খুলনা বিশ্ববিদ্যালয়ে গ্রেড ও সুবিধায় ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে
বিশ্ববিদ্যালয়ের নাম : খুলনা বিশ্ববিদ্যালয়।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে : বিশ্ববিদ্যালয়ের শূণ্য পদ।
আবেদন করবেন : কম্পিউটার টাইপে অ্যাকাডেমিক সার্টিফিকেট অনুসারে নিজের, বাবা, মা, স্বামীর নাম, স্থায়ী, বর্তমান ঠিকানা, জন্মতারিখ, বয়স, শিক্ষাগত ও কর্মযোগ্যতা, কর্মযোগ্যতায় আগের চাকরির বিস্তারিত-প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, পদ, বেতন স্কেল ও প্রাপ্ত বেতন, মেয়াদ; মোবাইল, টেলিফোন (থেকে থাকলে) ইত্যাদি প্রয়োজনীয় সব উল্লেখ করতে হবে। এই আবেদনপত্র তিনটি সেট আকারে জমা দিতে হবে।
সেটের সঙ্গে : প্রতিটি সেটে আলাদাভাবে সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি প্রথম সেটে দুটি ও পরের দুটি সেটের আবেদনপত্রের সঙ্গে একটি করে সংযুক্ত করবেন।
ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার : বরাবর রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা এই ঠিকানা বরাবর ও তার অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে ৩শ টাকার অফরেৎযোগ্য ব্যাংক ড্রাফট বা ডাক বিভাগ থেকে পে-অর্ডার করতে হবে।
খামের ওপর : নিজের নাম, বরাবর, পদের নাম ও গন্তব্য এবং প্রদান করা ঠিকানা উল্লেখ করতে হবে।
উল্লেখ্য : এই পদগুলোতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১১ থেকে ১৬তম পদের কর্মকতা ও কর্মচারীরা আবেদন করতে পারবেন। এই নিয়মে তারা ক্যালিগ্রাফার, ডাটা এন্ট্রি অপারেটর, মেকানিক ও ড্রাইভার পদে আবেদনের যোগ্য। তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে শিক্ষাগত যোগ্যতা বা বয়স যেকোনো একটি শিথিল করা হবে। অন্যান্য সব গ্রেড অনুসারে যেসব কর্মচারী নিয়োগ লাভ করবেন, তাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল করা হবে। এই ক্ষেত্রে নিয়ম জানতে ও যোগাযোগ করতে পারেন রেজিস্ট্রার কার্যালয়ে, ফোন-০৪১-৭৫১০৪০, মেইল করুন-registrar@ku.ac.bd. ওয়েব সাইট : http://ku.ac.bd/career. যারা চাকরি করেন, তারা যথাযথ নিয়োগকারীর মাধ্যমে আবেদন করবেন। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে নারী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীতায় আক্রান্ত ও আদিবাসী হলে সরকারী নিয়ম ও বিশ্ববিদ্যালয়ের বিবেচনা অনুসরণ করা হবে। অনুমোদিত পদ থাকলে পদের সংখ্যা কমানো বা বাড়ানো হবে। চাকরি প্রদান ও কর্মজীবনের সকল পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত। লিখিত ও মৌখিক পরীক্ষায় নিয়োগের জন্য অংশ নিতে হবে এবং কোনো টিএ বা ডিএ পাবেন না।
আবেদনের শেষ তারিখ : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, অফিস সময়ের মধ্যে।
১. পদের নাম : ক্যালিগ্রাফার।
গ্রেড : ১১ তম গ্রেড লাভ করবেন।
বেতন, ভাতা ও সুবিধাদি : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১২ হাজার ৫শ টাকা থেকে ৩০ হাজার ২শ ৩০ টাকা। এই বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
পদের সংখ্যা : একটি।
২. পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।
গ্রেড : ১৩ তম গ্রেড লাভ করবেন।
বেতন, ভাতা ও সুবিধাদি : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১১ হাজার ৫শ টাকা থেকে ২৬ হাজার ৫শ ৯০ টাকা। এই বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
পদের সংখ্যা : একটি।
৩. পদের নাম : মেকানিক।
গ্রেড : ১৩ তম গ্রেড লাভ করবেন।
বেতন, ভাতা ও সুবিধাদি : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১১ হাজার ৫শ টাকা থেকে ২৬ হাজার ৫শ ৯০ টাকা। এই বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
পদের সংখ্যা : একটি।
৪. পদের নাম : ড্রাইভার।
গ্রেড : ১৫ তম গ্রেড লাভ করবেন।
বেতন, ভাতা ও সুবিধাদি : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ৯ হাজার ৭শ টাকা থেকে ২৩ হাজার ৪শ ৯০ টাকা। এই বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
পদ : ছয়জন।
৫. পদের নাম : ক্লিনার।
গ্রেড : ২০তম গ্রেড লাভ করবেন।
বেতন, ভাতা ও সুবিধাদি : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ৮ হাজার ২শ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। এই বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
পদ : তিনজন।
৬. পদের নাম : মালি বা গার্ডেনার।
গ্রেড : ২০তম গ্রেড লাভ করবেন।
বেতন, ভাতা ও সুবিধাদি : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ৮ হাজার ২শ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। এই বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
পদ : চারজন।
৭. পদের নাম : ক্লিনার।
গ্রেড : ২০তম গ্রেড লাভ করবেন।
বেতন, ভাতা ও সুবিধাদি : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ৮ হাজার ২শ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। এই বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
পদ : তিনজন।
৮. পদের নাম : নিরাপত্তা প্রহরী।
গ্রেড : ২০তম গ্রেড লাভ করবেন।
বেতন, ভাতা ও সুবিধাদি : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ৮ হাজার ২শ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। এই বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
পদ : চারজন।
৯. পদের নাম : দক্ষ শ্রমিক।
গ্রেড : ২০তম গ্রেড লাভ করবেন।
বেতন, ভাতা ও সুবিধাদি : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ৮ হাজার ২শ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। এই বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
পদ : চারজন।
১০. পদের নাম : অফিস সহায়ক।
গ্রেড : ২০তম গ্রেড লাভ করবেন।
বেতন, ভাতা ও সুবিধাদি : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ৮ হাজার ২শ ৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। এই বিশ্ববিদ্যালয়ের সব সুবিধা প্রদেয় হবে।
পদ : দুইজন।
ওএস।