যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে ১৪টি পদে অফিসারের স্থায়ী নিয়োগ
সরকারী বিশ্ববিদ্যালয়ের নাম : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ঠিকানা : যশোর, বাংলাদেশ। পোস্ট কোড : ৭৪০৮।
আবেদনপত্রগুলোর বিষয়ে কথা বলতে পারেন : রেজিস্টার কার্যালয়ে।
১. পদের নাম : গ্রন্থাগারিক।
ধরন : স্থায়ী পদ।
সংখ্যা : একজন।
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ৫৬ হাজার ৫শ টাকা থেকে ৭৪ হাজার ৪শ টাকা। এর বাদেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব সুবিধাগুলো প্রদেয় হবে।
বয়স : সাটিফিকেটানুসারে সব্বোচ ৫০।
আবেদন ফরম : https://career.just.edu.bd/docs/how-to-apply.pdf. আবেদন ফরম চাইলে রেজিস্টার কার্যালয় থেকেও সংগ্রহ করতে পারবেন। প্রয়োজনে এই আবেদনের বিষয়ে লাইব্রেরি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন-মোবাইল ০১৭০৯৮১৮১৫৯,
২. পদের নাম : সহকারী টেকনিক্যাল অফিসার।
ধরন : স্থায়ী পদ।
মোট পদের সংখ্যা : ১১জন।
যেসব বিভাগে নিয়োগ দেওয়া হবে : নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রো প্রডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগ, গণিত বিভাগ, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়ো-সায়েন্সেস বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ এবং রসায়ন।
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ৫৬ হাজার ৫শ টাকা থেকে ৭৪ হাজার ৪শ টাকা। এর বাদেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব সুবিধাগুলো প্রদেয় হবে।
বয়স : সার্টিফিকেটানুসারে সব্বোচ ৩০।
আবেদন ফরম : ttps://career.just.edu.bd/docs/how-to-apply.pdf. আবেদন ফরম চাইলে রেজিস্টার কার্যালয় থেকেও সংগ্রহ করতে পারবেন। প্রয়োজনে এই পদগুলোতে আবেদনের বিষয়ে উপাচার্য স্যারের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন-৮৮০৪২১-৬১১১১, Email: vc@just.edu.bd.
৩. পদের নাম : অডিটর।
ধরন : স্থায়ী পদ।
সংখ্যা : একজন।
কর্মক্ষেত্র : উপাচার্য স্যারের কার্যালয়।
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১২ হাজার ৫শ টাকা থেকে ৩০ হাজার ২শ ৩০ টাকা। এর বাদেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব সুবিধাগুলো প্রদেয় হবে।
বয়স : সার্টিফিকেটানুসারে সব্বোচ ৩০।
আবেদন ফরম : ttps://career.just.edu.bd/docs/how-to-apply.pdf. আবেদন ফরম চাইলে রেজিস্টার কার্যালয় থেকেও সংগ্রহ করতে পারবেন। প্রয়োজনে আবেদনের বিষয়ে উপাচার্য স্যারের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন -৮৮০৪২১-৬১১১১, Email: vc@just.edu.bd.
৪. পদের নাম : কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী।
ধরন : স্থায়ী পদ।
সংখ্যা : একজন।
কর্মক্ষেত্র : টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১১ হাজার টাকা থেকে ২৬ হাজার ৫শ ৯০ টাকা। এর বাদেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব সুবিধাগুলো প্রদেয় হবে।
বয়স : সার্টিফিকেটানুসারে সব্বোচ ৩০।
আবেদন ফরম : ttps://career.just.edu.bd/docs/how-to-apply.pdf. আবেদন ফরম চাইলে রেজিস্টার কার্যালয় থেকেও সংগ্রহ করতে পারবেন। প্রয়োজনে আবেদনের বিষয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান স্যারের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন-ফোন : +৮৮০২৪২১৪২১৫১,
Email: chairman.tex@just.edu.bd
প্রতিটি পদে আবেদনের শেষ তারিখ : ১৮ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে।
প্রতি পদের আবেদনপত্রে যুক্ত করতে হবে : সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (থেকে থাকলে), প্রশিক্ষণ (থেকে থাকলে); সত্যায়িত সার্টিফিকেট, আবেদপত্রে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সত্যায়িত সনদ প্রদান করতে হবে।
উল্লেখ্য : বয়স আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ পর্যন্ত হিসেবে আসবে। ক্রটিপূর্ণ, ভুল তথ্যের আবেদন গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদন ফরম পৌছানোর নিয়ম : বরাবর, রেজিস্ট্রার মহোদয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর, পোস্ট কোড-৭৪০৮।
আবেদনের উপায় : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্যারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে গ্রন্থাগারিক পদে ১১শ, সহকারী টেকনিক্যাল অফিসার পদে ৯শ, অডিটর পদে ৫শ, কম্পিউটার অপারেটর কাম অফিস সহায়ক পদে ৫শ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনপত্রে সংযুক্ত করতে হবে। এরপর আবেদনপত্র পৌঁছাতে হবে।
খামের ওপর : পদের, নিজের ও কর্মক্ষেত্রের নাম উল্লেখ করতে হবে। মোবাইল ও মেইল আইডি দিতে হবে। প্রাপক উল্লেখ করতে হবে।