৪২ অধ্যাপক নেবে আহছানিয়া মিশন মেডিক্যাল কলেজ
মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম : আহছানিয়া মিশন মেডিক্যাল কলেজ।
ধরণ : বাংলাদেশের অন্যতম প্রধান অলাভজনক দাতব্য সংস্থা ঢাকা আহছানিয়া মিশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান ও আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।
১. প্রস্তাবিত পদের নাম : প্রিন্সিপাল।
পদের সংখ্যা : একটি।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার : কোনো সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
২. পদের নাম : অধ্যাপক।
পদের সংখ্যা : একটি।
বিভাগের নাম : অ্যানাটমি।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে সহযোগী অধ্যাপকের অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
৩. পদের নাম : অধ্যাপক।
পদের সংখ্যা : একটি।
বিভাগের নাম : ফিজিওলজি।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে সহযোগী অধ্যাপকের অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
৪.পদের নাম : অধ্যাপক।
পদের সংখ্যা : একটি।
বিভাগের নাম : বায়ো-কেমিস্ট্রি।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে সহযোগী অধ্যাপকের অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
৫. পদের নাম : অধ্যাপক।
পদের সংখ্যা : একটি।
বিভাগের নাম : কমিউনিটি মেডিসিন।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে সহযোগী অধ্যাপকের অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
৬. পদের নাম : অধ্যাপক।
পদের সংখ্যা : একটি।
বিভাগের নাম : ফরেনসিক মেডিসিন।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে সহযোগী অধ্যাপকের অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
৭. পদের নাম : অধ্যাপক।
পদের সংখ্যা : একটি।
বিভাগের নাম : ফরেনসিক মেডিসিন।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে সহযোগী অধ্যাপকের অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
৮. পদের নাম : সহযোগী অধ্যাপক।
পদের সংখ্যা : একটি।
বিভাগের নাম : অ্যানাটমি।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে সহকারী অধ্যাপকের অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
৯. পদের নাম : সহযোগী অধ্যাপক।
পদের সংখ্যা : একটি।
বিভাগের নাম : ফিজিওলজি।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে সহকারী অধ্যাপকের অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
১০. পদের নাম : সহযোগী অধ্যাপক।
পদের সংখ্যা : একটি।
বিভাগের নাম : বায়ো-কেমিস্ট্রি।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে সহকারী অধ্যাপকের অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
১১. পদের নাম : সহযোগী অধ্যাপক।
পদের সংখ্যা : একটি।
বিভাগের নাম : কমিউনিটি মেডিসিন।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে সহকারী অধ্যাপকের অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
১২. পদের নাম : সহযোগী অধ্যাপক।
পদের সংখ্যা : একটি।
বিভাগের নাম : ফরেনসিক মেডিসিন।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে সহকারী অধ্যাপকের অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
১৩. পদের নাম : সহকারী অধ্যাপক।
পদের সংখ্যা : দুইটি।
বিভাগের নাম : অ্যানাটমি।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে প্রভাষক বা রেজিস্টার অথবা সিনিয়র রেজিস্ট্রার হিসেবে অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
১৩. পদের নাম : সহকারী অধ্যাপক।
পদের সংখ্যা : দুইটি।
বিভাগের নাম : ফিজিওলজি।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে প্রভাষক বা রেজিস্টার অথবা সিনিয়র রেজিস্ট্রার হিসেবে অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
১৪. পদের নাম : সহকারী অধ্যাপক।
পদের সংখ্যা : দুইটি।
বিভাগের নাম : বায়ো-কেমিস্ট্রি।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে প্রভাষক বা রেজিস্টার অথবা সিনিয়র রেজিস্ট্রার হিসেবে অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
১৫. পদের নাম : সহকারী অধ্যাপক।
পদের সংখ্যা : দুইটি।
বিভাগের নাম : কমিউনিটি মেডিসিন।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে প্রভাষক বা রেজিস্টার অথবা সিনিয়র রেজিস্ট্রার হিসেবে অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
১৬. পদের নাম : সহকারী অধ্যাপক।
পদের সংখ্যা : দুইটি।
বিভাগের নাম : ফরেনসিক মেডিসিন।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বিএমএন্ডডিসি (বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নির্ধারিত শিক্ষাগত, কর্ম এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজে প্রভাষক বা রেজিস্টার অথবা সিনিয়র রেজিস্ট্রার হিসেবে অধ্যাপনার অভিজ্ঞতাধারী হতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যোগ্যতা প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
১৭. পদের নাম : প্রভাষক।
পদের সংখ্যা : চারটি।
বিভাগের নাম : অ্যানাটমি।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : এমবিবিএস পরীক্ষায় অন্তত প্রথম শ্রেণীর ফলাফল থাকতে হবে। প্রথম শ্রেণীতে প্রথম হলে অগ্রাধিকার প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত ভালো ফলাফল অগ্রাধিকার লাভ করবে। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, প্রশিক্ষণ যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
১৮. পদের নাম : প্রভাষক।
পদের সংখ্যা : চারটি।
বিভাগের নাম :ফিজিওলজি।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : এমবিবিএস পরীক্ষায় অন্তত প্রথম শ্রেণীর ফলাফল থাকতে হবে। প্রথম শ্রেণীতে প্রথম হলে অগ্রাধিকার প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত ভালো ফলাফল অগ্রাধিকার লাভ করবে। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, প্রশিক্ষণ যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
১৯. পদের নাম : প্রভাষক।
পদের সংখ্যা : চারটি।
বিভাগের নাম : বায়ো-কেমিস্ট্রি।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : এমবিবিএস পরীক্ষায় অন্তত প্রথম শ্রেণীর ফলাফল থাকতে হবে। প্রথম শ্রেণীতে প্রথম হলে অগ্রাধিকার প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত ভালো ফলাফল অগ্রাধিকার লাভ করবে। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, প্রশিক্ষণ যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
২০. পদের নাম : প্রভাষক।
পদের সংখ্যা : চারটি।
বিভাগের নাম : কমিউনিটি মেডিসিন।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : এমবিবিএস পরীক্ষায় অন্তত প্রথম শ্রেণীর ফলাফল থাকতে হবে। প্রথম শ্রেণীতে প্রথম হলে অগ্রাধিকার প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত ভালো ফলাফল অগ্রাধিকার লাভ করবে। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, প্রশিক্ষণ যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.
২১. পদের নাম : প্রভাষক।
পদের সংখ্যা : চারটি।
বিভাগের নাম : ফরেনসিক মেডিসিন।
বেতন : সরকারী মেডিক্যাল কলেজের বেতন স্কেল অনুসারে আলোচনার মাধ্যমে বেতন প্রদান করা হবে। আহ্ছানিয়া মিশনের সুবিধাদি প্রদান করা হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : এমবিবিএস পরীক্ষায় অন্তত প্রথম শ্রেণীর ফলাফল থাকতে হবে। প্রথম শ্রেণীতে প্রথম হলে অগ্রাধিকার প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত ভালো ফলাফল অগ্রাধিকার লাভ করবে। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে সার্টিফিকেটানুসারে তথ্যাদি প্রদান করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। সব শিক্ষাগত, প্রশিক্ষণ যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে প্রদান করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সত্যায়িত হতে হবে।
আবেদন করবেন : বরাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজ, উত্তরা, সেক্টর-১০, প্লট নম্বর-৩, এম্ব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, ঢাকা-১২৩০। ঢাকার তুরাগের তীরে বিশ্ব ইজতেমার মাঠের পশ্চিমে কামারপাড়ার পাশে এই হাসপাতালটি রয়েছে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রয়োজনীয় ফোন নম্বর : আহ্ছানিয়া মিশন মেডিক্যাল কলেজের হটলাইন : ১০৬১৭, মোবাইল : ০১৮৪৭৩৫৯২৩০।
ইমেইলে আবেদন করতে পারেন : recruit.ammc@gmail.com.