উদ্দীপনে ১৫৫ জন কর্মকর্তা নেওয়া হবে
এনজিওর নাম : উদ্দীপন।
পদের নাম : সিনিয়র প্রগ্রাম অফিসার, শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কর্মসূচি)।
পদের সংখ্যা : মোট ১শ ৫টি।
মাসে বেতন : পদানুসারে বেতন দেওয়া হবে।
কমকালীন ভাতাগুলো : মোটর সাইকেল ভাতা ২ হাজার ১শ টাকা, দায়িত্বভার ভাতা ৬৫০ টাকা ও মোবাইল বিল মাসে ৫শ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর।
বয়স : সর্বোচ্চ ৩৫।
শর্ত : এই প্রতিষ্ঠানের চাকরিতে প্রার্থীদের অবশ্যই সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সময়ানুবর্তী ও কঠোর পরিশ্রমে ইচ্ছুক হতে হবে। এর বাদেও যারা চুক্তিভিত্তিক কাজ করতে আগ্রহী তাদেরও নিয়োগ দেওয়া হবে। তাদের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতানুসারে বয়স শিথিল করা হবে। বেশি অভিজ্ঞতাধারীরাও বয়স শিথিলের সুবিধা পাবেন।
কর্মঅভিজ্ঞতা : সুপ্রতিষ্ঠিত জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান অথবা এনজিওতে সঞ্চয় ও ঋণদান কার্যক্রমের অফিসার শাখা ব্যবস্থাপক হিসেবে অন্তত একটি বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সুবিধাদি : উদ্দীপনের নিয়মানুসারে অন্যান্য ভাতাগুলো প্রদান করা হবে। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, যোগ্যতানুসারে বার্ষিক ইনক্রিমেন্ট, গ্রাচুয়িটি, দুটি ঈদের উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল ও প্রযোগ্য ক্ষেত্রে দূরত্ব ভাতা দেওয়া হবে।
কাজ করতে হবে : বাংলাদেশের যেকোনো কর্মএলাকাতে।
আবেদনের নিয়ম : সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবিতে সার্টিফিকেটানুসারে পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত ও কর্মঅভিজ্ঞতা এবং প্রশিক্ষণের সত্যায়িত সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিতে একটি আবেদন তৈরি করতে হবে। তাতে মেইল ও মোবাইল এবং যোগাযোগের ঠিকানা দিয়ে আবেদনপত্রে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের মাধ্যম : উদ্দীপনের অনুকূলে পে-অর্ডার, পোস্টাল অর্ডার বা ডিডি অফরৎযোগ্য করতে হবে ২শ টাকার।
আবেদন করবেন : সৈয়দ মনির হোসেন, উপ-পরিচালক ও প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ, উদ্দীপন, প্রধান কার্যালয়, বাড়ি নং-৯, সড়ক-১, ব্লক-এফ, জনতা হাউজিং কো-অপারেটিভ সোসাইটি হাউজিং লিমিটেড, রিং রোড, আদাবর, শ্যামলী, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ তারিখ : ১৬ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
উল্লেখ্য : যোগ্য প্রাথীদের বিশেষভাবে আবেদনের অনুরোধ রইলো। বাছাই করে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর মৌখিক আছে।
পদের নাম : ফাস্ট প্রগ্রাম অফিসার, শাখা ব্যবস্থাপক (অর্থ ও হিসাব শাখা)।
পদের সংখ্যা : ৫০টি।
মাসে বেতন : পদানুসারে বেতন দেওয়া হবে।
কর্মকালীন ভাতাগুলো : মোটর সাইকেল ভাতা ২ হাজার ১শ টাকা, দায়িত্বভার ভাতা ৬৫০ টাকা ও মোবাইল বিল মাসে ৫শ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্যের যেকোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর।
বয়স : সর্বোচ্চ ৩২।
শর্ত : এই প্রতিষ্ঠানের চাকরিতে প্রাথীদের অবশ্যই সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সময়ানুবতী ও কঠোর পরিশ্রমে ইচ্ছুক হতে হবে। দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজের অগ্রহ থাকতে হবে। প্রতিটি কমকতাকে অবশ্যই কম্পিউটার চালাতে পারতে হবে এবং এমএস এক্সেল ও ওয়াডের কাজ জানতে হবে।
সুবিধাদি : উদ্দীপনের নিয়মানুসারে অন্যান্য ভাতাগুলো প্রদান করা হবে। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, যোগ্যতানুসারে বার্ষিক ইনক্রিমেন্ট, গ্রাচুয়িটি, দুটি ঈদের উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল ও প্রযোগ্য ক্ষেত্রে দূরত্ব ভাতা দেওয়া হবে।
কাজ করতে হবে : বাংলাদেশের যেকোনো কর্মএলাকাতে।
সুবিধাদি : উদ্দীপনের নিয়মানুসারে অন্যান্য ভাতাগুলো প্রদান করা হবে। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, যোগ্যতানুসারে বার্ষিক ইনক্রিমেন্ট, গ্রাচুয়িটি, দুটি ঈদের উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল ও প্রযোগ্য ক্ষেত্রে দূরত্ব ভাতা দেওয়া হবে।
কাজ করতে হবে : বাংলাদেশের যেকোনো কর্মএলাকাতে।
আবেদনের নিয়ম : সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবিতে সার্টিফিকেটানুসারে পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত ও কর্মঅভিজ্ঞতা এবং প্রশিক্ষণের সত্যায়িত সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিতে একটি আবেদন তৈরি করতে হবে। তাতে মেইল ও মোবাইল এবং যোগাযোগের ঠিকানা দিয়ে আবেদনপত্রে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের মাধ্যম : উদ্দীপনের অনুকূলে পে-অর্ডার, পোস্টাল অর্ডার বা ডিডি অফরৎযোগ্য করতে হবে ২শ টাকার।
আবেদন করবেন : সৈয়দ মনির হোসেন, উপ-পরিচালক ও প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ, উদ্দীপন, প্রধান কার্যালয়, বাড়ি নং-৯, সড়ক-১, ব্লক-এফ, জনতা হাউজিং কো-অপারেটিভ সোসাইটি হাউজিং লিমিটেড, রিং রোড, আদাবর, শ্যামলী, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ তারিখ : ১৬ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
উল্লেখ্য : যোগ্য প্রাথীদের বিশেষভাবে আবেদনের অনুরোধ রইলো। বাছাই করে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর মৌখিক আছে।