ব্র্যাকের কর্মসূচি সংগঠক পদে নিয়োগ রয়েছে
প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক।
কাজের ধরণ : মাইক্রো-ফাইনান্স বা ক্ষুদ্রঋণ কার্যক্রম।
যারা আবেদন করতে পারবেন : আগ্রহী ও যোগ্য প্রার্থীরা।
পদের নাম : কমসূচি সংগঠক-দাবী।
যে কাজগুলো করতে হবে :
১. এই পদে চাকরিরতদের কর্মসূচি সংগঠক হিসেবে মাঠ জরিপ কাজ করতে হবে ও সম্ভাবনাময় এবং দরিদ্র ও অতি সীমিত আয়ের নারীদের ঋণ গ্রহীতা হিসেবে নির্বাচন ও কর্মভুক্ত করতে হবে।
২. তাদের ব্যক্তিগত ও দলগতভাবে ঋণ প্রদান কার্যক্রমে নিয়ে আসতে হবে। ঋণ প্রদান করতে হবে।
৩. নির্ধারিত সময়ের মধ্যে ঋণের কিস্তি আদায় কার্যক্রম ও তাকে এবং তাদের উদ্দীপ্ত করতে হবে।
৪. তাদেরকে সঞ্চয় কাজে উৎসাহিত করে সঞ্চয়ও আদায় করতে হবে।
৫. দ্রুততম সময়ে ও সবসময় গ্রাহক নারীদের সেবা কার্যক্রম পরিচালনা করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :
১. যেকোনো স্বীকৃতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত স্নাতক।
২. শিক্ষাজীবনের কোনো একটি ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা সমমানের পাশ গ্রহণযোগ্য হবে।
৩. অন্য পরীক্ষাগুলোতে অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের ২.০ জিপিএ থাকতে হবে।
কাজ করবেন : ব্র্যাকের মাঠ পর্যায়ের অফিসে।
চাকরিরতদের বেতন, ভাতা : ব্র্যাকের প্রদায়ক চাকরি হিসেবে থাকবেন, তখন অনুতোষকাদি প্রদান করা হবে। ছয় মাস পর নিয়োগ পারফরমেন্সের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। এরপর নির্ধারিত বেতন লাভ করবেন ও মাতৃত্ব এবং পিতৃত্বকালীন ভাতা ও ছুটি লাভ করবেন। ব্র্যাকের যাবতীয় সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ২৬ মাচ, ২০২২।
আবেদনের ঠিকানা : careers@brac.net; ফোন : ০২২২২২৮১২৬৫ (ব্র্যাক, ঢাকা)।
সূত্র : প্রথম আলো চাকরি-বাকরি, শুক্রবার ১১ মার্চ, ২০২২; পৃষ্ঠা-২।
ওএস।