সিবিএমসিবিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক ইত্যাদি পদে নিয়োগ রয়েছে
উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের নাম : কমিউনিটি বেইজড মেডিক্যাল কলেজ বাংলাদেশ (সিবিএমসিবি)।
ঠিকানা : উইনারপাড়, ময়মনসিংহ।
পদের নাম : অধ্যক্ষ ও উপাধ্যক্ষ।
শিক্ষাগত, কর্মযোগ্যতা ও অভিজ্ঞতা : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) নির্ধারিত নিয়মানুসারে।
আবেদনের নিয়ম : একটি আবেদনপত্র পূরণ করতে হবে। তাছাড়াও দুই কপি পাসপোর্ট আকারের ছবিতে একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে।
প্রদান করতে হবে : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)’র হালনাগাদ করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সব অ্যাকাডেমিক সার্টিফিকেট সত্যায়িত করে জমা দিতে হবে। সকল পাবলিকেশন্স’র কপি প্রয়োজন অনুসারে জমা দিতে হবে।
যেভাবে আবেদন করবেন : পূণ আবেদন ফোন, মোবাইল ও ইমেইল আইডি দিয়ে ভালোভাবে তৈরি করে ১ হাজার টাকার ব্যাংক ড্রাফট-ডা. মোমেনুল হক, গর্ভনিং বডির চেয়ারম্যান বরাবর বা কলেজ হিসাব শাখায় তার বরাবর নগদ জমা প্রদানের রশিদ প্রদান করতে হবে।
প্রদান করা হবে না : সাক্ষাৎকারের জন্য কোনো টিএ বা ডিএ।
সাক্ষাৎকারের তারিখ : কর্তৃপক্ষ যোগাযোগ করে জানিয়ে দেবেন।
বেতন, ভাতা : সিবিএমসিবি’র নিয়মানুসারে প্রদান করা হবে।
পদের নাম : অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক।
বিভাগের নাম : নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রো-এন্টেরোলজি ও মেডিক্যাল অনকোলজি।
পদের সংখ্যা : প্রতি পদে একজন করে অধ্যাপক নিয়োগ প্রদান করা হবে।
শিক্ষাগত, কর্মযোগ্যতা ও অভিজ্ঞতা : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) নির্ধারিত নিয়মানুসারে।
আবেদনের নিয়ম : একটি আবেদনপত্র পূরণ করতে হবে। তাছাড়াও দুই কপি পাসপোর্ট আকারের ছবিতে একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে।
প্রদান করতে হবে : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)’র হালনাগাদ করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সব অ্যাকাডেমিক সাটিফিকেট সত্যায়িত করে জমা দিতে হবে। সকল পাবলিকেশন্স’র কপি প্রয়োজন অনুসারে জমা দিতে হবে।
যেভাবে আবেদন করবেন : পূর্ণ আবেদন ফোন, মোবাইল ও ইমেইল আইডি দিয়ে ভালোভাবে তৈরি করে ১ হাজার টাকার ব্যাংক ড্রাফট ডা. মোমেনুল হক, গর্ভনিং বডির চেয়ারম্যান বরাবর বা কলেজ হিসাব শাখায় তার বরাবর নগদ জমা প্রদানের রশিদ প্রদান করতে হবে।
প্রদান করা হবে না : সাক্ষাৎকারের জন্য কোনো টিএ বা ডিএ।
সাক্ষাৎকারের তারিখ : কর্তৃপক্ষ যোগাযোগ করে জানিয়ে দেবেন।
বেতন, ভাতা : সিবিএমসিবি’র নিয়মানুসারে প্রদান করা হবে।
পদের নাম : অধ্যাপক বা সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক।
বিভাগের নাম : কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস।
পদের সংখ্যা : একজন অধ্যাপক নিয়োগ প্রদান করা হবে।
শিক্ষাগত, কর্মযোগ্যতা ও অভিজ্ঞতা : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) নির্ধারিত নিয়মানুসারে।
আবেদনের নিয়ম : একটি আবেদনপত্র পূরণ করতে হবে। তাছাড়াও দুই কপি পাসপোর্ট আকারের ছবিতে একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে।
প্রদান করতে হবে : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)’র হালনাগাদ করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সব অ্যাকাডেমিক সার্টিফিকেট সত্যায়িত করে জমা দিতে হবে। সকল পাবলিকেশন্স’র কপি প্রয়োজন অনুসারে জমা দিতে হবে।
যেভাবে আবেদন করবেন : পূর্ণ আবেদন ফোন, মোবাইল ও ইমেইল আইডি দিয়ে ভালোভাবে তৈরি করে ১ হাজার টাকার ব্যাংক ড্রাফট ডা. মোমেনুল হক, গর্ভনিং বডির চেয়ারম্যান বরাবর বা কলেজ হিসাব শাখায় তার বরাবর নগদ জমা প্রদানের রশিদ প্রদান করতে হবে।
প্রদান করা হবে না : সাক্ষাৎকারের জন্য কোনো টিএ বা ডিএ।
সাক্ষাৎকারের তারিখ : কর্তৃপক্ষ যোগাযোগ করে জানিয়ে দেবেন।
বেতন, ভাতা : সিবিএমসিবি’র নিয়মানুসারে প্রদান করা হবে।
পদের নাম : সহকারী অধ্যাপক।
বিভাগের নাম : পেডিয়েট্রিক ডেন্টিস্ট্রি অ্যান্ড ডেন্টাল পাবলিক হেলথ।
পদের সংখ্যা : একজন অধ্যাপক নিয়োগ প্রদান করা হবে।
শিক্ষাগত, কর্মযোগ্যতা ও অভিজ্ঞতা : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) নির্ধারিত নিয়মানুসারে।
আবেদনের নিয়ম : একটি আবেদনপত্র পূরণ করতে হবে। তাছাড়াও দুই কপি পাসপোর্ট আকারের ছবিতে একটি পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে।
প্রদান করতে হবে : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)’র হালনাগাদ করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সব অ্যাকাডেমিক সার্টিফিকেট সত্যায়িত করে জমা দিতে হবে। সকল পাবলিকেশন্স’র কপি প্রয়োজন অনুসারে জমা দিতে হবে।
যেভাবে আবেদন করবেন : পূর্ণ আবেদন ফোন, মোবাইল ও ইমেইল আইডি দিয়ে ভালোভাবে তৈরি করে ১ হাজার টাকার ব্যাংক ড্রাফট ডা. মোমেনুল হক, গর্ভনিং বডির চেয়ারম্যান বরাবর বা কলেজ হিসাব শাখায় তার বরাবর নগদ জমা প্রদানের রশিদ প্রদান করতে হবে।
প্রদান করা হবে না : সাক্ষাৎকারের জন্য কোনো টিএ বা ডিএ।
সাক্ষাৎকারের তারিখ : কর্তৃপক্ষ যোগাযোগ করে জানিয়ে দেবেন।
বেতন, ভাতা : সিবিএমসিবি’র নিয়মানুসারে প্রদান করা হবে।
ওয়েবসাইট ঠিকানা : http://www.cbmcb.org/.
প্রয়োজনে মেইল আইডি : www.cbmcb.hospital@gmail.com
সকল পদে আবেদনের শেষ তারিখ : ৩০ মাচ, ২০২২; দুপুর ২টা।
ওএস।