স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একজন করে হিসাবরক্ষক ও স্টোর কিপার নেওয়া হবে
দপ্তরের নাম : লাইন ডিরেক্টর, ন্যাশনাল আই কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
১. পদের নাম : হিসাব রক্ষক।
পদের সংখ্যা : একটি।
প্রকৃতি : অস্থায়ী।
বিভাগের নাম : বাজেট ও উন্নয়ন।
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে গ্রেড ১১ অনুসারে ১২ হাজার ৫শ টাকা থেকে ৩০ হাজার ২শ টাকা হিসেবে মাসে ২১ হাজার টাকা লাভ করবেন।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত বাণিজ্যের যেকোনো শাখায় যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ হতে হবে।
কর্মঅভিজ্ঞতা : প্রাতিষ্ঠানিক হিসাবরক্ষণ, ক্যাশ বুক লেখাসহ ব্যাংকিংয়ের কাজে অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ভালোভাবে চালাতে পারতে হবে। এর বাদেও অফিস প্রগ্রাম পরিচালনা করতে পারতে হবে। ইন্টারনেটের কাজে দক্ষ হতে হবে।
নিয়োগ করা হবে : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রেশন সেক্টর (এইচপিএনএসি) প্রগ্রামে স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল আইকেয়ার অপারেশনাল প্ল্যানের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে।
নিয়োগের বিধান : বাংলাদেশ সরকারের যাবতীয় বিধিবিধান প্রতিপালিত হবে। সরকারের কোটা অনুসরণ করা হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধীতায় আক্রান্ত ব্যক্তি, আদিবাসী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হিসেবে সর্বশেষ সরকারী নীতিমালা অনুসরণ করা হবে ও কোটা ক্ষেত্রে উপযুক্ত প্রমাণের সত্যায়িত সার্টিফিকেট আবেদনে দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান আবেদন করলে নিয়মানুসারে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সচিবের স্বাক্ষর করা সার্টিফিকেটের সত্যায়িত কপি আবেদনপত্রে প্রদান করবেন। খামের ওপর নিজের এই পরিচয়ও ভালোভাবে দিতে হবে।
আবেদনের নিয়ম : বাংলা বা ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র সার্টিফিকেটানুসারে তৈরি করতে হবে। তাতে নিজের পূর্ণ নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা, অভিজ্ঞতা, মোবাইল, মেইল ইত্যাদি উল্লেখ করতে হবে। শিক্ষাগত সার্টিফিকেটানুসারে বয়স উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২২ মে ২০২২, অফিস সময়ের মধ্যে।
আবেদনপত্র পাঠাবেন : বরাবর, লাইন ডিরেক্টর মহোদয়, ন্যাশনাল আই কেয়ার, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ভবন, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ারে। হাতে বা মেইলের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কোনো ধরণের তদবির ও ভুল তথ্য গ্রহণযোগ্য নয়। খামের একদিকে প্রার্থীর নাম, পদের নাম, মোবাইল ও ঠিকানা উল্লেখ করতে হবে।
আরো উল্লেখ্য : আবেদনকারীর বয়স ৩০ এপ্রিল, ২০২২’র মধ্যে ১৮ থেকে ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ৩২ বছর হবে। বয়সের এফিডেফিড গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কোনো টিএ বা ডিএ নেই।
আবেদনপত্রে প্রদান করতে হবে : সব শিক্ষাগত, কর্ম ও অভিজ্ঞতা থেকে থাকলে, ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, কমিশনার বা উপজেলা চেয়ারম্যানের স্থায়ী বাসিন্দার সত্যায়িত সার্টিফিকেট। প্রথম শ্রেণীর কর্মকর্তার নাম, পদবী, সিলমোহর, স্বাক্ষর দিতে হবে। ডাকে পাঠানো এই আবেদন ৫শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে আবেদন করতে হবে ও আবেদনপত্রে যুক্ত করতে হবে।
ফেরত খাম : ছয় টাকার অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করতে হবে।
পরীক্ষা : প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ধাপগুলো হবে।
২. পদের নাম : স্টোর কিপার।
পদের সংখ্যা : একটি।
প্রকৃতি : অস্থায়ী।
বিভাগের নাম : বাজেট ও উন্নয়ন।
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে গ্রেড ১৪ অনুসারে ১০ হাজার ২শ টাকা থেকে ২৪ হাজার ৬শ টাকা ৮০ হিসেবে মাসে ১৮ হাজার ৩শ ২০ টাকা লাভ করবেন।
৬. শিক্ষাগত যোগ্যতা : অনার্সের যেকোনো শাখায় যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত অনার্স পাশ হতে হবে।
অগ্রাধিকার : যেকোনো ভালো ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ছয় মাসের কম্পিউটার চালনা কোর্স করা হলে, কম্পিউটার চালনায় পারদর্শীতা থাকলে কর্মে অগ্রাধিকার লাভ করবেন। এর বাদেও কর্মযোগ্যতায় যারা যেকোনো সরকারী, বেসরকারী, নিবন্ধিত, বা বেসরকারী প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের স্টোর কিপার হিসেবে চাকরি করেছেন তারা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
খেয়াল করুন : যারা ৫ মে, ২০১৮ সালের বিজ্ঞাপনের বিপরীতে স্টোরকিপারের এই পদের জন্য আগে আবেদন করেছেন, তাদের আগের আবেদন বিবেচনা ও গ্রহণ করা হবে। কেবল ৪শ টাকার একটি পে-অর্ডার আবেদনের সঙ্গে দাখিল করে পাঠাতে হবে।
নিয়োগ করা হবে : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রেশন সেক্টর (এইচপিএনএসি) প্রগ্রামে স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল আইকেয়ার অপারেশনাল প্ল্যানের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে।
নিয়োগের বিধান : বাংলাদেশ সরকারের যাবতীয় বিধিবিধান প্রতিপালিত হবে। সরকারের কোটা অনুসরণ করা হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধীতায় আক্রান্ত ব্যক্তি, আদিবাসী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হিসেবে সর্বশেষ সরকারী নীতিমালা অনুসরণ করা হবে ও কোটা ক্ষেত্রে উপযুক্ত প্রমাণের সত্যায়িত সার্টিফিকেট আবেদনে দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান আবেদন করলে নিয়মানুসারে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সচিবের স্বাক্ষর করা সার্টিফিকেটের সত্যায়িত কপি আবেদনপত্রে প্রদান করবেন। খামের ওপর নিজের এই পরিচয়ও ভালোভাবে দিতে হবে।
আবেদনের নিয়ম : বাংলা বা ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র সার্টিফিকেটানুসারে তৈরি করতে হবে। তাতে নিজের পূর্ণ নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা, অভিজ্ঞতা, মোবাইল, মেইল ইত্যাদি উল্লেখ করতে হবে। শিক্ষাগত সার্টিফিকেটানুসারে বয়স উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২২ মে ২০২২, অফিস সময়ের মধ্যে।
আবেদনপত্র পাঠাবেন : বরাবর, লাইন ডিরেক্টর মহোদয়, ন্যাশনাল আই কেয়ার, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ভবন, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ারে। হাতে বা মেইলের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কোনো ধরণের তদবির ও ভুল তথ্য গ্রহণযোগ্য নয়। খামের একদিকে প্রার্থীর নাম, পদের নাম, মোবাইল ও ঠিকানা উল্লেখ করতে হবে।
আরো উল্লেখ্য : আবেদনকারীর বয়স ৩০ এপ্রিল, ২০২২’র মধ্যে ১৮ থেকে ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ৩২ বছর হবে। বয়সের এফিডেফিড গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। কোনো টিএ বা ডিএ নেই।
আবেদনপত্রে প্রদান করতে হবে : সব শিক্ষাগত, কর্ম ও অভিজ্ঞতা থেকে থাকলে, ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, কমিশনার বা উপজেলা চেয়ারম্যানের স্থায়ী বাসিন্দার সত্যায়িত সার্টিফিকেট। প্রথম শ্রেণীর কর্মকর্তার নাম, পদবী, সিলমোহর, স্বাক্ষর দিতে হবে। ডাকে পাঠানো এই আবেদন ৫শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে আবেদন করতে হবে ও আবেদনপত্রে যুক্ত করতে হবে।
ফেরত খাম : ছয় টাকার অব্যবহৃত ডাকটিকেট যুক্ত করতে হবে।
পরীক্ষা : প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ধাপগুলো হবে।