বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে দুই ইউনিট পরিচালক নেওয়া হবে
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর।
ঠিকানা : ৬৮৪-৬৮৬ রেড ক্রিসেন্ট সড়ক, বড় মগবাজার, ঢাকা ১২১৭।
১. পদের নাম : পরিচালক, ইউনিট অ্যাফেয়ার্স, বিডিআরসিএস।
নিয়োগ দেওয়া হবে : শূণ্য পদে, অস্থায়ী ভিত্তিতে।
পদের সংখ্যা : একটি।
বেতন, ভাতা : মাসে সর্বসাকুল্যে ৯০ হাজার টাকা বেতন দেওয়া হবে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সুবিধাগুলো প্রদেয় হবে। এগুলোর মধ্যে আছে বছরে দুটি উৎসব ভাতা, একটি বৈশাখী ভাতা। গাড়ি পেলে যাতায়াত সুবিধা ও বীমা সুবিধা রয়েছে।
কাজ করবেন : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের সব কাজ পরিচালনা ও কাজ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত অনার্সসহ মাস্টার্স।
বয়স : কমপক্ষে ৪০ থেকে সবোচ্চ ৫৫। বেশি যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে বয়স শিথিল করা হবে।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো স্থানীয় বা আন্তর্জাতিক এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থায় অথবা কোনো ভালো সেবা বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পরিচালক বা উপ-পরিচালক অথবা পরামশর্ক বা মহা-ব্যবস্থাপক অথবা সমন্বয়ক হিসেবে অন্তত ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে সার্টিফিকেট অনুসারে। তাতে নিজের, পিতা, মাতার নাম, বতমার্ন ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং প্রশিক্ষণগুলো, জাতীয়তা, বয়স, কম্পিউটার দক্ষতা, যোগাযোগের মেইল ও মোবাইল নম্বর দিতে হবে। তাতে তিন কপি পাসপোর্ট আকারের ছবি দিতে হবে।
বয়স : লিখতে হবে ১ মে, ২০২২ তারিখ অনুসারে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা যুক্ত করবেন: সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট, প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেটগুলো আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। নাগরিকত্ব : এই সার্টিফিকেট সত্যায়িত আকারে দিতে হবে।
আবেদন করবেন : ৯ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে। ডাকযোগে বা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মেইলে-hr@bdrcs.org. ডাকে আবেদনের ঠিকানা : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর, ৬৮৪-৬৮৬ রেড ক্রিসেন্ট সড়ক, বড় মগবাজার, ঢাকা ১২১৭, পোস্ট কোড-৫৭৯।
খামের ওপর : পদের নাম লিখতে হবে, নিজের নাম, ঠিকানা এবং যোগাযোগ-মেইল ও মোবাইল দেবেন। আবেদন করবেন মহাসচিব বরাবর।
উল্লেখ্য : কর্মরত প্রার্থীরা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। ত্রুটিপূণ আবেদন বাতিল হবে। ভুল তথ্য গ্রহণযোগ্য নয়। সম-অধিকার অনুসরণ করা হবে। কোনো তদবির বা অনৈতিক কাজ অযোগ্যতা বিবেচনা করা হবে।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন : টেলিফোন-(৮৮০)+৮৮০২৪৮৩১০১৮৮, +৮৮০২৪৮৩১০১৮৯.
২. পদের নাম : পরিচালক, আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ, বিডিআরসিএস।
নিয়োগ দেওয়া হবে : শূণ্য পদে, অস্থায়ী ভিত্তিতে।
পদের সংখ্যা : একটি।
বেতন, ভাতা : মাসে সর্বসাকুল্যে ৯০ হাজার টাকা বেতন দেওয়া হবে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সুবিধাগুলো প্রদেয় হবে। এগুলোর মধ্যে আছে বছরে দুটি উৎসব ভাতা, একটি বৈশাখী ভাতা। গাড়ি পেলে যাতায়াত সুবিধা ও বীমা সুবিধা রয়েছে।
কাজ করবেন : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক সম্পক ও যোগাযোগ বিভাগের সব কাজ পরিচালনা ও কাজ করতে হবে। এই সোসাইটির মুভমেন্ট বা কর্মসূচি পরিচালনায় অংশীদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ নিয়মিত রাখতে হবে। এর বাদেও প্রতিষ্ঠানের কাজে বেশি প্রণোদনার ব্যবস্থা করতে কাজ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো ভালো বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পক, যোগাযোগ ইত্যাদি কর্ম সংশ্লিষ্ট বিভাগ থেকে অনাসসহ মাস্টাস থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স : কমপক্ষে ৪০ থেকে সবোচ্চ ৫৫ বছর। বেশি যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে বয়স শিথিল করা হবে।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো স্থানীয় বা আন্তর্জাতিক এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থায় অথবা কোনো ভালো সেবা বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পরিচালক বা উপ-পরিচালক অথবা পরামশর্ক বা মহা-ব্যবস্থাপক অথবা সমন্বয়ক বা আন্তর্জাতিক সম্পর্ক বা যোগাযোগ বা সাংবাদিকতা বিভাগে অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। তাতে সার্টিফিকেট অনুসারে নিজের, পিতার নাম, মাতার নাম, বতমার্ন ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং প্রশিক্ষণগুলো, জাতীয়তা, বয়স, কম্পিউটার দক্ষতা, যোগাযোগের মেইল ও মোবাইল নম্বর দিতে হবে। বয়স লিখতে হবে ১ মে, ২০২২ তারিখ অনুসারে। তাতে তিন কপি পাসপোর্ট আকারের ছবি দিতে হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : সব শিক্ষাগত ও কমযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট, প্রশিক্ষণ থেকে থাকলে তার সত্যায়িত সার্টিফিকেটগুলো আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। নাগরিকত্বের সার্টিফিকেট সত্যায়িত আকারে দিতে হবে।
আবেদন করবেন : ৯ মে, ২০২২ অফিস সময়ের মধ্যে। ডাকযোগে বা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মেইলে-hr@bdrcs.org. ডাকে আবেদনের ঠিকানা : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর, ৬৮৪-৬৮৬ রেড ক্রিসেন্ট সড়ক, বড় মগবাজার, ঢাকা ১২১৭, পোস্ট কোড-৫৭৯।
খামের ওপর : পদের নাম লিখতে হবে, নিজের নাম, ঠিকানা এবং যোগাযোগ-মেইল ও মোবাইল। আবেদন করবেন মহাসচিব বরাবর।
উল্লেখ্য : কর্মরত প্রাথীরা কতৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। ত্রুটিপূণ আবেদন বাতিল হবে। ভুল তথ্য গ্রহণযোগ্য নয়। সম-অধিকার অনুসরণ করা হবে। কোনো তদবির বা অনৈতিক কাজ অযোগ্যতা বিবেচনা করা হবে।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন : টেলিফোন-(৮৮০)+৮৮০২৪৮৩১০১৮৮, +৮৮০২৪৮৩১০১৮৯.
বি: দ্র : যারা আগে আবেদন করেছেন, তাদের আবেদনের প্রয়োজন নেই।