যশোরের আর্মি মেডিক্যাল কলেজে নিয়োগ রয়েছে
মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম : আর্মি মেডিক্যাল কলেজ, যশোর, সেনানিবাস।
১. পদের নাম : অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক।
বিভাগের নাম : মাইক্রো-বায়োলজি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং অভিজ্ঞতা : বিএমএন্ডডিসির নীতিমালা অনুসারে।
২. পদের নাম : সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক।
বিভাগের নাম : ফিজিওলজি।
শিক্ষাগত ও কমযোগ্যতা এবং অভিজ্ঞতা : বিএমএন্ডডিসির নীতিমালা অনুসারে।
৩. পদের নাম : সহকারী অধ্যাপক।
বিভাগের নাম : ফরেনসিক মেডিসি ও ফার্মাকোলজি ।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং অভিজ্ঞতা : বিএমএন্ডডিসির নীতিমালা অনুসারে।
৪. পদের নাম : রেজিস্ট্রার।
বিভাগের নাম : জেনারেল সার্জারি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং অভিজ্ঞতা : বিএমএন্ডডিসির নীতিমালা অনুসারে।
৫. পদের নাম : সহকারী রেজিস্ট্রার।
বিভাগের নাম : ইন্টার্নাল মেডিসিন, গাইনি অ্যান্ড অবস।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং অভিজ্ঞতা : বিএমএন্ডডিসির নীতিমালা অনুসারে।
৬. পদের নাম : প্রভাষক।
বিভাগের নাম : ফিজিওলজি, বায়ো-কেমিস্ট্রি, মাইক্রো-বায়োলজি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং অভিজ্ঞতা : বিএমএন্ডডিসির নীতিমালা অনুসারে।
আবেদনপত্র : প্রতিটি পদে আবেদনপত্র ২ কপি পাসপোর্ট আকারের ছবিতে নিজের শিক্ষাগত যোগ্যতা অনুসারে পূর্ণ জীবনবৃত্তান্তে সব শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেটানুসারে তৈরি করতে হবে।
প্রতিটি পদে আবেদনের নিয়ম : বরাবর চিফ অ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিক্যাল কলেজ যশোর, যশোর সেনানিবাস-এই ঠিকানা বরাবর সহযোগী অধ্যাপক থেকে রেজিস্ট্রার প্রতিটি পদের জন্য ১ হাজার টাকার ব্যাংক ড্রাফট (এমআইসিআর) যুক্ত করতে হবে। এর বাদে সহকারী রেজিস্ট্রার ও প্রভাষক পদে এভাবে ৮শ টাকার ব্যাংক ড্রাফট (এমআইসিআর) যুক্ত করতে হবে। তার বরাবর আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা হলো-বরাবর চিফ অ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিক্যাল কলেজ যশোর, যশোর সেনানিবাস টেলিফোন ০৪২১-৬০০২১, ইমেইল : army.mc.jessor55@gmil.com, web : www.amcj-bd.org. নিজের মোবাইল, মেইল, পদ ও যোগাযোগের ঠিকানা আবেদনপত্রের খামের ওপরে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২২ মে, ২০২২, অফিস সময়-১৪৩০ ঘটিকা। আবেদন কুরিয়ার বা ব্যক্তিগতভাবে জমা দিতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া : কর্তৃপক্ষ যোগাযোগ করবেন।
উল্লেখ্য : অসম্পূর্ণ ও ভুল আবেদন গ্রহণযোগ্য নয়। ২২ মে অফিস সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।