আকর্ষণীয় বেতনে এনজিও এসএনএসকেকেতে উচ্চ পদে অফিসার নিয়োগ করা হবে
প্রতিষ্ঠানের নাম : সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র (এসএনএসকেকে)।
পদের নাম : এরিয়া ম্যানেজার (এ.এম.)।
শিক্ষাগত যোগ্যতা : অনার্সসহ মাস্টার্স।
কমঅভিজ্ঞতা : তিন বছর।
চাকরি শুরুর সময় বেতন : ৩৬ হাজার টাকা।
চাকরি স্থায়ী হলে বেতন : ৪০ হাজার।
কম এলাকা : ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর।
বেতন প্রদানের নিয়ম : প্রথম তিনটি মাস অস্থায়ী বা শিক্ষানবিশকাল হিসেবে বিবেচনা করা হবে। তখন সময় হিসেবে বেতন প্রদান করা হবে।
চাকরি স্থায়ী হলে বেতন, ভাতা : এসএনএসকেকে’র বেতন কাঠামো অনুসারে মাসের বেতন, যাতায়াত, মোবাইল, দুপুরে খাবারের ভাতা প্রদান করা হবে। এর বাদেও প্রাতিষ্ঠানিক প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি ঈদ বোনাস (ঈদ-উল-ফিতরে পূর্ণ বেতনের সমান ও ঈদ-উল-আজহাতে পূর্ণ বেতনের অর্ধেক প্রদান করা হবে), আবাসন ভাতা (নারী কর্মীদের অতিরিক্ত ১৫ হাজার টাকা) প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : ম্যানেজার (এইচআরডি বা মানব সম্পদ উন্নয়ন বিভাগ), বরাবর নিজের হাতে একটি আবেদনপত্র লিখতে হবে। তাতে মোবাইল নম্বর ও ই-মেইল আইডি যুক্ত করতে হবে। তাতে দুটি কপি সদ্য তোলা রঙিন ছবি যুক্ত করতে হবে। জাতীয় পরিচয় পত্র ও সব শিক্ষাগত যোগ্যতার অনুলিপি সত্যায়িত আকারে প্রেরণ করতে হবে।
বয়স : সবোচ্র্চ ৪২ বছর।
জামানত : প্রয়োজন নেই।
আবেদনপত্র প্রেরণের নিয়ম : বরাবর, ম্যানেজার, এইচআআরডি, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ৮৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, তেজগাঁও, ফার্মগেট, ঢাকা-১২১৫।
আবেদনের শেষ তারিখ : ২৮ মার্চ, ২০২২।
পদের নাম : ব্রাঞ্চ ম্যানেজার (বি.এম.)।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স বা অনার্সসহ মাস্টার্স।
কমঅভিজ্ঞতা : তিন বছর।
চাকরি শুরুর সময় বেতন : ৩০ হাজার টাকা।
চাকরি স্থায়ী হলে বেতন : ৩২ হাজার।
কর্মএলাকা : ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর।
বেতন প্রদানের নিয়ম : প্রথম তিনটি মাস অস্থায়ী বা শিক্ষানবিশকাল হিসেবে বিবেচনা করা হবে। তখন সময় হিসেবে বেতন প্রদান করা হবে।
চাকরি স্থায়ী হলে বেতন, ভাতা : এসএনএসকেকে’র বেতন কাঠামো অনুসারে মাসের বেতন, যাতায়াত, মোবাইল, দুপুরে খাবারের ভাতা প্রদান করা হবে। এর বাদেও প্রাতিষ্ঠানিক প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি ঈদ বোনাস (ঈদ-উল-ফিতরে পূর্ণ বেতনের সমান ও ঈদ-উল-আজহাতে পূর্ণ বেতনের অর্ধেক প্রদান করা হবে), আবাসন ভাতা (নারী কর্মীদের ১৫ হাজার টাকা অতিরিক্ত) প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : ম্যানেজার (এইচআরডি বা মানব সম্পদ উন্নয়ন বিভাগ) বরাবর নিজের হাতে একটি আবেদনপত্র লিখতে হবে। তাতে মোবাইল নম্বর ও ই-মেইল আইডি যুক্ত করতে হবে। তাতে দুটি কপি সদ্য তোলা রঙিন ছবি যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্র ও সব শিক্ষাগত যোগ্যতার অনুলিপি সত্যায়িত আকারে প্রেরণ করতে হবে।
বয়স : সবোচ্র্চ ৩৮ বছর।
জামানত : প্রয়োজন নেই।
আবেদনপত্র প্রেরণের নিয়ম : বরাবর, ম্যানেজার, এইচআআরডি, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ৮৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, তেজগাঁও, ফার্মগেট, ঢাকা-১২১৫।
আবেদনের শেষ তারিখ : ২৮ মার্চ, ২০২২।
পদের নাম : কমিউনিটি অর্গানাইজার (সি.ও) বা ফিল্ড অফিসার (এফ.ও.)।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স বা মাস্টার্স।
কমঅভিজ্ঞতা : প্রয়োজন নেই। তবে কোনো অভিজ্ঞতা থেকে থাকলে আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
চাকরি শুরুর সময় বেতন : ১৩ হাজার টাকা।
চাকরি স্থায়ী হলে বেতন : ১৮ হাজার।
কর্মএলাকা : ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর।
বেতন প্রদানের নিয়ম : প্রথম তিনটি মাস অস্থায়ী বা শিক্ষানবিশকাল হিসেবে বিবেচনা করা হবে। তখন সময় হিসেবে বেতন প্রদান করা হবে।
চাকরি স্থায়ী হলে বেতন, ভাতা : এসএনএসকেকে’র বেতন কাঠামো অনুসারে মাসের বেতন, যাতায়াত, মোবাইল, দুপুরে খাবারের ভাতা প্রদান করা হবে। এর বাদেও প্রাতিষ্ঠানিক প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দুটি ঈদ বোনাস (ঈদ-উল-ফিতরে পূর্ণ বেতনের সমান ও ঈদ-উল-আজহাতে পূর্ণ বেতনের অর্ধেক প্রদান করা হবে), আবাসন ভাতা (নারী কর্মীদের ১৫ হাজার টাকা অতিরিক্ত) প্রদান করা হবে।
আবেদনের নিয়ম : ম্যানেজার (এইচআরডি বা মানব সম্পদ উন্নয়ন বিভাগ) বরাবর নিজের হাতে একটি আবেদনপত্র লিখতে হবে। তাতে মোবাইল নম্বর ও ই-মেইল আইডি যুক্ত করতে হবে। তাতে দুটি কপি সদ্য তোলা রঙিন ছবি যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্র ও সব শিক্ষাগত যোগ্যতার অনুলিপি সত্যায়িত আকারে প্রেরণ করতে হবে।
বয়স : ২০ থেকে ২৫ বছর।
জামানত : প্রয়োজন নেই।
আবেদনপত্র প্রেরণের নিয়ম : বরাবর, ম্যানেজার, এইচআআরডি, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ৮৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, তেজগাঁও, ফার্মগেট, ঢাকা-১২১৫।
আবেদনের শেষ তারিখ : ২৮ মার্চ, ২০২২।
ওএস।