ঢাকার আমর্ড ফোসেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে একজন সায়েন্টিফিক অফিসার নেওয়া হবে
প্যাথলজি ইনস্টিটিউটের নাম : আমর্ড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি।
ঠিকানা : ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।
নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, ঢাকা সেনানিবাস।
নিয়োগ দেওয়া হবে : পুরোপুরি অস্থায়ীভাবে। কাজ করবেন নিধারিত সময় পর্যন্ত।
ধরন : বেসামরিক কমকতা।
পদের নাম : বৈজ্ঞানিক অফিসার।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত সরকারী বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার টেকনোলজিতে অনার্স ও মাস্টার্স।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো ভালো জেনেটিক ল্যাবরেটরিতে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শর্ত : ৩০ জুন ২০২২ তারিখের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়স হতে হবে।
আবেদনপত্র পাঠাবেন : কমাড্যান্ট, আমড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬ এই ঠিকানা বরাবর।
আবেদন তৈরি করবেন : সার্টিফিকেট অনুসারে একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে ইংরেজিতে, তাতে চার কপি সদ্য তোলা রঙিন ছবি যুক্ত করতে হবে। সেখানে মোবাইল ও মেইল আইডি দিতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। সব শিক্ষাগত ও কর্ম এবং প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। ইউনিয়ন বা পৌরসভা থেকে সত্যায়িত নাগরিকত্বের সনদ যুক্ত করতে হবে। চাকরিরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রের সত্যায়িত কপি যুক্ত করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : বাংলাদেশ সরকারের বিধি অনুসরণ করা হবে।
বেতন : আলোচনাসাপেক্ষে।
পদের সংখ্যা : একটি।
আবেদনের শেষ তারিখ : ৩০ মে, ২০২২ অফিস সময়।
আবেদন করবেন : ফিরতি ডাকটিকেটসহ ঠিকানা দিয়ে, ডাকযোগে।
ওএস।