বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে উচ্চ বেতনে অত্যন্ত দক্ষ নার্স নেওয়া হবে

পদের নাম : নার্স।
পদের সংখ্যা : একটি।
কাজ করবেন : বসুন্ধরা গ্রুপের নিমার্ণ উপকরণ তৈরি প্রতিষ্ঠান ‘বিটুমিন প্লান্ট’-এ।
শিক্ষাগত যোগ্যতা : নার্সিংয়ে কোনো ভালো ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম ডিপ্লোমা।
অগ্রাধিকার লাভ করবেন : বিদেশে কারো নার্সিংয়ের ওপর ডিপ্লোমা থাকলে তিনি কাজে অগ্রাধিকার লাভ করবেন। ওয়েল অ্যান্ড গ্যাস ইন্ড্রাস্টিজে কাজের অভিজ্ঞতাধারীরা হলে আরো অগ্রাধিকার পাবেন। এই যোগ্যতার যেকোনো দেশের যেকোনো লিঙ্গের মানুষকে আবেদন করতে অনুরোধ করা হলো।
যেসব কর্মদায়িত্ব অতিরিক্ত পালন করতে হবে : কর্মী ও শ্রমিকদের চিকিৎসা সেবা প্রদান করতে হবে। তাদের মেডিক্যাল রেকর্ড সংরক্ষণ, জরুরী কর্মক্ষেত্র প্রস্তুতি পরিকল্পনা ও কাজ শেষে মূল্যায়ন তৈরি। পাশাপাশি বিটুমিন প্ল্যান্টে স্বাস্থ্যসেবা বিরতণ ব্যবস্থা ও কাজ করা, আঘাতের প্রবণতাগুলো তদন্ত করা, বিশ্লেষণ। এর বাদেও সম্ভাব্য পেশাগত বিপদগুলো গবেষণা করা, নিরাপত্তা দল ও কর্ম পরিচালকদের কাজের মাধ্যমে সাহায্য। মেডিক্যাল ইতিহাস তৈরি ও বিশ্লেষণের মাধ্যমে কর্মী এবং শ্রমিকদের চিকিৎসা অভিযোগগুলোর নথি তৈরি ও বজায় রাখতে হবে। তাদের ডায়গনস্টিক পরীক্ষা কাজে সাহায্য করতে হবে। বসুন্ধরা কোম্পানির আইন ও প্রবিধানগুলো মেনে চলা।
আবেদনের উপায় : সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ একটি পূর্ণ বাংলা বা ইংরেজি ভাষার সিভি তৈরি করতে হবে। সব শিক্ষাগত ও কর্মযোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। মেইল ও মোবাইল নম্বর দিতে হবে।
বেতন, ভাতা : বসুন্ধরা ভালো বেতন প্রদান করে। গ্রাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ড, ছুটি, দুটি বোনাস দেওয়া হবে। কর্মঘন্টা হিসেবে কাজ করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : আগামীকাল ১৫ এপ্রিল, ২০২২।
আবেদনের ঠিকানা : বরাবর, বিভাগীয় প্রধান, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, বসুন্ধরা ওয়েল অ্যান্ড গ্যাস কম্পানি লিমিটেড। বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়াটার্স-২, উম্মে কুলসুম রোড, প্লট-৩, বসুন্ধরা আবাসিক এলাকা, প্রগতি স্মরণী, কুড়িল বা বিশ্বরোড (এমইএসের এক স্টপেজ পরে), ঢাকা-১২১৯।
মেইলে আবেদন করতে পারেন : hr@bogcl.com.
ওএস।
