‘আইডিবি ভবন-২’র নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক’ বা ‘আইডিবি’ পারস্পরিক সহযোগিতা শিক্ষা ওয়াকফ প্রকল্পের অধীনে একটি আইকনিক বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি করবে শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকায়। এই ভবনটির নাম হবে ‘আইডিবি ভবন-২’। এটি দুই একর জায়গার ওপর করা হবে। তাতে যে লোকবল নিয়োগ করা হবে।
১. পদের নাম : প্রকল্প প্রকৌশলী।
পদের সংখ্যা : ১টি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি। ২০ বছরের কর্মযোগ্যতা থাকতে হবে। এর মধ্যে ৫ বছরের দলনেতা হিসেবে বৃহৎ বাণিজ্যিক ভবন নির্মাণের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : ৫০ বছরের মধ্যে।
কাজ করবেন : পূর্ণকাল, প্রকল্প এলাকায়।
২. পদের নাম : কোয়ালিটি সুপারভাইজর বা কোয়ালিটি ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা : ১টি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাশ। নির্মাণ প্রকল্পগুলোতে সাত বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। ভবনের খরচ আনুমানিকভাবে হিসাব ও প্রদানের দক্ষতা, বিল তৈরি, উপকরণগুলোর চাহিদা প্রেরণ, অটোকাডের জ্ঞান ও মাইক্রোসফট অফিস কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট প্রজেক্ট জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স : ৪৫ বছরের মধ্যে।
কাজ করবেন : প্রকল্পে পূর্ণকাল।
৩. পদের নাম : সিভিল ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা : ১টি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাশ। স্টাকচারাল ডিজাইনে, বিরাট প্রকল্প তৈরি সুপারভাইজ করায় ১২ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : ৪৫ বছরের মধ্যে।
কাজ করবেন : প্রকল্পে পূর্ণকাল।
৪. পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা: ২টি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাশ। বিরাট প্রকল্প তৈরি সুপারভাইজ করায় ১০ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৪৫ বছরের মধ্যে।
কাজ করবেন: প্রকল্পে পূর্ণকাল।
৫. পদের নাম: আর্কিটেক্ট বা স্থপতি।
পদের সংখ্যা: ১টি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা: আর্কিটেকচারে যেকোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসসি পাশ। বিরাট স্থাপত্য প্রকল্প নির্মাণ করায় ১০ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজনীয় ও সঙ্গতিপূর্ণ সফটওয়্যারগুলোতে কাজের ভালো দক্ষতা থাকতে হবে। সেগুলোর মধ্যে আছে অটোকাড, রেভিট ও থ্রিডি মডেলিং।
বয়স: ৪৫ বছরের মধ্যে।
কাজ করবেন: প্রকল্পে পূর্ণকাল।
৬. পদের নাম: অ্যাসিসটেন্ট আর্কিটেক্ট বা সহকারি স্থপতি।
পদের সংখ্যা: ১টি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা: আর্কিটেকচারে যেকোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসসি পাশ। বিরাট স্থাপত্য প্রকল্প নির্মাণ করায় ৩ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজনীয় ও সঙ্গতিপূর্ণ সফটওয়্যারগুলোতে কাজের ভালো দক্ষতা থাকতে হবে। সেগুলোর মধ্যে আছে অটোকাড, রেভিট ও থ্রিডি মডেলিং।
বয়স: ৪০ বছরের মধ্যে।
কাজ করবেন: প্রকল্পে পূর্ণকাল।
৭. পদের নাম: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা: ১টি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেকোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসসি পাশ। বিরাট প্রকল্পের ইলেকট্রিক্যাল কাজে ১৫ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। সেগুলোর মধ্যে আছে সাব স্টেশন, পাওয়ার সাপ্লাই, পাওয়ার ডিসট্রিবিউশন, ইলেকট্রোমেটারিয়াল ইনসট্রালেশন। এই কাজগুলোর সঙ্গতিপূর্ণ কম্পিউটারের কাজের ভালো দক্ষতা থাকতে হবে।
বয়স: ৫০ বছরের মধ্যে।
কাজ করবেন: প্রকল্পে পূর্ণকাল।
৮. পদের নাম: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা: ২টি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যেকোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা পাশ। বিরাট প্রকল্পের ৫ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। অটোকাডে কাজের ভালো দক্ষতা থাকতে হবে।
বয়স: ৪০ বছরের মধ্যে।
কাজ করবেন: প্রকল্পে পূর্ণকাল।
৯. পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট স্টাফ।
পদের সংখ্যা: ২টি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা: যেকোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ। সহযোগী হিসেবে কাজের ১০ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস ব্যবহার জানতে হবে।
বয়স: ৪৫ বছরের মধ্যে।
১০. পদের নাম: গাড়ি চালক।
পদের সংখ্যা: ১টি।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা: এইসএসসি। ১২বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। নিজের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। দক্ষ চালক হতে হবে।
বয়স: ৪০ বছরের মধ্যে।
পদগুলোতে অবেদনের নিয়ম : দুই কপি ছবিসহ একটি সিভি তৈরি করে উল্লেখ করা যোগ্যতাগুলোর সনদ-শিক্ষাগত ও কর্ম; পাঠাতে হবে আইএসডিবি-বিশ্ব, আইডিবি ভবন, চার তলা, ই/৮-এ, রোকেয়া স্মরণী, শেরে-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায়।
ই-মেইল করতে পারেন : hr@isdb-bisew.org.
আবেদনের শেষ সময় : ৫ এপ্রিল, ২০২২।
ওএস।