কুয়েটে ৮ জন অফিসার নিয়োগ করা হবে
বিশ্ববিদ্যালয়ের নাম : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
নিয়োগ প্রক্রিয়া : এই বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতের আওতায় বিধি মোতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাদিসহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ।
যারা আবেদন করবেন : বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিক।
১. পদের নাম : কর্মকর্তা, প্রগ্রামার।
বিভাগ : আইসিটি সেল, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর-১।
বেতন স্কেল : ৩৫ হাজার ৫শ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত।
পদের সংখ্যা : দুটি।
আবেদন প্রক্রিয়া :www.kuet.ac.bd/career ওয়েব সাইটটি থেকে https://www.kuet.ac.bd/career/files/Application_form_Office_Staff_03_06_2021.pdf নামের আবেদন ফরমটি সংগ্রহ করে ভালোভাবে পূরণ করে দিতে হবে। তাতে সব শর্তাবলী ও প্রয়োজনীয় তথ্যাদি আছে।
ব্যাংক ড্রাফট বা নগদ জমা প্রদান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র হিসাব বিভাগে নগদ ২শ ৫০ টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। এছাড়া ব্যাংক ড্রাফট করতে পারেন-খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনা-১০০০, বিবিধ তহবিল, জনতা ব্যাংক শাখা বরাবর। এই শাখা থেকে ড্রাফটটি পরিশোধযোগ্য হবে। এই ডিডি বা ব্যাংক ড্রাফট অথবা জমা রশিদ আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময় : ৩১ মার্চ, ২০২২, বিকাল ৫টা।
আবেদন পৌছানোর ঠিকানা : বরাবর, রেজিষ্ট্রার দপ্তর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনা-১০০০।
লক্ষ্য করুন : ডাক বিভাগের বিলম্বের জন্য কুয়েট দায়ী থাকবে না।
২. পদের নাম : কর্মকর্তা, সহকারি প্রগ্রামার।
বিভাগ : কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার-১, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর-১।
বেতন স্কেল : ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত।
পদের সংখ্যা : দুটি।
আবেদন প্রক্রিয়া :www.kuet.ac.bd/career ওয়েব সাইটটি থেকে https://www.kuet.ac.bd/career/files/Application_form_Office_Staff_03_06_2021.pdf নামের আবেদন ফরমটি সংগ্রহ করে ভালোভাবে পূরণ করে দিতে হবে। তাতে সব শর্তাবলী ও প্রয়োজনীয় তথ্যাদি আছে।
ব্যাংক ড্রাফট বা নগদ জমা প্রদান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র হিসাব বিভাগে নগদ ২শ ৫০ টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। এছাড়া ব্যাংক ড্রাফট করতে পারেন-খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনা-১০০০, বিবিধ তহবিল, জনতা ব্যাংক শাখা বরাবর। এই শাখা থেকে ড্রাফটটি পরিশোধযোগ্য হবে। এই ডিডি বা ব্যাংক ড্রাফট অথবা জমা রশিদ আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময় : ৩১ মার্চ, ২০২২, বিকাল ৫টা।
আবেদন পৌছানোর ঠিকানা : বরাবর, রেজিষ্ট্রার দপ্তর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনা-১০০০।
লক্ষ্য করুন : ডাক বিভাগের বিলম্বের জন্য কুয়েট দায়ী থাকবে না।
৩. পদের নাম : কর্মকর্তা, সেকশন অফিসার, গ্রেড ২।
বিভাগ : এস্টেট-১, মানবিক বিভাগ, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ-১।
বেতন স্কেল : ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬শ ৪০ টাকা পর্যন্ত।
পদের সংখ্যা : তিনটি।
আবেদন প্রক্রিয়া :www.kuet.ac.bd/career ওয়েব সাইটটি থেকে https://www.kuet.ac.bd/career/files/Application_form_Office_Staff_03_06_2021.pdf নামের আবেদন ফরমটি সংগ্রহ করে ভালোভাবে পূরণ করে দিতে হবে। তাতে সব শর্তাবলী ও প্রয়োজনীয় তথ্যাদি আছে।
ব্যাংক ড্রাফট বা নগদ জমা প্রদান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র হিসাব বিভাগে নগদ ২শ ৫০ টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। এছাড়া ব্যাংক ড্রাফট করতে পারেন-খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনা-১০০০, বিবিধ তহবিল, জনতা ব্যাংক শাখা বরাবর। এই শাখা থেকে ড্রাফটটি পরিশোধযোগ্য হবে। এই ডিডি বা ব্যাংক ড্রাফট অথবা জমা রশিদ আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময় : ৩১ মার্চ, ২০২২, বিকাল ৫টা।
আবেদন পৌছানোর ঠিকানা : বরাবর, রেজিষ্ট্রার দপ্তর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনা-১০০০।
লক্ষ্য করুন : ডাক বিভাগের বিলম্বের জন্য কুয়েট দায়ী থাকবে না।
৪. পদের নাম : সহকারি টেকনিক্যাল অফিসার, ড্রাফটিং।
বিভাগ : বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ।
বেতন স্কেল : ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬শ ৪০ টাকা পর্যন্ত।
পদের সংখ্যা : একটি।
আবেদন প্রক্রিয়া :www.kuet.ac.bd/career ওয়েব সাইটটি থেকে https://www.kuet.ac.bd/career/files/Application_form_Office_Staff_03_06_2021.pdf নামের আবেদন ফরমটি সংগ্রহ করে ভালোভাবে পূরণ করে দিতে হবে। তাতে সব শর্তাবলী ও প্রয়োজনীয় তথ্যাদি আছে।
ব্যাংক ড্রাফট বা নগদ জমা প্রদান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র হিসাব বিভাগে নগদ ২শ ৫০ টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। এছাড়া ব্যাংক ড্রাফট করতে পারেন-খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনা-১০০০, বিবিধ তহবিল, জনতা ব্যাংক শাখা বরাবর। এই শাখা থেকে ড্রাফটটি পরিশোধযোগ্য হবে। এই ডিডি বা ব্যাংক ড্রাফট অথবা জমা রশিদ আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময় : ৩১ মার্চ, ২০২২, বিকাল ৫টা।
আবেদন পৌছানোর ঠিকানা : বরাবর, রেজিষ্ট্রার দপ্তর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনা-১০০০।
লক্ষ্য করুন : ডাক বিভাগের বিলম্বের জন্য কুয়েট দায়ী থাকবে না।
ওএস।