ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্সে একজন সহযোগী অধ্যাপক নেওয়া হবে
বিশ্ববিদ্যালয়ের নাম : ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিভাগের নাম : থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ (টিপিডি)।
পদের নাম : সহযোগী অধ্যাপক।
পদের ধরন : স্থায়ী পদ।
আবেদন করবেন : রেজিস্ট্রার মহোদয়ের দফতর থেকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
বেতন লাভ করবেন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২শ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপকের সুযোগ-সুবিধাগুলো লাভ করবেন।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিষয়ে অন্তত প্রথম শ্রেণীতে অনার্স ও মাস্টাস থাকতে হবে এবং উচ্চতর ডিগ্রিধারী হতে হবে। পিএচইডি বা সমমানের ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন। এর বাদেও কোনো বিশ্ববিদ্যালয় বা সমমানের উচ্চতর কোনো শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে অন্তত সাত বছরের শিক্ষা প্রদান ও গবেষণা কর্মপরিচালনার অভিজ্ঞতাধারী হতে হবে। এর বাদেও স্বীকৃত গবেষণা পত্রিকায় মৌলিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে অভিজ্ঞতা ও দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের সামগ্রিক শিক্ষা, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নাট্য নির্দেশনা, পরিকল্পনা ও গবেষণার অভিজ্ঞতা যোগ্যতা হিসেবে গ্রহণ করা হবে।
আবেদন ফরম : ১ হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে রেজিস্ট্রার মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়-১০০০ বরাবর। এরপর তার কার্যালয় থেকে সংগ্রহ করা নির্ধারিত আবেদনপত্র মোট ১১ সেট করতে হবে। তাতে সকল, শিক্ষাগত, কর্ম ও অভিজ্ঞতার সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
উল্লেখ্য : চাকরিজীবি প্রার্থীরা কতৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন।
আবেদনের শেষ তারিখ : ১০ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে।
বিভাগের ঠিকানা : থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
ফোন : +৮৮০৯৬৬৬৯১১৪৬৩ (এক্সটেনশন ৬৩৯১)
মোবাইল : ০১৩০৬৫৩৫৭৬৭, ইমেইল : theatre@du.ac.bd
ওএস।