প্রয়াসের স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে

শিক্ষা প্রতিষ্ঠানের নাম : প্রয়াস।
ধরন : বিষেশায়িত ছাত্র, ছাত্রীদের অত্যন্ত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরিচালনা : বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা সেনানিবাস।
যে শিক্ষা শাখায় নিয়োগ প্রদান করা হবে : প্রত্যয় ইনক্লুসিভ ইংলিশ মিডিয়াম স্কুল।
পদের নাম : বাংলা শিক্ষক, ইংরেজি ও গণিতের শিক্ষক।
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা মাস্টার্স। অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
অভিজ্ঞতা : ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
পরীক্ষা পাশের শর্তাবলী : এসএসসি এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষাগুলোতেও ৪.৫০ সিজিপিএর কম পেলে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
চাকরিস্থান : ঢাকা সেনানিবাস।
বেতন, ভাতা : আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম : ৫শ টাকা দামের একটি অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার নির্বাহি পরিচালক ও অধ্যক্ষ, প্রয়াস, ঢাকা সেনানিবাস-ঢাকা ১২০৬, বরাবার করতে হবে। সেখানে একটি পূর্ণ জীবনবৃত্তান্ত মোবাইল নম্বরসহ উল্লেখ করতে হবে, তাতে দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাগুলোর সত্যায়িত সনদগুলো যুক্ত করতে হবে। জাতীয়তা ও চারিত্রিক সত্যায়িত সনদ প্রদান করতে হবে।
অন্যান্য শর্ত : এই শতগুলো ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগ পর্ষদ যেকোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদনপত্র গ্রহণ ও বাতিলের ক্ষমতা রাখেন।
আবেদনের শেষ তারিখ : ২৩ মার্চ, ২০২২, অফিস সময়।
ওএস।
