জোন, এরিয়া ও সেলস রিপ্রেজেনটেটিভ নেবে বম্বে সুইটস
প্রতিষ্ঠানের নাম : বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেড।
পদের নাম : জোন ইনচার্জ।
পদের সংখ্যা : অনুল্লেখ্য।
আবেদন করতে পারবেন : বাংলাদেশের যেকোনো জেলার উপযুক্ত প্রার্থীরা।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিভাগ থেকে অন্তত অনার্স পাশ।
কর্মযোগ্যতা : স্বনামধন্য যেকোনো ভোগ্যপণ্য প্রস্তুতকারী (এফএমসিজি) প্রতিষ্ঠানে জোন ইনচার্জ হিসেবে অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে হবে।
কর্মদায়িত্ব : বিক্রয় প্রতিনিধি বা সেলস রিপ্রেজেনটেটিভদের পারফরমেন্স মনিটর, তাদের মাধ্যমে নিজের যোগ্যতা ও কর্মদক্ষতা অনুসারে বিক্রয় লক্ষ্যমাত্রা বন্টন, লক্ষ্যমাত্রাগুলো অর্জন, দোকানগুলোতে বম্বে সুইটসের পণ্যগুলোর উপস্থিতি ও প্রদর্শন নিশ্চিতকরণ, নিদিষ্ট পণ্যগুলোর বাজার সম্ভাবনা তৈরি, যাছাই ও বিক্রয় পরিবেশক নিয়োগ প্রদান।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। যোগাযোগের ফোন নম্বর প্রদান করতে হবে। ৪ কপি পাসপোর্ট আকারের সদ্য তোলা স্টুডিও প্রিন্টেড ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্রগুলো যুক্ত করতে হবে। ভোটার আইডি কার্ড ও কর্মঅভিজ্ঞতার সনদপত্রগুলো সত্যায়িত করে প্রদান করতে হবে।
আবেদনের ঠিকানা : বরাবর, বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেড, ক-৬৩, কুড়াতলী, (ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার বিপরীতে), খিলক্ষেত, ঢাকা-১২২৯।
ফোন-০১৭১৩০৭৮৬২০।
খামের ওপর : প্রেরক হিসেবে নিজের নাম, পদের নাম উল্লেখ করতে হবে।
নিয়োগের প্রক্রিয়া : বাছাই প্রার্থীদের যোগাযোগের ফোন নম্বর অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষার সময় এবং তারিখ জানানো হবে। তখন সরকারী স্বাস্থ্যবিধি মেনে আসা বাধ্যতামূলক।
বেতন, ভাতা : প্রতিষ্ঠানের নিয়মানুসারে।
আবেদনের শেষ তারিখ : ২৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
পদের নাম : এরিয়া সেলস ম্যানেজার।
পদের সংখ্যা : অনুল্লেখ্য।
আবেদন করতে পারবেন : বাংলাদেশের যেকোনো জেলার উপযুক্ত প্রার্থীরা।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিভাগ থেকে অন্তত অনার্স পাশ।
কর্মযোগ্যতা : স্বনামধন্য যেকোনো ভোগ্যপণ্য প্রস্তুতকারী (এফএমসিজি) প্রতিষ্ঠানে এরিয়া সেলস ম্যানেজার হিসেবে অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে হবে।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। যোগাযোগের ফোন নম্বর প্রদান করতে হবে। ৪ কপি পাসপোর্ট আকারের সদ্য তোলা স্টুডিও প্রিন্টেড ছবি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্রগুলো যুক্ত করতে হবে। ভোটার আইডি কাড ও কর্মঅভিজ্ঞতার সনদপত্রগুলো সত্যায়িত করে প্রদান করতে হবে।
আবেদনের ঠিকানা : বরাবর, বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেড, ক-৬৩, কুড়াতলী, (ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার বিপরীতে), খিলক্ষেত, ঢাকা-১২২৯।
ফোন-০১৭১৩০৭৮৬২০।
খামের ওপর : প্রেরক হিসেবে নিজের নাম, পদের নাম উল্লেখ করতে হবে।
নিয়োগের প্রক্রিয়া : বাছাই প্রার্থীদের যোগাযোগের ফোন নম্বর অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষার সময় এবং তারিখ জানানো হবে। তখন সরকারী স্বাস্থ্যবিধি মেনে আসা বাধ্যতামূলক।
বেতন, ভাতা : প্রতিষ্ঠানের নিয়মানুসারে।
আবেদনের শেষ তারিখ : ২৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
পদের নাম : বিক্রয় প্রতিনিধি বা সেলস রিপ্রেজেনটেটিভ।
পদের সংখ্যা : অনুল্লেখ্য।
আবেদন করতে পারবেন : বাংলাদেশের যেকোনো জেলার উপযুক্ত প্রার্থীরা।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিভাগ থেকে অন্তত এইচএসসি পাশ। তবে অনার্স পাশ প্রাথীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
কর্মযোগ্যতা : কোনো কর্মঅভিজ্ঞতা প্রযোজ্য নয়। তবে ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে হবে।
বয়স : ৩০ বছরের বেশি নয়।
আবেদনের নিয়ম : শিক্ষাগত যোগ্যতা অনুসারে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। তাতে ৪ কপি পাসপোর্ট আকারের সদ্য তোলা স্টডিও ছবি যুক্ত করতে হবে। তাতে সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্রগুলো যুক্ত করতে হবে এবং আসল কপিগুলো সঙ্গে আনতে হবে। ভোটার আইডি কাড ও কর্মঅভিজ্ঞতার সনদপত্রগুলো থাকলে সত্যায়িত করে আনতে হবে। একটি খাম হিসেবে তৈরি করে সব সনদ আনতে হবে।
খামের ওপর : প্রেরক হিসেবে নিজের নাম, পদের নাম উল্লেখ করতে হবে।
নিয়োগের প্রক্রিয়া : ১০ মে, ২০২২; ১১ মে ২০২২; ১৮ মে, ২০২২ ও ২০ মে, ২০২২ তারিখে সরাসরি নিয়োগ পরীক্ষা হবে। এই দিনগুলোর যেকোনো একটিতে আগ্রহী প্রার্থীদের সকাল ৯টায় আবেদনপত্র নিয়ে সরাসরি পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। প্রয়োজনে ফোন করে জানতে পারেন।
ঠিকানা : বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেড, ক-৬৩, কুড়াতলী, (ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার বিপরীতে), খিলক্ষেত, ঢাকা-১২২৯।
প্রয়োজনীয় মোবাইল : ফোন-০১৭১৩০৭৮৬২০।
বেতন, ভাতা : প্রতিষ্ঠানের নিয়মানুসারে।
উল্লেখ্য : আবেদন গ্রহণের পর নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠানের নিয়মানুসারে তাত্বিক বা থিওরিটিক্যাল এবং ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে। এজন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। এরপর চূড়ান্ত নিয়োগ লাভকারী কর্মীদের প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে পোস্টিং দেওয়া হবে।