রূপালী লাইফে মুখ্য আর্থিক এবং মুখ্য হিসাব কর্মকর্তা নিয়োগ হবেন
বীমা কম্পানির নাম : রূপালী লাইফ ইনস্যুরেন্স কম্পানি লিমিটেড।
ধরন : ইসলামি শরিয়াহ অনুসারে সকল কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রধান কাযালয় : রূপালি লাইফ টাওয়ার, ৫০ কাকরাইল, ঢাকা-১০০০।
মেইল : info@rupalilife.com.
১. পদের নাম : মুখ্য আর্থিক কমকতা।
নিয়োগ দেয়া হবে : অর্থ ও হিসাব বিভাগে।
পদের সংখ্যা : একজন।
কাজ করবেন : প্রধান কার্যালয়ে।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্যের যেকোনো বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স। এফসিএ, এফসিসিএ, এফসিএমএ পাশ হতে হবে।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো লাইফ ইনস্যুরেন্স কম্পানির অর্থ ও হিসাব বিভাগে অন্তত ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন, ভাতাদি : বেতন আলোচনা সাপেক্ষে, সুবিধাগুলোও তাই। ভাতাগুলো এই প্রতিষ্ঠানের নিয়মে প্রদান করা হবে।
আবেদন করবেন : বরাবর, মুখ্য নির্বাহী কমকতা, মাধ্যম প্রশাসন বিভাগ (পাঁচ তলা), রূপালী লাইফ ইনস্যুরেন্স কম্পানি লিমিটেড, রূপালি লাইফ টাওয়ার, ৫০ কাকরাইল, ঢাকা-১০০০, কলসেন্টার : ০৯৬১৭২০৩০৪০। আবেদন হাতে, হাতে প্রশাসনে জমা দেওয়া যাবে।
আবেদনের নিয়ম : ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের, বাবা, মা, শিক্ষাগত, কর্মযোগ্যতা, প্রশিক্ষণাদি প্রদান করতে হবে। সাফল্য উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সাটিফিকেটগুলো সত্যায়িত করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময় : ১৯ মে, ২০২২ অফিস সময়।
২. পদের নাম : প্রধান হিসাব কমকতা।
নিয়োগ দেয়া হবে : হিসাব বিভাগে।
পদের সংখ্যা : একজন।
কাজ করবেন : প্রধান কার্যালয়ে।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্যের যেকোনো বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স। এফসিএ, এফসিসিএ, এফসিএমএ পাশ হতে হবে।
কমঅভিজ্ঞতা : যেকোনো লাইফ ইনস্যুরেন্স কম্পানির হিসাব বিভাগে অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন, ভাতাদি : বেতন আলোচনা সাপেক্ষে, সুবিধাগুলোও তাই। ভাতাগুলো এই প্রতিষ্ঠানের নিয়মে প্রদান করা হবে।
আবেদন করবেন : বরাবর, মুখ্য নির্বাহী কমকতা, মাধ্যম প্রশাসন বিভাগ (পাঁচ তলা), রূপালী লাইফ ইনস্যুরেন্স কম্পানি লিমিটেড, রূপালি লাইফ টাওয়ার, ৫০ কাকরাইল, ঢাকা-১০০০, কলসেন্টার : ০৯৬১৭২০৩০৪০। আবেদন হাতে, হাতে প্রশাসনে জমা দেওয়া যাবে।
আবেদনের নিয়ম : ইংরেজিতে একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করে তাতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের, বাবা, মা, শিক্ষাগত, কর্মযোগ্যতা, প্রশিক্ষণাদি প্রদান করতে হবে। সাফল্য উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো সত্যায়িত করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময় : ১৯ মে, ২০২২ অফিস সময়।