সিআইতে ‘ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ’?
বাংলাদেশের অন্যতম প্রধান কম্পানি এসিআইতে ‘ফিল্ড মার্কেটিং একজিকিউটিভ’ নিয়োগ করা হবে
কর্মপ্রতিষ্ঠানের নাম : এসিআই (অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ড্রাস্টিজ লিমিটেড)।
প্রতিষ্ঠানের ধরণ : বাংলাদেশের অন্যতম প্রধান ও সবচেয়ে বড় কম্পানিগুলোর একটি এসিআই। অন্তত সাড়ে ৮শ ধরণের পণ্য তারা বাজারে বিক্রি করেন। স্যাভলন, এসিআই মশার কয়েল এই দেশের প্রথম ও প্রধান খাতানুসারে পণ্য। কৃষিক্ষেত্রে বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে এসিআই বাংলাদেশের মেরুদন্ড হিসেবে কাজ করে চলেছে। চিকিৎসাখাতেও তারা অত্যন্ত নামকরা ও উন্নত প্রতিষ্ঠান। শিশু চিকিৎসায় খুব ভালো।
যে পদে নিয়োগ দান করা হবে : বিপুল কর্মীদের এই প্রতিষ্ঠানে ফিল্ড মার্কেটিং একজিকিউটিভ পদে অত্যন্ত ভালো কর্ম প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করা হবে।
এসিআইয়ে এই পদে কাজের সুবিধাদি : পেশাদার কর্ম পরিবেশ আছে এসিআইতে। বিরাট এই কম্পানি ফামাসিউটিক্যাল প্রতিষ্ঠানটির নিয়মে আকর্ষণীয় বেতন, ভাতা প্রদান করবে। প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটি, দলগত বীমা, বিক্রয় ইনিশিয়েটিভস, বিদেশে ভালো পদে ভালো করলে ভ্রমণ ও প্রশিক্ষণ সুবিধা প্রদান করবে। দ্রুত ক্যারিয়ার উন্নয়নে বিশ্বাসী এসিআই।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পর্যন্ত বিজ্ঞান শাখায় পড়ালেখা করতে হবে। অন্তত অনার্স বা সমমানের পাশ হতে হবে।
কাজের আগ্রহ : এসিআই কর্মীদের কাজের আগ্রহ বাংলাদেশের যেকোনো এলাকায় আছে প্রত্যাশা করে। সেভাবে নিয়োগ দান করা হবে। যেকোনো এলাকায় ভালোভাবে কাজ করতে হবে। কষ্টসহিষ্ণু হতে হবে। সৎও।
বয়স : ৩০ বছরের উর্ধ্বে নয়।
তিনি যেখানে কাজ করবেন : ফার্মাসিউটিক্যাল সেলস বিভাগে।
কাজের দায়িত্ব : স্বাস্থ্যসেবা খাতের অনন্য এই কম্পানির পণ্যগুলোকে (ওষুধ) আরো বিক্রয় বাড়ানো এবং বিপননের লক্ষ্যমাত্রা অর্জনে নিরলস শ্রমদান করবেন বলে এসিআই প্রত্যাশা করে।
যারা স্বাগত : কমঠ, তরুণ-যুবক।
যেখাবে নিয়োগ প্রদান করা হবে : এসিআই তাদের সর্বক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখে। ফলে আগ্রহী সব প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করে চাকরি শুরু করতে হবে।
আবেদনের যোগ্যতা : একটি পূর্ণ ইংরেজিতে চাকরির আবেদনপত্র, সেগুলোর সঙ্গে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি যুক্ত করতে হবে সত্যায়িত করে, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ও আসলটি, সব শিক্ষাগত যোগ্যতার আসল ও ফটোকপির একটি সেট আনতে হবে।
নিয়োগ পরীক্ষা : উপস্থিত লিখিত ও মৌখিকের মাধ্যমে নিয়োগ দান করা হবে।
পরীক্ষার সময় : ১৮ ও ১৯ মার্চ, ২০২২। শুক্রবার ও শনিবার। সকাল ১০ টা থেকে দিন দুটিতে দুপুর ২ টা পর্যন্ত ঢাকার তেঁজগাও শিল্প এলাকার নভো টাওয়ারে পরীক্ষা নেওয়া হবে, লেভেল ৫-এ। ভবনটির পোস্টাল ঠিকানা-নভো টাওয়ার, ২৭০, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। সাদা রঙের উঁচু ভবন, হাতের ডানে অবস্থিত।
ওএস।