কুয়েতের সরকারী হাসপাতালে ৩১১ জন বাংলাদেশী নার্স নিয়োগ
পদের নাম : বিএসসি নার্স।
পদের সংখ্যা : পুরুষ ৭৪ জন, নারী ২১১ জন।
শিক্ষাগত যোগ্যতা : কোনো সরকার স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে বিএসসি বা ডিপ্লোমা পাশ হতে হবে।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো সরকারী, আধা-সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালে বা যেকোনো প্রতিষ্ঠানে অন্তত তিন বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
পাসপোট: নিজের পাসপোর্ট থাকতে হবে এবং তার মেয়াদ অন্তত আড়াই বছর থাকতে হবে।
বেতন : ৯০ হাজার টাকা মাসে।
বয়স : ৪০ বছরের মধ্যে।
ইনক্রিমেন্ট : বছরে কুয়েতের ১০ দিনার ইনক্রিমেন্ট দেওয়া হবে।
ওভারটাইম : কুয়েতের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম আছে।
চাকরির মেয়াদ : প্রথম মেয়াদে তিন বছর। এরপর নবায়নযোগ্য।
শিক্ষানবিশকাল : প্রথম তিন মাস।
কাজ করবেন : দিনে আট ঘন্টা ডিউটি টাইম অনুসারে। সপ্তাহে ছয়দিন আবিশ্যিক কাজ করতে হবে।
বছরে ছুটি : ৩০ দিন।
চাকরি করতে হবে : কুয়েতের সরকারী হাসপাতালগুলোতে।
মাধ্যম : বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়েজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বায়োসেল)’র মাধ্যমে সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কম্পানি কুয়েতের ব্যবস্থাপনায় নিয়োগ প্রদান করা হবে।
আবেদনের শর্তাবলী : চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সরকারী নার্স হিসেবে লিয়েন ছুটি পাওয়ার যোগ্যতা অর্জন করলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে চূড়ান্ত নির্বাচনের পর লিয়েন ছুটি প্রার্থীকে ব্যবস্থা করতে হবে। চূড়ান্ত প্রার্থীদের ডাটা চেক নিশ্চিত করতে হবে। আসবাব, থাকা-খাওয়া, কর্মস্থলে যাতায়াত নিয়োগকারী প্রদান করবেন। যোগদানের বিমান ভাড়া, তিন বছর তাদের সন্তুষ্ট করে চাকরি করলে দেশে ফিরে আসার বিমান ভাড়াও তারা দেবেন। এর বাদে অন্যসব শর্ত কুয়েতের শ্রম আইনানুসারে লাভ করবেন।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ ইংরেজি জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। তাতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী, শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণের যোগ্যতাগুলো প্রদান করতে হবে। মোবাইল, যোগাযোগের ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মেইল, প্রতিষ্ঠানের নাম ইত্যাদি প্রয়োজনীয় সব দিতে হবে।
এজন্য যোগাযোগ করবেন : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমসংস্থান মন্ত্রণালয়, ৭১ ও ৭২ ইস্কাটন গার্ডেন, (ঢাকার বাংলামোটর ও পরিবাগের মাঝামাঝি), প্রবাসী কল্যাণ ভবন, রমনা ঢাকা-১০০০। পিএবিএক্স : ৪৮৩১৯১২৫, ৪৮৩১৭৫১৫, ৫৮৩১১৮৩৮।
উল্লেখ্য : নিবাচিত প্রার্থীদের অবশ্যই বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, বিধি মতে সরকারের ফিগুলো দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২, অফিস সময়।
পদের নাম : ডিপ্লোমা নার্স।
পদের সংখ্যা : পুরুষ ১০ জন, নারী ১৬ জন।
শিক্ষাগত যোগ্যতা : কোনো সরকার স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে বিএসসি বা ডিপ্লোমা পাশ হতে হবে।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো সরকারী, আধা-সরকারী বা বেসরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালে বা যেকোনো এই ধরণের প্রতিষ্ঠানে অন্তত চার বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
পাসপোট: নিজের পাসপোর্ট থাকতে হবে এবং তার মেয়াদ অন্তত আড়াই বছর থাকতে হবে।
বেতন : ৯০ হাজার টাকা মাসে।
বয়স : ৪০ বছরের মধ্যে।
ইনক্রিমেন্ট : বছরে কুয়েতের ১০ দিনার ইনক্রিমেন্ট দেওয়া হবে।
ওভারটাইম : কুয়েতের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম আছে।
চাকরির মেয়াদ : প্রথম মেয়াদে তিন বছর। এরপর নবায়নযোগ্য।
শিক্ষানবিশকাল : প্রথম তিন মাস।
কাজ করবেন : দিনে আট ঘন্টা ডিউটি টাইম অনুসারে। সপ্তাহে ছয়দিন আবিশ্যিক কাজ করতে হবে।
বছরে ছুটি : ৩০ দিন।
চাকরি করতে হবে : কুয়েতের সরকারী হাসপাতালগুলোতে।
মাধ্যম : বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়েজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বায়োসেল)’র মাধ্যমে সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কম্পানি কুয়েতের ব্যবস্থাপনায় নিয়োগ প্রদান করা হবে।
আবেদনের শর্তাবলী : চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সরকারী নার্স হিসেবে লিয়েন ছুটি পাওয়ার যোগ্যতা অর্জন করলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে চূড়ান্ত নির্বাচনের পর লিয়েন ছুটি প্রার্থীকে ব্যবস্থা করতে হবে। চূড়ান্ত প্রার্থীদের ডাটা চেক নিশ্চিত করতে হবে। আসবাব, থাকা-খাওয়া, কর্মস্থলে যাতায়াত নিয়োগকারী প্রদান করবেন। যোগদানের বিমান ভাড়া, তিন বছর তাদের সন্তুষ্ট করে চাকরি করলে দেশে ফিরে আসার বিমান ভাড়াও তারা দেবেন। এর বাদে অন্যসব শর্ত কুয়েতের শ্রম আইনানুসারে লাভ করবেন।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ ইংরেজি জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। তাতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী, শিক্ষাগত, কর্ম ও প্রশিক্ষণের যোগ্যতাগুলো প্রদান করতে হবে। মোবাইল, যোগাযোগের ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মেইল, প্রতিষ্ঠানের নাম ইত্যাদি প্রয়োজনীয় সব দিতে হবে।
এজন্য যোগাযোগ করবেন : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমসংস্থান মন্ত্রণালয়, ৭১ ও ৭২ ইস্কাটন গার্ডেন, (ঢাকার বাংলামোটর ও পরিবাগের মাঝামাঝি), প্রবাসী কল্যাণ ভবন, রমনা ঢাকা-১০০০। পিএবিএক্স : ৪৮৩১৯১২৫, ৪৮৩১৭৫১৫, ৫৮৩১১৮৩৮।
উল্লেখ্য : নিবাচিত প্রার্থীদের অবশ্যই বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, বিধি মতে সরকারের ফিগুলো দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২, অফিস সময়।