ঝালকাঠি পল্লী বিদুৎ সমিতিতে সরকারী বেতনভাতায় নিয়োগ দেওয়া হবে
প্রতিষ্ঠানের নাম : ঝালকাঠি পল্লী বিদুৎ সমিতি।
ঠিকানা : প্রতাপ, ঝালকাঠি।
১. পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।
সংরক্ষিত : নারীদের জন্য।
পদের সংখ্যা : দুইটি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানে অথবা এসএসসি বা সমমানে পাশ হতে হবে। কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগের কম ফলাফল গ্রহণযোগ্য নয়। সিজিপিএ পদ্ধতিতে ৪.০০’র মধ্যে ২.২০ আর ৫.০০’র মধ্যে ২.৫’র কম পেলে আবেদন গ্রহণ করা হবে না।
কর্মযোগ্যতা : কম্পিউটার টাইপে বাংলায় প্রতি মিনিটে ২০ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করতে পারতে হবে। কম্পিউটার চালাতে দক্ষ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার প্রিন্টের কাজ পারতে হবে। নিজের কাজগুলো ভালোভাবে কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারতে হবে।
আবেদন করতে পারবেন : ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, বান্দরবন, বরগুনা, বরিশাল, ভোলা, গোপালগঞ্জ, জয়পুরহাট, মাগুরা, পটুয়াখালী, নড়াইল, শরীয়তপুুর ও মাদারীপুর জেলার নারীরা।
বয়স : ১৫ মে ২০২২ তারিখের মধ্যে ১৮ থেকে ৩০ বছরের প্রার্থীরা আবেদন করবেন। মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানেরা এই সময়ের মধ্যে ৩২ বছর বয়সে আবেদন করতে পারবেন। তবে সেজন্য সরকারের নির্দেশিত কর্তৃপক্ষের স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত সার্টিফিকেট সত্যায়িত আকারে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে বয়স নির্ণয় করা হবে।
আবেদনপত্র সংগ্রহ করবেন : ঝালকাঠি পল্লী বিদুৎ সমিতির অফিসের ওয়েব সাইট http://file-barisal.portal.gov.bd/uploads/e91321c1-a6bc-4000-ad49-5e8d7d8d67bd//625/259/451/625259451f3f3415359048.pdf-এর এই ঠিকানা থেকে। এর বাদেও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে http://reb.portal.gov.bd/sites/default/files/files/reb.portal.gov.bd/page/4abc780c_1167_4dce_adf1_40fcefa3da22/2022-04-13-06-10-53c08ab3a3481a8d3f0b72e2dffd96d5.pdf-এই লিংকে আবেদনপত্রের বিস্তারিত পাওয়া যাবে।
বেতন : পল্লী বিদুৎ সমিতি বা পবিসের সংশোধিত বেতন কাঠামো ২০১৬ অনুসারে ১৮ হাজার ৩শ টাকা থেকে ৪৬ হাজার ২৪০ টাকা চাকরিকালীন বেতন দেওয়া হবে।
ভাতা : ভাতা হিসেবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি চাকরিতে লাভ করবেন।
২. পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানে পাশ হতে হবে।
কর্মযোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই সুন্দর শারিরীক গঠন ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। তাকে ভালো মানুষ হতে হবে। সাইকেল চালাতে পারতে হবে ও নিজের সাইকেল থাকতে হবে।
আবেদন করতে পারবেন : ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, বান্দরবন, বরগুনা, বরিশাল, ভোলা, গোপালগঞ্জ, জয়পুরহাট, মাগুরা, পটুয়াখালী, নড়াইল, শরীয়তপুুর ও মাদারীপুর জেলার মানুষরা।
বয়স : ১৫ মে ২০২২ তারিখের মধ্যে ১৮ থেকে ৩০ বছরের প্রার্থীরা আবেদন করবেন। মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানেরা এই সময়ের মধ্যে ৩২ বছর বয়সে আবেদন করতে পারবেন। তবে সেজন্য সরকারের নির্দেশিত কর্তৃপক্ষের স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত সার্টিফিকেট সত্যায়িত আকারে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে বয়স নির্ণয় করা হবে।
আবেদনপত্র সংগ্রহ করবেন : আবেদনপত্র সংগ্রহ করবেন : ঝালকাঠি পল্লী বিদুৎ সমিতির অফিসের ওয়েব সাইট http://file-barisal.portal.gov.bd/uploads/e91321c1-a6bc-4000-ad49-5e8d7d8d67bd//625/259/451/625259451f3f3415359048.pdf-এর এই ঠিকানা থেকে। এর বাদেও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে http://reb.portal.gov.bd/sites/default/files/files/reb.portal.gov.bd/page/4abc780c_1167_4dce_adf1_40fcefa3da22/2022-04-13-06-10-53c08ab3a3481a8d3f0b72e2dffd96d5.pdfএই লিংকে আবেদনপত্রের বিস্তারিত পাওয়া যাবে।
বেতন : পল্লী বিদুৎ সমিতি বা পবিসের সংশোধিত বেতন কাঠামো ২০১৬ অনুসারে ১৫ হাজার ৫শ টাকা থেকে ৩৯ হাজার ১৭০ টাকা চাকরিকালীন বেতন দেওয়া হবে।
ভাতা : ভাতা হিসেবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি চাকরিতে লাভ করবেন।
৩. পদের নাম : ড্রাইভার বা প্রতিষ্ঠানের গাড়ি চালক।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা পিএসসি বা সমমানে পাশ। এর বাদেও আবেদনকারীকে অবশ্যই সুন্দরভাবে সাবলীল বাংলা লিখতে পারতে হবে। বাংলা পড়তে পারতে হবে। ইংরেজিতে শব্দ ও সংখ্যা লিখতে পারতে হবে।
কর্মযোগ্যতা : নির্দেশিকা, দিক নির্দেশক, এগুলো গাড়ি চালাতে গিয়ে পরিচালনা, সাংকেতিক দিক চিহ্নগুলো সম্পর্কে ওয়াকিবহাল, সময়সূচি পড়তে, বুঝতে, কাজ করতে পারতে হবে।
প্রয়োজনীয় কর্মঅভিজ্ঞতা : যেকোনো সরকারী, আধা সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তাকে প্রতিষ্ঠানটির কাছ থেকে তিন বছরে বড় কোনো দুর্ঘটনা না ঘটানোর প্রত্যয়নপত্র আবেদনের সঙ্গে সত্যায়িত আকারে মোবাইল নম্বরসহ প্রদান করতে হবে।
মানুষ হিসেবে : সৎ, বিনয়ী, ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
লিখিত ও মৌখিকে কাজ করতে পারতে হবে : গাড়ি চালানো বাদেও ছোটখাট রিপেয়ারিং, টিউনআপ, সাধারণ রক্ষণাবেক্ষণে পাশ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ও চোখের দৃষ্টির পরীক্ষায় পাশ করতে হবে।
আবেদন করতে পারবেন : ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, বান্দরবন, বরগুনা, বরিশাল, ভোলা, গোপালগঞ্জ, জয়পুরহাট, মাগুরা, পটুয়াখালী, নড়াইল, শরীয়তপুুর ও মাদারীপুর জেলার গাড়ি চালকরা।
বয়স : ১৫ মে ২০২২ তারিখের মধ্যে ১৮ থেকে ৪৫ বছরের প্রার্থীরা আবেদন করবেন। শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে বয়স নির্ণয় করা হবে।
আবেদনপত্র সংগ্রহ করবেন : ঝালকাঠি পল্লী বিদুৎ সমিতির অফিসের ওয়েব সাইট http://file-barisal.portal.gov.bd/uploads/e91321c1-a6bc-4000-ad49-5e8d7d8d67bd//625/259/451/625259451f3f3415359048.pdf-এর এই ঠিকানা থেকে। এর বাদেও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে http://reb.portal.gov.bd/sites/default/files/files/reb.portal.gov.bd/page/4abc780c_1167_4dce_adf1_40fcefa3da22/2022-04-13-06-10-53c08ab3a3481a8d3f0b72e2dffd96d5.pdfএই লিংকে আবেদনপত্রের বিস্তারিত পাওয়া যাবে।
বেতন : পল্লী বিদুৎ সমিতি বা পবিসের সংশোধিত বেতন কাঠামো ২০১৬ অনুসারে ১৫ হাজার ৫শ টাকা থেকে ৩৯ হাজার ১৭০ টাকা চাকরিকালীন বেতন দেওয়া হবে।
ভাতা : ভাতা হিসেবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি চাকরিতে লাভ করবেন।
ওএস।