উপাচার্য নিয়োগ করবে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ
বিশ্ববিদ্যালয়ের নাম : জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)।
পদের নাম : ভাইস চ্যান্সেলর (ভিসি) বা উপাচার্য।
তথ্যাবলী : জার্মান বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ একজন দক্ষ ও যোগ্য উপাচার্য নিয়োগ প্রদান করবেন। তিনি ২০১০ সালের বেসরকারী বিশ্ববিদ্যালয় আইনানুসারে কাজ করবেন। তিনি নারী বা পুরুষ হতে পারেন। এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের কাছে তিনি রিপোর্ট করবেন। বিশ্ববিদ্যালয়টি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানদন্ড অনুসারে তারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। শিক্ষা ও গবেষণাখাতে কাজ করেন।
দায়িত্ব : তিনি উপাচার্য হিসেবে প্রধান নির্বাাহি হয়ে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাকাডেমিক কার্যক্রমগুলো পরিচালনা করবেন। তিনি বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেটের কাছে জবাবদিহি করবেন।
শিক্ষাগত যোগ্যতা : প্রথম শ্রেণীর অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তিনি একজন অধ্যাপক হবেন। তার পিএইচডি ডিগ্রি থাকতে হবে। তিনি স্বীকৃত ও ভালো বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ভালো রেকর্ডধারী হবেন।
কর্মঅভিজ্ঞতা : অন্তত ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে। এর মধ্যে অন্তত ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অধ্যাপক হিসেবে ভালো বিশ্ববিদ্যালয়ে।
অগ্রাধিকার : যেকোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বা উপ-উপাচার্য হিসেবে কাজের অভিজ্ঞতাধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
কর্মএলাকা : জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, গাজীপুর-১৭০২।
উল্লেখ্য : জার্মান বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ যেকোনো উপযুক্ত ও পছন্দসহ প্রার্থীকে নিয়োগ প্রদান করার ক্ষমতা রাখেন।
যেভাবে আবেদন করবেন : দুই কপি পূর্ণাঙ্গ কারিকুলাম ভিটা, শিক্ষাগত ও প্রশিক্ষণের এবং অভিজ্ঞতার সনদগুলোসহ সত্যায়িত আকারে একটি ছবিসহ আবেদনপত্রসহ যুক্ত করতে হবে। চাকরিজীবিদের কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৭ এপ্রিল ২০২২।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, ৩৮ টি অ্যান্ড টি রোড, তেলেপাড়া, চন্দনা চৌরাস্তা, গাজীপুর, ১৭০২।
ই-মেইল ঠিকানা : chairman@ gub.edu.bd. বা register@ gub.edu.bd.
ওএস।