ঢাকা বিশ্ববিদ্যালয় ইউল্যাবে গণিতের প্রভাষক নিয়োগ করা হবে

স্কুল-কলেজের নাম : ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
অধিভুক্ত প্রতিষ্ঠান : আইইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অবস্থান : আইইআরের পাশে।
ঠিকানা : ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা-১০০০।
উল্লেখ্য : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) পরিচালিত ইউ.ল্যাব. স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ প্রদান করা হবে।
পদের নাম : প্রভাষক।
পড়াবেন : কলেজ শাখায়।
বেতন স্কেল : ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬শ টাকা পর্যন্ত, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন প্রদান করা হবে।
ভাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে অধিভুক্ত প্রতিষ্ঠানে ভাতা ও সুবিধাগুলো প্রদান করা হবে।
পদের ধরণ : স্থায়ী, শূণ্য পদ।
আবেদন করবেন : বাংলাদেশের প্রকৃত নাগরিকরা।
আবেদনের শর্ত : গণিতে অনার্স ও মাস্টার্স হতে হবে যেকোনো ভালো ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। অনার্স বা মাস্টার্সের কোনো একটিতে প্রথম শ্রেণী বা জিপিএ পদ্ধতিতে ৪.০’র মধ্যে ৩.৫০ পেতে হবে। অন্তত দুটি প্রথম শ্রেণী থাকতে হবে পাবলিক পরীক্ষাগুলোতে। সিজিপিএর মধ্যে ৪.২৫, জিপিএর মধ্যে ৪.০০তে ৩.৫০ পেতে হবে। কোনো তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে না।
অগ্রাধিকার : ভালো বি.এড. ডিগ্রিধারীরা অগ্রাধিকার লাভ করবেন। এই ডিগ্রি বাদে নিয়োগ পেলে চাকরির দুই বছরের মধ্যে পাশ করতে হবে। এছাড়াও এই ডিগ্রি বাদে কখনো, কারো চাকরি স্থায়ী হবে না।
আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২। অফিস সময়ের মধ্যে।
আবেদনের নিয়ম : নিজের হাতে কম্পিউটার টাইপ করে একটি বাংলা অথবা ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র সদ্য তোলা এক কপি পাসপোর্ট আকারের ছবিতে যুক্ত করে তৈরি করতে হবে সার্টিফিকেটানুসারে। তাতে সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সাটিফিকেট যুক্ত করতে হবে। সব শিক্ষা ও কর্মযোগ্যতার আলাদা সাতটি সেট একটি আবেদনপত্রে থাকতে হবে।
আবেদন করবেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউল্যাবে যোগাযোগ করে নিয়মানুসারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর ৭শ ৫০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।
উল্লেখ্য : চাকরিজীবিরা যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন।
প্রয়োজনীয় টেলিফোন : ৯৬৬১৯২০।
ওএস।
