বিকেএসপিতে নিয়োগ আছে
শিক্ষা প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
ঠিকানা : জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।
ধরন : পূর্ণাঙ্গ বিশ্বমানের ক্রীড়া শিক্ষা কেন্দ্র।
নিয়োগ করা হবে : সাভারের বিকেএসপি ও তার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে।
নিয়োগের ধরণ : শূণ্য পদ।
আবেদন করবেন : প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকরা।
১. পদের নাম : সিনিয়র গবেষণা কমকতা।
বিষয়ের নাম : স্পোটর্স মেডিসিন।
পদের সংখ্যা : একটি।
বয়স : অনুধ্ব ৪৫ বছর।
নিয়োগের ধরণ : রাজস্ব অস্থায়ী।
বেতন স্কেল : সরকারী বেতন স্কেল অনুসারে ৩৫ হাজার ৫শ টাকা থেকে ৬৭ হাজার ১০ হাজার।
শিক্ষাগত যোগ্যতা : এমবিবিএস পাশ হতে হবে যে কোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এর বাদেও স্পোটর্স মেডিসিনে অন্তত দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র সাভার বা আঞ্চলিক যেকোনো প্রতিষ্ঠান থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে ও নিজের হাতে পূরণ করতে হবে (প্রয়োজনে ফটোকপি করতে পারেন)। তাতে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। এরপর ২শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে উত্তরা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে বিকেএসপির মহাপরিচালক বরাবর।
আবেদনের ঠিকানা : বরাবর, ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. মাজহারুল হক, এএফডব্লুইউসি, পিএসসি, এলএসসি, এমফিল, মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।
উল্লেখ্য : খামের ওপর নিজের পদ, মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে ডাক বা সরাসরি। এরপর আর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদনের সঙ্গে : সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং সার্টিফিকেটগুলো এক কপি আকারে সত্যায়িত করে যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
শর্ত : চাকরিরত প্রার্থীরা যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। ১৯ মে, ২০২২ তারিখের মধ্যে বয়স আবেদনে উল্লেখ করতে হবে।
পদের নিয়োগ প্রক্রিয়া : লিখিত, মৌখিত ও ব্যবহাারিক (প্রযোজ্য হলে) পরীক্ষায় অংশ নিতে হবে।
কোটা : প্রযোজ্য ক্ষেত্রে ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রতিষ্ঠানের সরকারী নিয়মানুসারে নারী, আদিবাসী, মুক্তিযোদ্ধার সন্তান কোটা ও বয়স রয়েছে। বিভাগীয় চাকরিরত প্রার্থীদের বয়স শিথিল করা হবে। এতিম ও শারীরিকভাবে প্রতিবন্ধীতায় আক্রান্ত কোটা বিকেএসপি অনুসরণ করে। নিয়োগ সংক্রান্ত নিয়মে বিকেএসপির সিদ্ধান্ত চূড়ান্ত হবে প্রাতিষ্ঠানিকভাবে গণ্য হবে।
ফোন : প্রয়োজনীয় ফোন নম্বর : ৮৮০-২-৭৭৮৯২১৫ থেকে ৬।
২. পদের নাম : কোচ।
বিষয়ের নাম : স্কোয়াশ।
পদের সংখ্যা : দুইটি।
নিয়োগ দেওয়া হবে : দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রে।
বয়স : অনুধ্ব ৪০ বছর।
নিয়োগের ধরণ : রাজস্ব স্থায়ী।
বেতন স্কেল : সরকারী বেতন স্কেল অনুসারে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ হাজার।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স পাশ হতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে।
কর্মযোগ্যতা : স্কোয়াশ কোচিংয়ের ওপর ডিপ্লোমা পাশ হতে হবে অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এই বিষয়ে ডিগ্রি থাকতে হবে। তবে যাদের বাংলাদেশ জাতীয় স্কোয়াশ দলের সাবেক বা বর্তমান খেলোয়াড় হিসেবে খেলার অভিজ্ঞতা আছে, তাদের এই কর্মযোগ্যতা প্রযোজ্য হবে না। এর বাদেও যারা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে স্কোয়াশ খেলোয়াড় বা কোচ হিসেবে অন্তত পাঁচ বছর কাজ করেছেন, তাদের ক্ষেত্রে এই কর্মযোগ্যতা দরকার নেই। যারা কোনো আন্তজাতিক ভালো প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে পদক জয় করেছেন, তাদের কোনো কর্মযোগ্যতার প্রয়োজন নেই। এর বাদে যারা কোনো আন্তর্জাতিক সংস্থায় প্রশিক্ষণ লাভের পর স্বীকৃত কোচিংয়ের সার্টিফিকেট অজন করেছেন, তাদের সার্টিফিকেট যথেষ্ট হবে। যাদের কোচিংয়ের লাইসেন্স আছে দেশে, তারা তাতেই আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র সাভার বা আঞ্চলিক যেকোনো প্রতিষ্ঠান থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে ও নিজের হাতে পূরণ করতে হবে (প্রয়োজনে ফটোকপি করতে পারেন)। তাতে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। এরপর ২শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে উত্তরা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে বিকেএসপির মহাপরিচালক বরাবর।
আবেদনের ঠিকানা : বরাবর, ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. মাজহারুল হক, এএফডব্লুইউসি, পিএসসি, এলএসসি, এমফিল, মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।
উল্লেখ্য : খামের ওপর নিজের পদ, মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে ডাক বা সরাসরি। এরপর আর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদনের সঙ্গে : সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং সার্টিফিকেটগুলো এক কপি আকারে সত্যায়িত করে যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
শর্ত : চাকরিরত প্রার্থীরা যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। ১৯ মে, ২০২২ তারিখের মধ্যে বয়স আবেদনে উল্লেখ করতে হবে।
পদের নিয়োগ প্রক্রিয়া : লিখিত, মৌখিত ও ব্যবহাারিক (প্রযোজ্য হলে) পরীক্ষায় অংশ নিতে হবে।
কোটা : প্রযোজ্য ক্ষেত্রে ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রতিষ্ঠানের সরকারী নিয়মানুসারে নারী, আদিবাসী, মুক্তিযোদ্ধার সন্তান কোটা ও বয়স রয়েছে। বিভাগীয় চাকরিরত প্রার্থীদের বয়স শিথিল করা হবে। এতিম ও শারীরিকভাবে প্রতিবন্ধীতায় আক্রান্ত কোটা বিকেএসপি অনুসরণ করে। নিয়োগ সংক্রান্ত নিয়মে বিকেএসপির সিদ্ধান্ত চূড়ান্ত হবে প্রাতিষ্ঠানিকভাবে গণ্য হবে।
ফোন : প্রয়োজনীয় ফোন নম্বর : ৮৮০-২-৭৭৮৯২১৫ থেকে ৬।
৩. পদের নাম : কোচ।
বিষয়ের নাম : ভারোত্তলন।
পদের ধরণ : রাজস্ব স্থায়ী।
নিয়োগ দেওয়া হবে : দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রে।
পদের সংখ্যা : একটি।
বয়স : অনুধ্ব ৪০ বছর।
নিয়োগের ধরণ : রাজস্ব স্থায়ী।
বেতন স্কেল : সরকারী বেতন স্কেল অনুসারে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ হাজার।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স পাশ হতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে।
কর্মযোগ্যতা : ভারোত্তলন কোচিংয়ের ওপর ডিপ্লোমা পাশ হতে হবে। অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এই বিষয়ে ডিগ্রি থাকতে হবে। তবে যাদের বাংলাদেশ জাতীয় ভারোত্তলন দলের সাবেক বা বতমান খেলোয়াড় হিসেবে খেলার অভিজ্ঞতা আছে, তাদের এই কর্মযোগ্যতা প্রযোজ্য হবে না। এর বাদেও যারা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ভারোত্তলন খেলোয়াড় বা কোচ হিসেবে অন্তত পাঁচ বছর কাজ করেছেন, তাদের ক্ষেত্রে এই কর্মযোগ্যতা দরকার নেই। যারা কোনো আন্তর্জাতিক ভালো প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে পদক জয় করেছেন, তাদের কোনো কর্মযোগ্যতার প্রয়োজন নেই। এর বাদে যারা কোনো আন্তর্জাতিক সংস্থায় প্রশিক্ষণ লাভের পর স্বীকৃত কোচিংয়ের সার্টিফিকেট অজন করেছেন, তাদের সার্টিফিকেট যথেষ্ট হবে। যাদের কোচিংয়ের লাইসেন্স আছে দেশে, তারা তাতেই আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র সাভার বা আঞ্চলিক যেকোনো প্রতিষ্ঠান থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে ও নিজের হাতে পূরণ করতে হবে (প্রয়োজনে ফটোকপি করতে পারেন)। তাতে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। এরপর ২শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে উত্তরা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে বিকেএসপির মহাপরিচালক বরাবর।
আবেদনের ঠিকানা : বরাবর, ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. মাজহারুল হক, এএফডব্লুইউসি, পিএসসি, এলএসসি, এমফিল, মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।
উল্লেখ্য : খামের ওপর নিজের পদ, মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে ডাক বা সরাসরি। এরপর আর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদনের সঙ্গে : সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং সার্টিফিকেটগুলো এক কপি আকারে সত্যায়িত করে যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
শর্ত : চাকরিরত প্রার্থীরা যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। ১৯ মে, ২০২২ তারিখের মধ্যে বয়স আবেদনে উল্লেখ করতে হবে।
পদের নিয়োগ প্রক্রিয়া : লিখিত, মৌখিত ও ব্যবহাারিক (প্রযোজ্য হলে) পরীক্ষায় অংশ নিতে হবে।
কোটা : প্রযোজ্য ক্ষেত্রে ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রতিষ্ঠানের সরকারী নিয়মানুসারে নারী, আদিবাসী, মুক্তিযোদ্ধার সন্তান কোটা ও বয়স রয়েছে। বিভাগীয় চাকরিরত প্রার্থীদের বয়স শিথিল করা হবে। এতিম ও শারীরিকভাবে প্রতিবন্ধীতায় আক্রান্ত কোটা বিকেএসপি অনুসরণ করে। নিয়োগ সংক্রান্ত নিয়মে বিকেএসপির সিদ্ধান্ত চূড়ান্ত হবে প্রাতিষ্ঠানিকভাবে গণ্য হবে।
ফোন : প্রয়োজনীয় ফোন নম্বর : ৮৮০-২-৭৭৮৯২১৫ থেকে ৬।
৪. পদের নাম : ম্যানেজার, মেস।
চাকরি করবেন : বিকেএসসির সাভারের মূল প্রতিষ্ঠানে।
পদের সংখ্যা : দুইটি।
বয়স : অনুধ্ব ৩০ বছর।
নিয়োগের ধরণ : রাজস্ব স্থায়ী।
বেতন স্কেল : সরকারী বেতন স্কেল অনুসারে ১০ হাজার ২শ টাকা থেকে ২৪ হাজার ৬শ ৮০ হাজার।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স পাশ বা সমমানের ডিগ্রি থাকতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে।
কর্মযোগ্যতা : হোটেল ম্যানেজমেন্টের ওপর বাস্তব অভিজ্ঞতাধারী হতে হবে। হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা পুরুষ প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
আবেদনের নিয়ম : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র সাভার বা আঞ্চলিক যেকোনো প্রতিষ্ঠান থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে ও নিজের হাতে পূরণ করতে হবে (প্রয়োজনে ফটোকপি করতে পারেন)। তাতে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। এরপর ২শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে উত্তরা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে বিকেএসপির মহাপরিচালক বরাবর।
আবেদনের ঠিকানা : বরাবর, ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. মাজহারুল হক, এএফডব্লুইউসি, পিএসসি, এলএসসি, এমফিল, মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।
উল্লেখ্য : খামের ওপর নিজের পদ, মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে ডাক বা সরাসরি। এরপর আর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদনের সঙ্গে : সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং সার্টিফিকেটগুলো এক কপি আকারে সত্যায়িত করে যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
শর্ত : চাকরিরত প্রার্থীরা যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। ১৯ মে, ২০২২ তারিখের মধ্যে বয়স আবেদনে উল্লেখ করতে হবে।
পদের নিয়োগ প্রক্রিয়া : লিখিত, মৌখিত ও ব্যবহাারিক (প্রযোজ্য হলে) পরীক্ষায় অংশ নিতে হবে।
কোটা : প্রযোজ্য ক্ষেত্রে ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রতিষ্ঠানের সরকারী নিয়মানুসারে নারী, আদিবাসী, মুক্তিযোদ্ধার সন্তান কোটা ও বয়স রয়েছে। বিভাগীয় চাকরিরত প্রার্থীদের বয়স শিথিল করা হবে। এতিম ও শারীরিকভাবে প্রতিবন্ধীতায় আক্রান্ত কোটা বিকেএসপি অনুসরণ করে। নিয়োগ সংক্রান্ত নিয়মে বিকেএসপির সিদ্ধান্ত চূড়ান্ত হবে প্রাতিষ্ঠানিকভাবে গণ্য হবে।
ফোন : প্রয়োজনীয় ফোন নম্বর : ৮৮০-২-৭৭৮৯২১৫ থেকে ৬।
৫. পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।
চাকরি করবেন : বিকেএসসির সাভারের মূল প্রতিষ্ঠানে।
পদের সংখ্যা : একটি।
বয়স : অনুধ্ব ৩০ বছর।
নিয়োগের ধরণ : রাজস্ব স্থায়ী।
বেতন স্কেল : সরকারী বেতন স্কেল অনুসারে ৯ হাজার ৩শ টাকা থেকে ২২ হাজার ৪শ ৯০ হাজার।
শিক্ষাগত যোগ্যতা :যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে অন্তত উচ্চ মাধ্যমিক বা সমমানের কারিগরী বোর্ড থেকে পাশ হতে হবে। এর বাদেও উচ্চমাধ্যমিকসহ কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
কর্মযোগ্যতা : টাইপিংয়ে অন্তত প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজিতে ২৮ শব্দ টাইপ করতে পারতে হবে। এর বাদেও বিকেএসপির স্টান্ডার্ন্ড অ্যাপটিচিউড পরীক্ষায় পাশ করতে হবে।
আবেদনের নিয়ম : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র সাভার বা আঞ্চলিক যেকোনো প্রতিষ্ঠান থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে ও নিজের হাতে পূরণ করতে হবে (প্রয়োজনে ফটোকপি করতে পারেন)। তাতে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। এরপর ২শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে উত্তরা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে বিকেএসপির মহাপরিচালক বরাবর।
আবেদনের ঠিকানা : বরাবর, ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. মাজহারুল হক, এএফডব্লুইউসি, পিএসসি, এলএসসি, এমফিল, মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।
উল্লেখ্য : খামের ওপর নিজের পদ, মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে ডাক বা সরাসরি। এরপর আর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদনের সঙ্গে : সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং সার্টিফিকেটগুলো এক কপি আকারে সত্যায়িত করে যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
শর্ত : চাকরিরত প্রার্থীরা যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। ১৯ মে, ২০২২ তারিখের মধ্যে বয়স আবেদনে উল্লেখ করতে হবে।
পদের নিয়োগ প্রক্রিয়া : লিখিত, মৌখিত ও ব্যবহাারিক (প্রযোজ্য হলে) পরীক্ষায় অংশ নিতে হবে।
কোটা : প্রযোজ্য ক্ষেত্রে ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রতিষ্ঠানের সরকারী নিয়মানুসারে নারী, আদিবাসী, মুক্তিযোদ্ধার সন্তান কোটা ও বয়স রয়েছে। বিভাগীয় চাকরিরত প্রার্থীদের বয়স শিথিল করা হবে। এতিম ও শারীরিকভাবে প্রতিবন্ধীতায় আক্রান্ত কোটা বিকেএসপি অনুসরণ করে। নিয়োগ সংক্রান্ত নিয়মে বিকেএসপির সিদ্ধান্ত চূড়ান্ত হবে প্রাতিষ্ঠানিকভাবে গণ্য হবে।
ফোন : প্রয়োজনীয় ফোন নম্বর : ৮৮০-২-৭৭৮৯২১৫ থেকে ৬।
৬. পদের নাম : কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী।
চাকরি করবেন : বিকেএসসির সাভারের মূল প্রতিষ্ঠানে।
পদের সংখ্যা : একটি।
বয়স : অনুধ্ব ৩০ বছর।
নিয়োগের ধরণ : রাজস্ব স্থায়ী।
বেতন স্কেল : সরকারী বেতন স্কেল অনুসারে ৯ হাজার ৩শ টাকা থেকে ২২ হাজার ৪শ ৯০ হাজার।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে অন্তত উচ্চ মাধ্যমিক বা সমমানের কারিগরী বোর্ড থেকে পাশ হতে হবে। এমএস ওয়ার্ড ও এক্সেলের কাজ পারতে হবে। এর বাদেও উচ্চমাধ্যমিকসহ কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
কর্মযোগ্যতা : টাইপিংয়ে ভালো গতি থাকতে হবে।
আবেদনের নিয়ম : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র সাভার বা আঞ্চলিক যেকোনো প্রতিষ্ঠান থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে ও নিজের হাতে পূরণ করতে হবে (প্রয়োজনে ফটোকপি করতে পারেন)। তাতে তিন কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। এরপর ২শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে উত্তরা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে বিকেএসপির মহাপরিচালক বরাবর।
আবেদনের ঠিকানা : বরাবর, ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. মাজহারুল হক, এএফডব্লুইউসি, পিএসসি, এলএসসি, এমফিল, মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।
উল্লেখ্য : খামের ওপর নিজের পদ, মোবাইল ও মেইল আইডি এবং যোগাযোগের ঠিকানা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে ডাক বা সরাসরি। এরপর আর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদনের সঙ্গে : সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং সার্টিফিকেটগুলো এক কপি আকারে সত্যায়িত করে যুক্ত করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
শর্ত : চাকরিরত প্রার্থীরা যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। ১৯ মে, ২০২২ তারিখের মধ্যে বয়স আবেদনে উল্লেখ করতে হবে।
পদের নিয়োগ প্রক্রিয়া : লিখিত, মৌখিত ও ব্যবহাারিক (প্রযোজ্য হলে) পরীক্ষায় অংশ নিতে হবে।
কোটা : প্রযোজ্য ক্ষেত্রে ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রতিষ্ঠানের সরকারী নিয়মানুসারে নারী, আদিবাসী, মুক্তিযোদ্ধার সন্তান কোটা ও বয়স রয়েছে। বিভাগীয় চাকরিরত প্রার্থীদের বয়স শিথিল করা হবে। এতিম ও শারীরিকভাবে প্রতিবন্ধীতায় আক্রান্ত কোটা বিকেএসপি অনুসরণ করে। নিয়োগ সংক্রান্ত নিয়মে বিকেএসপির সিদ্ধান্ত চূড়ান্ত হবে প্রাতিষ্ঠানিকভাবে গণ্য হবে।
ফোন : প্রয়োজনীয় ফোন নম্বর : ৮৮০-২-৭৭৮৯২১৫ থেকে ৬।