রিকের মাইক্রোক্রেডিটে ৯শ ৫৫ পদে নিয়োগ দেওয়া হবে
এনজিওর নাম : রিক (রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার)।
নিয়োগ দেওয়া হবে : সারাদেশে কর্মএলাকাগুলোতে কার্যক্রম বাড়ানোর জন্য।
প্রতিটি পদে বেতন, ভাতায় লক্ষ্য করুন : রিকের বেতন কাঠামো পূর্ণবিন্যাস প্রক্রিয়াধীন, ফলে নতুন বেতন কাঠামোর মধ্যে এই বেতন যুক্ত হবে না। আগামী বছর থেকে বেতন, ভাতা গ্রেড আকারে উন্নতি করবে।
১. পদের নাম : জেনারেল ম্যানেজার (জি.এম.-অডিট)।
সংখ্যা : একটি।
নিয়মিতকরণের আগে বেতন : মূল বেতন ৪৬ হাজার ৪শ টাকা থেকে ৯২ হাজার ৮শ টাকা।
নিয়মিতকরণের পর বেতন : মূল বেতন ৪৬ হাজার ৪শ টাকা থেকে ১ লাখ ৬ হাজার ৭শ ২০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান, ফাইনান্সে বিবিএ বা এমবিএ অথবা আইসিবির নিবন্ধিত কোনো সিএ ফার্ম থেকে সিএ কোর্স পাশ।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো ভালো বেসরকারী প্রতিষ্ঠান থেকে উধ্বতন নিরীক্ষা বিভাগ কর্মকর্তা হিসেবে অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতা।
অগ্রাধিকার : শিক্ষাগত যোগ্যতাসহ যেকোনো ক্ষুদ্রঋণ পরিচালনাকারী এনজিওর কাজের নিরীক্ষা বিভাগে টিম লিডার বা দলনেতা হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।
প্রযুক্তি : কম্পিউটার ও এম.এস. ওয়ার্ড পরিচালনার কাজে দক্ষ হতে হবে।
বয়স : সবোচ্চ ৪৫ বছর।
কর্মশর্ত : বাংলাদেশের যেকোনো কর্মএলাকায় কাজের আগ্রহ থাকতে হবে ও মাঠ পর্যায়ে কাজ করতে হবে। নারী ও পুরুষ কর্মীদের মোটর সাইকেল চালাতে হবে। নিজের লাইসেন্স থাকতে হবে। প্রবেশনারি কালের পর পারফরমেন্সের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে।
স্থায়ী নিয়োগের পর : বেতন ছাড়াও ইন্টারনেট বিল, মোবাইল খরচ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, কর্মী কল্যাণ তহবিল, নিজের ও পরিবারের সবার চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোটর সাইকেল ঋণ সুবিধা, তেল খরচ, দুপুরের খাবার ভাতা দেওয়া হবে।
নিয়োগ : ঢাকা অফিসে পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন : বরাবর, পরিচালক, মানব সম্পদ বিভাগ, রিসোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি-৮৮/এ/ক, বাড়ি-৭/এ (নতুন), ঢাকা-১২০৯। খামের ওপর পদের নাম লিখবেন।
ওয়েব সাইট : info@ric-bd.org, ফোন-৮৮০-২-৫৮১৫২৪২৪। খামের ওপর পদের নাম লিখবেন।
আবেদনের নিয়ম : ১ কপি পাসপোর্ট আকারের পরিচ্ছন্ন ছবিতে সার্টিফিকেট অনুসারে পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে, মোটর লাইসেন্সের ফটোকপি দিতে হবে। প্রয়োজনে এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আবেদন করবেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজের বিস্তারিত প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৫ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে।
উল্লেখ্য : কোনো লেনদেন, সুপারিশ ছাড়াই নিয়োগ দেওয়া হবে। ফলে এসব গ্রহণযোগ্য হবে না।
২. পদের নাম : জেনাল ম্যানেজার (জেড.এম)।
পদের সংখ্যা : ২০ জন।
বেতন : মূল বেতন লাভ করবেন ২৬ হাজার টাকা থেকে ৫৩ হাজার ১শ টাকার বেতন স্কেলে ৫০ হাজার ৫শ টাকা থেকে ৫৩ হাজার ১শ টাকা।
নিয়মিতকরণের পর বেতন : মূল বেতন ৫৪ হাজার ৪শ টাকা থেকে ৫৭ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত স্নাতক পাশ।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো ভালো এনজিওর জোন ব্যবস্থাপনা এবং ঋণ প্রদান ও আদায় কার্যক্রমে এই মানের পদে অন্তত দুই বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
প্রযুক্তি : কম্পিউটার ও অফিস এক্সেল পরিচালনার কাজে দক্ষ হতে হবে।
বয়স : সবোচ্চ ৪৫ বছর।
কর্মশর্ত : বাংলাদেশের যেকোনো কর্মএলাকায় কাজের আগ্রহ থাকতে হবে ও মাঠ পর্যায়ে কাজ করতে হবে। নারী ও পুরুষ কর্মীদের মোটর সাইকেল চালাতে হবে। নিজের লাইসেন্স থাকতে হবে। প্রবেশনারি কালের পর পারফরমেন্সের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে।
স্থায়ী নিয়োগের পর : বেতন ছাড়াও ইন্টারনেট বিল, মোবাইল খরচ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, কর্মী কল্যাণ তহবিল, নিজের ও পরিবারের সবার চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোটর সাইকেল ঋণ সুবিধা, তেল খরচ, দুপুরের খাবার ভাতা দেওয়া হবে।
নিয়োগ : ঢাকা অফিসে পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন : বরাবর, পরিচালক, মানব সম্পদ বিভাগ, রিসোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি-৮৮/এ/ক, বাড়ি-৭/এ (নতুন), ঢাকা-১২০৯। খামের ওপর পদের নাম লিখবেন।
ওয়েব সাইট : info@ric-bd.org, ফোন-৮৮০-২-৫৮১৫২৪২৪। খামের ওপর পদের নাম লিখবেন।
আবেদনের নিয়ম : ১ কপি পাসপোর্ট আকারের পরিচ্ছন্ন ছবিতে সার্টিফিকেট অনুসারে পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে, মোটর লাইসেন্সের ফটোকপি দিতে হবে। প্রয়োজনে এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আবেদন করবেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজের বিস্তারিত প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৫ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে।
উল্লেখ্য : কোনো লেনদেন, সুপারিশ ছাড়াই নিয়োগ দেওয়া হবে। ফলে এসব গ্রহণযোগ্য হবে না।
৩. পদের নাম : এরিয়া ম্যানেজার (এ.এম)।
পদের সংখ্যা : ৩৫ জন।
বেতন : মূল বেতন লাভ করবেন ২২ হাজার ৪শ টাকা থেকে ৪৫ হাজার ৯শ টাকার বেতন স্কেলে।
নিয়মিতকরণের পর বেতন : ৪৭ হাজার ২০ টাকা থেকে ৪৯ হাজার ২শ ৬০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত স্নাতক পাশ।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো ভালো এনজিওর অঞ্চল ব্যবস্থাপনা-ঋণ প্রদান ও আদায় কার্যক্রম ও অঞ্চল ব্যবস্থাপনায় অন্তত দুই বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
প্রযুক্তি : কম্পিউটার ও এম. এস. অফিস পরিচালনার কাজে দক্ষ হতে হবে।
বয়স : সবোচ্চ ৪০ বছর। অভিজ্ঞ প্রাথীদের বয়স শিথিল করা হবে।
কর্মশর্ত : বাংলাদেশের যেকোনো কর্মএলাকায় কাজের আগ্রহ থাকতে হবে ও মাঠ পর্যায়ে কাজ করতে হবে। নারী ও পুরুষ কর্মীদের মোটর সাইকেল চালাতে হবে। নিজের লাইসেন্স থাকতে হবে। প্রবেশনারি কালের পর পারফরমেন্সের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে।
স্থায়ী নিয়োগের পর : বেতন ছাড়াও ইন্টারনেট বিল, মোবাইল খরচ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, কর্মী কল্যাণ তহবিল, নিজের ও পরিবারের সবার চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোটর সাইকেল ঋণ সুবিধা, তেল খরচ, দুপুরের খাবার ভাতা দেওয়া হবে।
নিয়োগ : ঢাকা অফিসে পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন : বরাবর, পরিচালক, মানব সম্পদ বিভাগ, রিসোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি-৮৮/এ/ক, বাড়ি-৭/এ (নতুন), ঢাকা-১২০৯। খামের ওপর পদের নাম লিখবেন।
ওয়েব সাইট : info@ric-bd.org, ফোন-৮৮০-২-৫৮১৫২৪২৪। খামের ওপর পদের নাম লিখবেন।
আবেদনের নিয়ম : ১ কপি পাসপোর্ট আকারের পরিচ্ছন্ন ছবিতে সার্টিফিকেট অনুসারে পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে, মোটর লাইসেন্সের ফটোকপি দিতে হবে। প্রয়োজনে এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আবেদন করবেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজের বিস্তারিত প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৫ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে।
উল্লেখ্য : কোনো লেনদেন, সুপারিশ ছাড়াই নিয়োগ দেওয়া হবে। ফলে এসব গ্রহণযোগ্য হবে না।
৪. পদের নাম : শাখা ব্যবস্থাপক (বি.এম)।
পদের সংখ্যা : ২০০ জন।
বেতন : মূল বেতন লাভ করবেন ১৬ হাজার ২শ টাকা থেকে ৩৩ হাজার ৫শ টাকার বেতন স্কেলে।
নিয়মিতকরণের পর বেতন : ৩৪ হাজার ৩শ ১০ টাকা থেকে ৩৫ হাজার ৯শ ৩০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত স্নাতক পাশ।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো ভালো এনজিওর শাখা ব্যবস্থাপনা-ঋণ প্রদান ও আদায় কাযক্রম ও শাখা ব্যবস্থাপনায় অন্তত দুই বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
প্রযুক্তি : কম্পিউটার ও এম. এস. অফিস পরিচালনার কাজে দক্ষ হতে হবে।
বয়স : সবোচ্চ ৪০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল করা হবে।
কর্মশর্ত : বাংলাদেশের যেকোনো কর্মএলাকায় কাজের আগ্রহ থাকতে হবে ও মাঠ পর্যায়ে কাজ করতে হবে। নারী ও পুরুষ কর্মীদের মোটর সাইকেল চালাতে হবে। নিজের লাইসেন্স থাকতে হবে। প্রবেশনারি কালের পর পারফরমেন্সের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে।
স্থায়ী নিয়োগের পর : বেতন ছাড়াও ইন্টারনেট বিল, মোবাইল খরচ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, কর্মী কল্যাণ তহবিল, নিজের ও পরিবারের সবার চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোটর সাইকেল ঋণ সুবিধা, তেল খরচ, দুপুরের খাবার ভাতা দেওয়া হবে।
নিয়োগ : ঢাকা অফিসে পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন : বরাবর, পরিচালক, মানব সম্পদ বিভাগ, রিসোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি-৮৮/এ/ক, বাড়ি-৭/এ (নতুন), ঢাকা-১২০৯। খামের ওপর পদের নাম লিখবেন।
ওয়েব সাইট : info@ric-bd.org, ফোন-৮৮০-২-৫৮১৫২৪২৪। খামের ওপর পদের নাম লিখবেন।
আবেদনের নিয়ম : ১ কপি পাসপোর্ট আকারের পরিচ্ছন্ন ছবিতে সার্টিফিকেট অনুসারে পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে, মোটর লাইসেন্সের ফটোকপি দিতে হবে। প্রয়োজনে এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আবেদন করবেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজের বিস্তারিত প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৫ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে।
উল্লেখ্য : কোনো লেনদেন, সুপারিশ ছাড়াই নিয়োগ দেওয়া হবে। ফলে এসব গ্রহণযোগ্য হবে না।
৫. পদের নাম : শাখা হিসাব রক্ষক কমকতা (বি.এ.ও.)।
পদের সংখ্যা : ২০০ জন।
বেতন : মূল বেতন লাভ করবেন ১৩ হাজার ৪শ টাকা থেকে ২৭ হাজার ৯শ টাকার বেতন স্কেলে।
নিয়মিতকরণের পর বেতন : ২৮ হাজার ৫শ ৭০ টাকা থেকে ২৯ হাজার ৯শ ১০ টাকার মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত স্নাতক পাশ।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো ভালো এনজিওর হিসাব ব্যবস্থাপনা বিভাগে অন্তত দুই বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
প্রযুক্তি : এম.আই.এস. (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস) ও এফ.আই.এস. প্রতিবেদন তৈরি করতে পারদর্শী হতে হবে। কম্পিউটার ও এম.এস. অফিসের কাজে দক্ষ হতে হবে।
বয়স : সবোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল করা হবে।
কর্মশর্ত : বাংলাদেশের যেকোনো কর্মএলাকায় কাজের আগ্রহ থাকতে হবে ও মাঠ পর্যায়ে কাজ করতে হবে। নারী ও পুরুষ কর্মীদের মোটর সাইকেল চালাতে হবে। নিজের লাইসেন্স থাকতে হবে। প্রবেশনারি কালের পর পারফরমেন্সের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে।
স্থায়ী নিয়োগের পর : বেতন ছাড়াও ইন্টারনেট বিল, মোবাইল খরচ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, কর্মী কল্যাণ তহবিল, নিজের ও পরিবারের সবার চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোটর সাইকেল ঋণ সুবিধা, তেল খরচ, দুপুরের খাবার ভাতা দেওয়া হবে।
নিয়োগ : ঢাকা অফিসে পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন : বরাবর, পরিচালক, মানব সম্পদ বিভাগ, রিসোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি-৮৮/এ/ক, বাড়ি-৭/এ (নতুন), ঢাকা-১২০৯। খামের ওপর পদের নাম লিখবেন।
ওয়েব সাইট : info@ric-bd.org, ফোন-৮৮০-২-৫৮১৫২৪২৪। খামের ওপর পদের নাম লিখবেন।
আবেদনের নিয়ম : ১ কপি পাসপোর্ট আকারের পরিচ্ছন্ন ছবিতে সার্টিফিকেট অনুসারে পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে, মোটর লাইসেন্সের ফটোকপি দিতে হবে। প্রয়োজনে এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আবেদন করবেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজের বিস্তারিত প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৫ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে।
উল্লেখ্য : কোনো লেনদেন, সুপারিশ ছাড়াই নিয়োগ দেওয়া হবে। ফলে এসব গ্রহণযোগ্য হবে না।
৬. পদের নাম : ক্রেডিট অফিসার (সি.ও.)।
পদের সংখ্যা : ৫০০ জন।
বেতন : মূল বেতন লাভ করবেন ১১ হাজার ৪শ টাকা থেকে ২৩ হাজার ১শ টাকার বেতন স্কেলে।
নিয়মিতকরণের পর বেতন : ২৩ হাজার ৬শ ৫০ টাকা থেকে ২৪ হাজার ৫শ ৭০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা : অন্তত স্নাতক পাশ।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো ভালো এনজিওর ঋণ কার্যক্রম পরিচালনায় মাঠে কাজের অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের কাজ জানলে ভালো।
বয়স : সবোচ্চ ৩০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের বয়স শিথিল করা হবে।
নিয়োগের পরীক্ষা : সব জেলার প্রার্থীরাই নিয়োগ লাভ করবেন। তবে তাদের পরীক্ষা কর্মএলাকাভিত্তিতে নয়, ঢাকা, সিলেট, খুলনা ফেনী ও বগুড়ার রিক সেন্টারে হবে। অবশ্যই কেন্দ্রের নাম লিখতে হবে।
কর্মশর্ত : বাংলাদেশের যেকোনো কর্মএলাকায় কাজের আগ্রহ থাকতে হবে ও মাঠ পর্যায়ে কাজ করতে হবে। নারী ও পুরুষ কর্মীদের মোটর সাইকেল চালাতে হবে। নিজের লাইসেন্স থাকতে হবে। প্রবেশনারি কালের পর পারফরমেন্সের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে।
স্থায়ী নিয়োগের পর : বেতন ছাড়াও ইন্টারনেট বিল, মোবাইল খরচ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, কর্মী কল্যাণ তহবিল, নিজের ও পরিবারের সবার চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোটর সাইকেল ঋণ সুবিধা, তেল খরচ, দুপুরের খাবার ভাতা দেওয়া হবে।
নিয়োগ : ঢাকা অফিসে পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন : বরাবর, পরিচালক, মানব সম্পদ বিভাগ, রিসোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি-৮৮/এ/ক, বাড়ি-৭/এ (নতুন), ঢাকা-১২০৯। খামের ওপর পদের নাম লিখবেন।
ওয়েব সাইট : info@ric-bd.org, ফোন-৮৮০-২-৫৮১৫২৪২৪। খামের ওপর পদের নাম লিখবেন।
আবেদনের নিয়ম : ১ কপি পাসপোর্ট আকারের পরিচ্ছন্ন ছবিতে সার্টিফিকেট অনুসারে পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দিতে হবে, মোটর লাইসেন্সের ফটোকপি দিতে হবে। প্রয়োজনে এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আবেদন করবেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজের বিস্তারিত প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৫ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে।
উল্লেখ্য : কোনো লেনদেন, সুপারিশ ছাড়াই নিয়োগ দেওয়া হবে। ফলে এসব গ্রহণযোগ্য হবে না।
ওএস।