বিভাগের শিক্ষার্থী স্থপতিকে বুয়েটে নিয়োগ করা হবে
উচ্চতম শিক্ষা-গবেষণা প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-বুয়েট)
কেন নিয়োগ প্রদান করা হবে : বুয়েটের চলমান উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে চলানোর জন্য।
কার অধীনে চাকুরি করবেন : প্রধান প্রকৌশলী, প্রধান প্রকৌশলীর কার্যালয়, বুয়েট।
পদের ধরণ : খন্ডকালীন।
নিয়োগ : সম্পূর্ণ অস্থায়ী।
যিনি আবেদন করবেন : যোগ্যতাসম্পন্ন ও বাংলাদেশের স্থায়ী নাগরিক।
পদের নাম : স্থপতি বা আর্কিটেক্ট।
পদের সংখ্যা : একটি।
শিক্ষাগত যোগ্যতা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট থেকে ব্যাচেলর অব আর্কিটেকচার পাশ হতে হবে।
কর্মঅভিজ্ঞতা : অন্তত ১০ বছর স্থপতি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদে কর্মকাল : অনুল্লেখ্য।
বেতন : স্থপতি হিসেবে বুয়েটে কাজের বিনিময়ে মাসে মোট ৪৬ হাজার ৪শ ৪০ টাকা লাভ করবেন।
ভাতা : বছরে একটি বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ ভাতা ও দুই ঈদের দুটি উৎসব ভাতা প্রদান করা হবে।
অফিস সময় : সপ্তাহে তিনটি কর্মদিবস পালন করতে হবে।
সময় : সকাল নয়টা থেকে টানা বেলা পাঁচটা পযন্ত কাজ করতে হবে।
খাবার : বুয়েটে পর্যাপ্ত ক্যান্টিন আছে। যাতায়াতের সুব্যবস্থা রয়েছে।
আবেদনের নিয়মাবলী : একটি সাদা কাগজে আবেদন করতে হবে। সেখানে নিজের পূণ নার্ম, সাটিফিকেটানুসারে জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত ও কর্মঅভিজ্ঞতার সব যোগ্যতা উল্লেখ করতে হবে। আবেদনের সঙ্গে দুই কপি পাসপোর্ট আকারের সদ্য তোলা ছবি যুক্ত করতে হবে। এরপর সেই প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো সত্যায়িত করে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ডাক বিভাগের ফেরৎ খামের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা : রেজিস্টার স্যারের কার্যালয়, বুয়েট, ঢাকা-১০০০।
আবেদনের জন্য প্রয়োজনে যোগাযোগ করতে পারেন : সহকারী রেজিস্টার, এ. জি. এম. রাকিবুল হাসান, মোবাইল-০১৮১৫২৭১১৬৫। মেইল- ৎধশরনথধড়@ৎবমঃৎ.নঁবঃ.ধপ.নফ. পিএবিক্স : +৮৮০-২-৫৫১৬৭১০০, +৮৮০-২-৫৫১৬৭২২৮-৫৭। এক্সটেনশন : ৯০৮৮।
আবেদনের শেষ তারিখ : ৬ এপ্রিল, ২০২২।
লক্ষ্য করুন : চাকুরিরত প্রার্থীরা অবশ্যই কতৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। বুয়েট কর্তৃপক্ষ কোনো কারণ দশানো ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ, বাতিলসহ পদের সংখ্যা বাড়াতে ও কমাতে পারেন। তাদের সিদ্ধান্তই নিয়োগে চূড়ান্ত বলে গণ্য হবে। যাতায়াতের কোনো ভাতা এই নিয়োগের জন্য দেওয়া হবে না। কর্মকালে কোনো দৈনিক ভাতাও নেই।
ছবি : বুয়েটের ক্যাম্পাস লাইফের ছবিটি ফেসবুক থেকে নেয়া।
ওএস।