন করতে হবে। সেখানে নিজের নাম, বাবা, মা, স্বামী বা স্ত্রী, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল ও মেইল আইডি, টেলিফোন, জেলা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, (অনধিক ৩০-১ মে, ২০২২ হিসেবে), ভোটার আইডি কার্ড নম্বর, অভিজ্ঞতা থেকে থাকলে, বিশেষ কোটা প্রযোজ্য ক্ষেত্রে (অনধিক ৩২ মুক্তিযোদ্ধা পরিবার ও প্রতিবন্ধীতায় আক্রান্তদের জন্য-১ মে, ২০২২ হিসেবে), শিক্ষাগত ও কর্মযোগ্যতা থাকলে প্রদান করতে হবে। সব শিক্ষাগত, কর্ম যোগ্যতার সাটিফেকেটগুলো সত্যায়িত করে প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। নিজের মোবাইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদনপত্রে দুই কপি রঙিন পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে যুক্ত করতে হবে। নাগরিকত্বের সনদ সত্যায়িত করে আবেদন করতে হবে। চারিত্রিক প্রশংসাপত্র সত্যায়িত আকারে নিয়ে প্রদান করতে হবে।
পরীক্ষার নিয়ম : লিখিত, মৌখিক ও ব্যবহারিক।
আবেদনের উপায় : সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে বরাবর ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ প্রিন্সিপাল, ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-এই বরাবর একটি ব্যাংক ড্রাফট করতে হবে তিনশ টাকার অফেরৎ হিসেবে।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২; অফিস সময়ের মধ্যে।
নিয়োগের শর্তাবলী : প্রাথমিক বাছাইয়ের পর ২২ মে, ২০২২ তারিখ সকাল ১০টায় পর, পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে। সেদিন সব সনদের মূলকপি ও প্রয়োজনীয় প্রমাণাদি থেকে থাকলে নিয়ে আসতে হবে। পরীক্ষার এক ঘন্টা আগে আসতে হবে।
আবেদন করবেন : বরাবর ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ প্রিন্সিপাল প্রিন্সিপাল, রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-১২১৭। ফেরৎ খামের ওপর পদের নাম, নিজের নাম ও মোবাইল এবং মেইল আইডি প্রদান করতে হবে। হাতে, হাতে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। কোনো সুপারিশ করলে প্রার্থীতা বাতিল হবে।
৫. পদের নাম : ওয়ার্ড বয়।
পদের সংখ্যা : একটি।
বেতন গ্রেড : জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে ২০তম গ্রেডে বেতন, ভাতা লাভ করবেন। এর বাদেও এই আবাসিক নামকরা প্রতিষ্ঠানের সুবিধাদি প্রদেয় হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জেএসসি বা সমমানে পাশ।
কর্মযোগ্যতা : এই কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মযোগ্যতা : এই কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে শিক্ষাগত সার্টিফিকেটানুসারে আবেদন করতে হবে। সেখানে নিজের নাম, বাবা, মা, স্বামী বা স্ত্রী, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল ও মেইল আইডি, টেলিফোন, জেলা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, (অনধিক ৩০-১ মে, ২০২২ হিসেবে), ভোটার আইডি কার্ড নম্বর, অভিজ্ঞতা থেকে থাকলে, বিশেষ কোটা প্রযোজ্য ক্ষেত্রে (অনধিক ৩২ মুক্তিযোদ্ধা পরিবার ও প্রতিবন্ধীতায় আক্রান্তদের জন্য-১ মে, ২০২২ হিসেবে), শিক্ষাগত ও কর্মযোগ্যতা থাকলে প্রদান করতে হবে। সব শিক্ষাগত, কর্ম যোগ্যতার সাটিফেকেটগুলো সত্যায়িত করে প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে। নিজের মোবাইল ও যোগাযোগের ঠিকানা প্রদান করতে হবে। আবেদনপত্রে দুই কপি রঙিন পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে যুক্ত করতে হবে। নাগরিকত্বের সনদ সত্যায়িত করে আবেদন করতে হবে। চারিত্রিক প্রশংসাপত্র সত্যায়িত আকারে নিয়ে প্রদান করতে হবে।
পরীক্ষার নিয়ম : লিখিত, মৌখিক ও ব্যবহারিক।
আবেদনের উপায় : সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে বরাবর ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ প্রিন্সিপাল, ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-এই বরাবর একটি ব্যাংক ড্রাফট করতে হবে তিনশ টাকার অফেরৎ হিসেবে।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২; অফিস সময়ের মধ্যে।
নিয়োগের শর্তাবলী : প্রাথমিক বাছাইয়ের পর ২২ মে, ২০২২ তারিখ সকাল ১০টায় পর, পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে। সেদিন সব সনদের মূলকপি ও প্রয়োজনীয় প্রমাণাদি থেকে থাকলে নিয়ে আসতে হবে। পরীক্ষার এক ঘন্টা আগে আসতে হবে।
আবেদন করবেন : বরাবর ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ প্রিন্সিপাল প্রিন্সিপাল, রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-১২১৭। ফেরৎ খামের ওপর পদের নাম, নিজের নাম ও মোবাইল এবং মেইল আইডি প্রদান করতে হবে। হাতে, হাতে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। কোনো সুপারিশ করলে প্রার্থীতা বাতিল হবে।