মটস কারিতাসে নারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে
প্রতিষ্ঠানের নাম : মটস কারিতাস। ধরন : কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।
ঠিকানা : ১/সি-১/এ, পল্লবী, মিরপুর ১২, ঢাকা-১২১৬। টেলিফোন : ৮৮০-২-৪৮০৩৫৬৪১। মোবাইল : ০১৮৫৪৬৫৫৯২৫, ০১৩০৯১৩২৩০৯, ০১৭১৩৩৮৪০৯০।
ওয়েব : mawts.org, ইমেইল : mawts@caritasmc.org
১. পদের নাম : অ্যাসিসটেন্ট ইনস্ট্রাক্টর, ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি। একজন নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। ডিপ্লোমায় সিজিপিএ ৩.৫ হতে হবে। আর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভালো মাকর্স থাকতে হবে।
কর্মঅভিজ্ঞতা : কমপক্ষে তিন বছরের নিজের ক্ষেত্রে শিক্ষকতা ও প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটারের এমএস ওয়াড ও এমএস এক্সেলের কাজ পারতে হবে। ই-মেইলে দক্ষ হতে হবে।
বেতন : মোট ১৪ হাজার টাকা। তবে প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকলে আলোচনায় বেতন দেওয়া হবে।
আবেদন করতে পাররেন : কেবল নারী প্রার্থীরা।
আবেদন করবেন : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। দুই কপি রঙিন ছবি, শিক্ষাগত সার্টিফিকেট অনুসারে নিজের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, মেইল ঠিকানা, যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ, পরিচিত ও সার্টিফাই করার মতো দুইজন গণ্যমান্য ব্যক্তির নাম, ঠিকানা এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্ক, স্বাক্ষরসহ আবেদন করতে হবে নিজের হাতে লিখে।
প্রদান করবেন : সব শিক্ষাগত যোগ্যতা ও কর্মযোগ্যতার সত্যায়িত সাটিফিকেট, জাতীয়তা ও চারিত্রিক সত্যায়িত সার্টিফিকেট। প্রথম শ্রেণীর কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে।
নিয়োগ দেওয়া হবে : বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক এবং কর্মযোগ্যতার পরীক্ষার পর।
বাতিল হবে : ত্রুটিপূর্ণ আবেদনপত্র।
আবেদন করবেন : ডাকযোগে, কোনো আবেদন সরাসরি গ্রহণ করা হবে না। কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কোনো কারণ দর্শানো বাদে যেকোনো সময় এই বিজ্ঞপ্তি বাতিল ও স্থগিতের ক্ষমতা কর্তৃপক্ষের আছে।
খামের ওপর লিখবেন : পদের নাম, নিজের নাম ও মোবাইল নম্বর।
আবেদর করতে হবে : পরিচালক বরাবর।
আবেদনের শেষ সময় : ২৭ এপ্রিল অফিস সময়ের মধ্যে।
২. পদের নাম : অ্যাসিসটেন্ট ইনস্ট্রাক্টর, ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজি। একজন নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। ডিপ্লোমায় সিজিপিএ ৩.৫ হতে হবে। আর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভালো মাকর্স থাকতে হবে।
কর্মঅভিজ্ঞতা : কমপক্ষে তিন বছরের নিজের ক্ষেত্রে শিক্ষকতা ও প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটারের এমএস ওয়াড ও এমএস এক্সেলের কাজ পারতে হবে। ই-মেইলে দক্ষ হতে হবে।
বেতন : মোট ১৪ হাজার টাকা। তবে প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকলে আলোচনায় বেতন দেওয়া হবে।
আবেদন করতে পাররেন : কেবল নারী প্রার্থীরা।
আবেদন করবেন : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে। দুই কপি রঙিন ছবি, শিক্ষাগত সার্টিফিকেট অনুসারে নিজের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, মেইল ঠিকানা, যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ, পরিচিত ও সার্টিফাই করার মতো দুইজন গণ্যমান্য ব্যক্তির নাম, ঠিকানা এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্ক, স্বাক্ষরসহ আবেদন করতে হবে নিজের হাতে লিখে।
প্রদান করবেন : সব শিক্ষাগত যোগ্যতা ও কর্মযোগ্যতার সত্যায়িত সাটিফিকেট, জাতীয়তা ও চারিত্রিক সত্যায়িত সার্টিফিকেট। প্রথম শ্রেণীর কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে।
নিয়োগ দেওয়া হবে : বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক এবং কর্মযোগ্যতার পরীক্ষার পর।
বাতিল হবে : ত্রুটিপূর্ণ আবেদনপত্র।
আবেদন করবেন : ডাকযোগে, কোনো আবেদন সরাসরি গ্রহণ করা হবে না। কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কোনো কারণ দর্শানো বাদে যেকোনো সময় এই বিজ্ঞপ্তি বাতিল ও স্থগিতের ক্ষমতা কর্তৃপক্ষের আছে।
খামের ওপর লিখবেন : পদের নাম, নিজের নাম ও মোবাইল নম্বর।
আবেদর করতে হবে : পরিচালক বরাবর।
আবেদনের শেষ সময় : ২৭ এপ্রিল অফিস সময়ের মধ্যে।
ওএস।