ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্সে তিন প্রভাষক নিয়োগ
বিশ্ববিদ্যালয়ের নাম : ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিভাগের নাম : ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ।
পদের নাম : লেকচারার বা প্রভাষক।
পদের সংখ্যা : তিনটি।
পদের ধরন : স্থায়ী শূণ্য পদ।
আবেদন ফরম সংগ্রহ করবেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতর থেকে নির্ধারিত ফরমে।
বেতন, স্কেল : ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুবিধাগুলো লাভ করবেন।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি ও এসএসসিতে জিপিএ ৫.০০’র মধ্যে অন্তত ৪.২৫ পেতে হবে। ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করলে অন্তত প্রথম বিভাগ পেতে হবে। অনার্স ও মাস্টার্সে অন্তত প্রথম শ্রেণী পেতে হবে। সিজিপিএ ফরম্যাটে ৪.০০’র মধ্যে অন্তত ৩.৫০ লাভ করতে হবে। কোনো বিদেশী বিশ্ববিদ্যালয়ে সমমানের পাশ হলে আবেদন করতে পারবেন।
ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের পাশ করা ছাত্র, ছাত্রীরা : এই বিভাগের এই যোগ্যতায় পাশ করা ছাত্র, ছাত্রীরা আবেদন করতে পারবেন।
যোগ্যতা সমানের ক্ষেত্রে : অন্যান্য যোগ্যতা সমান অনেক প্রার্থীর ক্ষেত্রে বিজ্ঞান বা প্রকৌশল বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ এবং ক্লাইমেট চেইঞ্জ মডেলিংয়ে পিএইচডিধারীদের আবেদনের গ্রহণযোগ্যতা বেশি হবে।
আবেদনের নিয়ম : সাড়ে ৭শ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে সকল শিক্ষাগত, কর্মযোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত সার্টিফিকেটসহ সহ। মোট আট কপি আবেদনপত্র তৈরি করতে হবে। এই নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে।
উল্লেখ : চাকরিজীবিরা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন।
আবেদনপত্র পৌছানোর ঠিকানা : রেজিস্ট্রার মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ : ১২ মে, ২০২২ অফিস সময়।
বিভাগের ঠিকানা : ভূতত্ব ভবনের চারতলা, কার্জন হল, বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ফোন : +৮৮০৯৬৬৬৯১১৪৬৩ (এক্সটেনশন ৭৩৩২)। মেইল : dsm@du.ac.bd
ওএস।