একমির কারখানায় কিছু কেয়ার গিভার নেওয়া হবে
ওষুধ কম্পানির নাম : দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
পদের নাম : কেয়ার গিভার বা শিশুযত্নকারী।
পদের সংখ্যা : কিছু সংখ্যা।
আবেদন করবেন : ২৫ থেকে ৪০ বছরের নারীরা। পুরুষ গ্রহণযোগ্য নয়।
নিয়োগ দেওয়া হবে : কারখানায়, জরুরী ভিত্তিতে।
কর্মস্থল : দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ধামরাই কারখানা। ঠিকানা-ধামরাই, ঢুলিভিটা।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত অষ্টম শ্রেণী পাশ।
অগ্রাধিকার : কেয়ার গিভারের কাজে অভিজ্ঞতাধারীরা অগ্রাধিকার লাভ করবেন।
যে কাজ করতে হবে : ৩ মাস থেকে তিন বছরের শিশুদের সকাল সাতটা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পযন্ত দেখাশোনা ও যত্ন নিতে হবে।
কর্মবিরতি : সরকারী ছুটির দিন ও শুক্র এবং শনিবার। তবে মাসের একটি শনিবার কাজ করতে হবে।
বেতন, ভাতা : আলোচনাসাপেক্ষে।
আবেদনের ঠিকানা : বরাবর, পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড, কোট-ডি-লা একমি, ১/৪, কল্যাণপুর, মিরপুর, ঢাকা ১২০৭। খামের ওপর পদের নাম, নিজের নাম, মোবাইল ও ঠিকানা উল্লেখ করতে হবে। এর বাদে মেইলও করতে পারেন-talentsearch@acmeglobal.com-subjectline 050422:caregiver.
আবেদন করবেন : বাংলায় একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। তাতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের নাম, পিতা, মাতা, স্বামী, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল, কর্মঅভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে। বয়স লিখতে হবে। লিঙ্গ লিখতে হবে। তাতে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত ও জাতীয় পরিচয়পত্র এবং কর্মঅভিজ্ঞতার সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২৮ এপ্রিল, বৃহস্পতিবার, অফিস সময়ের মধ্যে। হাতে, হাতেও জমা দেওয়া যাবে।