হেলথ কেয়ারে মেডিক্যাল প্রমোশন অফিসার হবেন?
বাংলাদেশের বিখ্যাত ও অন্যতম সেরা ওষুধ নির্মাণ এবং বিপনন প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস-যারা অস্ট্রেলিয়া, মালায়শিয়া, জিম্বাবুয়ে ও তানজানিয়া ইত্যাদি দেশেও কর্ম পরিচালনা করছেন; বিপনন কর্মকর্তা বা ‘মেডিক্যাল প্রমোশন অফিসার’ পদে আকর্ষণীয় বেতন, ভাতায় নিয়োগ প্রদান করবেন।
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি অনার্স বা মাস্টার্স অথবা বি.ফার্ম বা ব্যাচেলর অব ফার্মাসি অথবা এম. ফার্ম পাশ হতে হবে। এইচএসসি লেভেল পর্যন্ত বায়োলজিক্যাল সায়েন্স বা জীববিজ্ঞান আবিশ্যিক বিষয় হিসেবে পড়তে হবে।
আবিশ্যিক কর্মযোগ্যতা : বাংলা ও ইংরেজিতে ভালোভাবে যোগাযোগ দক্ষতা সম্পন্ন হতে হবে।
কাজের ক্ষেত্র : ওষুধ পণ্য বিক্রয় বাড়ানো।
কাজের স্থান : বাংলাদেশের যেকোনো স্থান।
চাকরির ধরণ : স্থায়ী চাকরি।
বয়স : ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন : একটি পূর্ণ এবং বিস্তারিত চাকরির আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা দুটি রঙিন সত্যায়িত ছবি, সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা থেকে থাকলে আবেদনের সঙ্গে সত্যায়িত আকারে জমা দিতে হবে। কর্মযোগ্যতায় দুই বছর ওষুধ কম্পানির পণ্য বিপননে কাজের অভিজ্ঞতাধারীরা আবেদন করতে পারবেন। আর চাকরি করেননি এমন প্রার্থীদেরও আবেদন করতে অনুরোধ করা হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়া : উপস্থিত সাক্ষাতের ভিত্তিতে নিয়োগ দান করা হবে। এজন্য পূর্ণ আবেদনপত্রসহ আগ্রহী প্রার্থীদের ১৩ থেকে ১৬ মার্চ, ২০২২ তারিখের মধ্যে সকাল নয়টা থেকে রাত ১০টার মধ্যে আসতে অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগের বিস্তারিত : এইচআর বা মানবসম্পদ উন্নয়ন বিভাগ, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নাসির ট্রেড সেন্টার, লেভেল-৮, বীর উত্তম সি.আর. দত্ত রোড, ঢাকা-১২০৫। আইপি ফোন নম্বর-০৯৬১০১০১৯৯৬, ই-মেইল : info@hpl.com.bd. সুবিখ্যাত এই প্রতিষ্ঠানটির বাংলামোটর, ঢাকায় সময় টেলিভিশন ও সময়ের আলো পত্রিকা অফিসের ভবনে সদর দপ্তর। কারওয়ান বাজার মোড়ের আগে, বাংলাভিশন অফিসের সামান্য আগে একটি ভবনে অবস্থিত।
আরো একটি অফিস আছে ঢাকায়, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন : হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার, গালফ এষা প্লাজা, ৫ম তলা, ঢাকা-১২১৭।
ওএস।