ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ইঞ্জিনিয়ার নেওয়া হবে

মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম : গ্রীন লাইফ হাসপাতাল লিমিটেড।
পদের নাম : ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।
কাজ করবেন : এসি অ্যান্ড ইলেকট্রিক্যাল বিভাগে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) পাশ।
কর্মঅভিজ্ঞতা : যেকোনো প্রতিষ্ঠিত ও ভালো হাসপাতাল থেকে অথবা সংশ্লিষ্ট কোনো ভালো মানের প্রতিষ্ঠানে এসি, ইলেকট্রিক্যাল সামগ্রী রক্ষণাবেক্ষণ ও দেখভাল এবং কার্যকর রাখার কর্মে অন্তত তিন বছরের ভালো অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। তাতে দুই কপি সদ্য তোলা রঙিন ছবি যুক্ত করতে হবে। নিজের মোবাইল ও মেইল আইডি দিতে হবে। সব শিক্ষাগত ও কর্মঅভিজ্ঞতার সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। কর্মজীবিদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল ২০২২। সকাল ১০টা থেকে বিকাল ৫ টার মধ্যে।
আবেদন পৌঁছাতে হবে : বরাবর, ব্যবস্থাপনা পরিচালক, গ্রীন লাইফ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ, ৩২, গ্রীন রোড, ধানমন্ডি। ফামগেট থেকেও কাছে। বীর উত্তম মেজর জেনারেল কে. এম. শফিউল্লাহ সড়ক, ঢাকা-১২০৫।
ওএস।
