প্রযুক্তি গ্রুপের অ্যাগ্রো ইন্ড্রাষ্ট্রিয়াল ট্রাষ্টের প্রধান ৪ পদে নিয়োগ হবে
কৃষিভিত্তিক প্রতিষ্ঠােনের নাম: অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রিয়াল ট্রাস্ট (এআইটি)। মূল প্রতিষ্ঠান : প্রযুক্তি গ্রুপ।
প্রধান কার্যালয়: আফজা টাওয়ার, ২৭/এফ, মণিপুরীপাড়া, চারতলা, জাতীয় সংসদ অ্যাভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫।
ইমেইল : ait.hrd1989@gmail.com.
মোবাইল : ০১৭৫৫৬০৭০৩৪, ০১৭৫৫৬০৭০৫০।
১. পদের নাম : জেনারেল ম্যানেজার (জি.এম.) বা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি.জি.এম.)।
যে পদে কাজ করবেন : হেড অব মার্কেটিং।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স বা সমমান অথবা মাস্টার্স।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো সুপ্রতিষ্ঠিত ফিড কম্পানিতে মার্কেটিং বিভাগে জি. এম. বা ডি.জি.এম পদে অন্তত পাঁচ থেকে সাত বছর।
বেতন, ভাতা : উপযুক্ত প্রার্থী আকষণীয় বেতন ও ভাতাদি লাভ করবেন।
আবেদন করবেন : ১৯৮৮ সাল থেকে কর্মরত এই প্রতিষ্ঠানের সক্রেটারি বা সচিব বরাবর একটি আবেদনপত্র তৈরি করতে হবে। এরপর একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে কম্পিউটার টাইপে। তাতে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। মোবাইল ও মেইল আইডি দিতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সনদ প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে।
পরীক্ষায় অংশ নেবেন : বাছাই প্রার্থীরা।
আবেদনের শেষ তারিখ : ২৮ এপ্রিল, ২০২২ অফিস সময়ের মধ্যে।
২. পদের নাম : রিজিওনাল ম্যানেজার (আর.এম.)।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স বা সমমান অথবা মাস্টার্স।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো সুপ্রতিষ্ঠিত ফিড কম্পানিতে মার্কেটিং বিভাগে রিজিওনাল ম্যানেজার বা আর. এম. পদে অন্তত চার থেকে পাঁচ বছর।
বেতন, ভাতা : উপযুক্ত প্রার্থী আকষণীয় বেতন ও ভাতাদি লাভ করবেন।
আবেদন করবেন : ১৯৮৮ সাল থেকে কর্মরত এই প্রতিষ্ঠানের সক্রেটারি বা সচিব বরাবর একটি আবেদনপত্র তৈরি করতে হবে। এরপর একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে কম্পিউটার টাইপে। তাতে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। মোবাইল ও মেইল আইডি দিতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সনদ প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে।
পরীক্ষায় অংশ নেবেন : বাছাই প্রার্থীরা।
আবেদনের শেষ তারিখ : ২৮ এপ্রিল, ২০২২ অফিস সময়ের মধ্যে।
৩. পদের নাম : টেকনিক্যাল মাকেটিং অফিসার (টি. এম.ও.)।
শিক্ষাগত যোগ্যতা : ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডি.ভি.এম.)।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো সুপ্রতিষ্ঠিত ফিড কম্পানিতে মার্কেটিং বিভাগে টেকনিক্যাল মাকেটিং অফিসার (টি. এম.ও.) অন্তত চার থেকে পাঁচ বছর।
বেতন, ভাতা : উপযুক্ত প্রার্থী আকষণীয় বেতন ও ভাতাদি লাভ করবেন।
আবেদন করবেন : ১৯৮৮ সাল থেকে কর্মরত এই প্রতিষ্ঠানের সক্রেটারি বা সচিব বরাবর একটি আবেদনপত্র তৈরি করতে হবে। এরপর একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে কম্পিউটার টাইপে। তাতে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি যুক্ত করতে হবে। মোবাইল ও মেইল আইডি দিতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সনদ প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে।
পরীক্ষায় অংশ নেবেন : বাছাই প্রার্থীরা।
আবেদনের শেষ তারিখ : ২৮ এপ্রিল, ২০২২ অফিস সময়ের মধ্যে।
৪. পদের নাম : এরিয়া মাকেটিং অফিসার (এ.এম.ও.)।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স বা সমমান অথবা মাস্টার্স।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো সুপ্রতিষ্ঠিত ফিড কম্পানিতে মার্কেটিং বিভাগে অফিসার পদে কাজের অভিজ্ঞতাধারীদের অগ্রাধিকার।
বেতন, ভাতা : উপযুক্ত প্রার্থী আকষণীয় বেতন ও ভাতাদি লাভ করবেন।
আবেদন করবেন : ১৯৮৮ সাল থেকে কর্মরত এই প্রতিষ্ঠানের সক্রেটারি বা সচিব বরাবর একটি আবেদনপত্র তৈরি করতে হবে। এরপর একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে কম্পিউটার টাইপে। তাতে দুই কপি সদ্য তোলা পাসপোট আকারের ছবি যুক্ত করতে হবে। মোবাইল ও মেইল আইডি দিতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সনদ প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে।
পরীক্ষায় অংশ নেবেন : বাছাই প্রার্থীরা।
আবেদনের শেষ তারিখ : ২৮ এপ্রিল, ২০২২ অফিস সময়ের মধ্যে।
ওএস।