কাজী ফার্মসে বিপুল নিয়োগ হবে
বাংলাদেশের অন্যতম প্রধান কৃষিভিত্তিক শিল্প গ্রুপ কাজী ফার্মস প্রবৃদ্ধি ধরে রাখতে বিভিন্ন পদে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের নিয়োগ করবে।
১. পদের নাম : সহকারী সুপারভাইজর।
বিভাগ : ফার্মস ও হ্যাচারি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ ও কম্পিউটার চালানোতে অভিজ্ঞতা থাকতে হবে অথবা এসএসসি পাশ হতে হবে বা তিন বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
অগ্রাধিকার : ফার্মস ও হ্যাচারি বিভাগে কাজের অভিজ্ঞতাসম্পন্ন।
১. পদের নাম : সুপারভাইজর-ফিশ হ্যাচারি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা এইচএসসি পাশ।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো ফিশ হ্যাচারিতে সুপারভাইজর পদে অন্তত তিন বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : অভিজ্ঞ প্রার্থীদের বয়স যোগ্যতা শিথিল করা হবে।
পদের নাম : শেড ওয়ার্কার।
বিভাগ : ফার্মস।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ।
কর্মঅভিজ্ঞতা : প্রয়োজন নেই।
অগ্রাধিকার : নারী প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
২. পদের নাম : শেড ওয়ার্কার।
বিভাগ : লেয়ার ফার্মস ও হ্যাচারি।
যোগ্যতা : এসএসসি বা অষ্টম শ্রেণী অথবা জেএসসি পাশ।
অগ্রাধিকার : নারী প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
৩. পদের নাম : নিরাপত্তা প্রহরী।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী অথবা জেএসসি পাশ।
অতিরিক্ত যোগ্যতা : কাজের অভিজ্ঞতা সম্পন্ন।
অগ্রাধিকার : নারী প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
আয়তন : পুরুষ নিরাপত্তা প্রহরীরা ৫ ফিট ছয় ইঞ্চি ও নারীরা পাঁচ ফিট হতে হবে।
৪. পদের নাম : কুক বা বাবুর্চি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী বা জেএসসি অথবা পিএসসি পাশ।
অভিজ্ঞতা : রান্না ও খাবার পরিবেশনের কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : অভিজ্ঞ প্রার্থীদের বয়স যোগ্যতা শিথিল করা হবে।
অগ্রাধিকার : নারীরা অগ্রাধিকার পাবেন।
৫. পদের নাম : লন্ড্রিম্যান বা ওয়াশম্যান।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ।
অভিজ্ঞতা : এই কাজে অভিজ্ঞতা সম্পন্নরা অগ্রাধিকার লাভ করবেন।
বয়স : অভিজ্ঞ প্রার্থীদের বয়স যোগ্যতা শিথিল করা হবে।
৬. পদের নাম : ট্রাক্টর ড্রাইভার/পে-লোডার অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ।
অভিজ্ঞতা : ট্রাক্টর ড্রাইভিংয়ে দুই বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
৭. পদের নাম : হেলপার।
যেসব পদে কর্মী নিয়োগ করা হবে : রান্নার হেলপার কুক, ট্রাক্টর ড্রাইভারের হেলপার ও পে-লোডার।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ।
অভিজ্ঞতা : প্রয়োজন নেই।
৮. পদের নাম : ইলেকট্রিশিয়ান, টেকনেশিয়ান, জেনারেল অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশ।
কর্মযোগ্যতা : যেকোনো স্বীকৃত ভকেশনাল বা পলিটেকনিক ইনিস্টিটিউট বা কলেজ থেকে এসএসসি পাশ এই প্রার্থীদের ছয় মাসের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ট্রেড কোর্সে পাশ হতে হবে। এছাড়াও এমন প্রার্থীদের মধ্যে যারা অষ্টম শ্রেণী পাশ আবেদন করবেন, তারা যেকোনো স্বীকৃত ভকেশনাল বা পলিটেকনিক ইনিস্টিটিউট বা কলেজ থেকে দুই বছরের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ট্রেড কোর্সে পাশ হতে হবে।
অভিজ্ঞতা : কাজী ফার্মস পদগুলোতে যেকোনো ভালো পোলট্রি ফার্মে অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগ দান করবে। পাঁচ বছরের বেশি কমঅভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।
বয়স : অভিজ্ঞ প্রার্থীদের বয়স যোগ্যতা শিথিল করা হবে।
৯. পদের নাম : জুনিয়র ইলেকট্রিশিয়ান, জুনিয়র টেকনেশিয়ান।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশ।
কর্মযোগ্যতা : যেকোনো স্বীকৃত ভকেশনাল বা পলিটেকনিক ইনিস্টিটিউট বা কলেজ থেকে এসএসসি পাশ এই প্রার্থীদের ছয় মাসের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ট্রেড কোর্সে পাশ হতে হবে। এমন প্রাথীদের মধ্যে যারা অষ্টম শ্রেণী পাশ আবেদন করবেন, তারা যেকোনো স্বীকৃত ভকেশনাল বা পলিটেকনিক ইনিস্টিটিউট বা কলেজ থেকে দুই বছরের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ট্রেড কোর্সে পাশ হতে হবে।
অভিজ্ঞতা : কাজী ফার্মস পদগুলোতে যেকোনো ভালো পোলট্রি ফার্মে অন্তত পাঁচ বছরের কর্মঅভিজ্ঞতাসম্পন্ন প্রাথীদের নিয়োগ দান করবে। পাঁচ বছরের বেশি কর্মঅভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।
বয়স : অভিজ্ঞ প্রার্থীদের বয়স যোগ্যতা শিথিল করা হবে।
নোট : নয় ও ১০ নম্বর পদে অত্যন্ত অভিজ্ঞ প্রার্থীরা উচ্চতম পদে নিয়োগ লাভ করবেন এবং তাদের সহকারী পদের প্রার্থীরাও ভালোভাবে এইসব শর্তানুসারে আবেদন করবেন।
১০. পদের নাম : হ্যাচারির সহকারী মেশিন অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশ।
অভিজ্ঞতা : অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার লাভ করবেন।
বয়স : অভিজ্ঞ প্রার্থীদের বয়স যোগ্যতা শিথিল করা হবে।
বয়স : অভিজ্ঞ প্রার্থীদের বয়স যোগ্যতা শিথিল করা হবে।
১১. পদের নাম : টেকনেশিয়ান-রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনার (আরএসি বা ফ্রিজ ও এসি মেরামতকারী)।
শিক্ষাগত যোগ্যতা : (রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনার)।
কর্মযোগ্যতা : কোনো স্বীকৃত ভকেশনাল বা পলিটেকনিক ইনিস্টিটিউট বা কলেজ থেকে আরএসি বা রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনার কোর্সে পাশ হতে হবে এবং ফ্রিজ বা এসি-নিজের কর্মক্ষেত্র অনুসারে কোনো ভালো ওয়ার্কশপ বা দোকানে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বয়স : অভিজ্ঞ প্রার্থীদের বয়স যোগ্যতা শিথিল করা হবে।
১২. পদের নাম : টেকনেশিয়ান-ফিশ হ্যাচারি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ।
কর্মযোগ্যতা : যেকোনো স্বীকৃত ভকেশনাল বা পলিটেকনিক ইনিস্টিটিউট বা কলেজ থেকে আরএসি বা রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনার কোর্সে পাশ হতে হবে এবং ফ্রিজ বা এসি-নিজের কমক্ষেত্র অনুসারে কোনো ভালো ওয়ার্কশপ বা দোকানে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
১৩. পদের নাম : টেকনেশিয়ান-ফিশ হ্যাচারি।
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ।
কর্মযোগ্যতা : যেকোনো ভালো ফিশ হ্যাচারিতে টেকনেশিয়ান পদে কাজের অন্তত দুই বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
প্রতিটি পদে বেতন : নির্বাচিত প্রাথীদের বেতন আলোচনা সাপেক্ষে কর্মঅভিজ্ঞতার ভিত্তিতে প্রদান করা হবে।
সুবিধাদি : কর্মীরা সবাই কাজী ফামসের নিয়মানুসারে সব সুবিধা ভোগ করবেন। উৎসব ভাতা, গ্রাচুয়িটি ইত্যাদি সব লাভ করবেন।
প্রতিটি পদে আবেদনের নিয়ম : পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত ও কর্ম যোগ্যতা, চারিত্রিক ও নাগরিকত্বের সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত করে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি যুক্ত করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৮ মার্চ, ২০২২।
আবেদনপত্র পাঠাবেন যেভাবে : ই-মেইলের ঠিকানা :ৎবপৎঁঃসবহঃ@শধুরভধৎসং.পড়স.
টিএ বা ডিএ : কোনো লিখিত এবং সব মৌখিক ও অন্যসব পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না।
যারা আবেদন করতে পারবেন না: অনার্স ও মাস্টার্স পাশ কোনো মানুষের আবেদনের প্রয়োজন নেই।
অবশ্যই উল্লেখ করবেন : ডাকযোগে নিম্ম ঠিকানাগুলোতে আবেদন পাঠালে বা সরাসরি আবেদনপত্র দিলে অথবা মেইলে আবেদন করলে অবশ্যই প্রতিটি প্রদের আগ্রহীরা তাদের পদের নাম লিখে দিতে হবে।
সরাসরি আবেদন করতে পারেন : রংপুর : কাজী ফার্মস, বাড়ি-২৯, ডানকান ভবন, সিও বাজার, রংপুর-৫৪০১।
চট্টগ্রাম হ্যাচারি : কাজী ফার্মস হ্যাচারি, ইউনিট-৪, আলী চৌধুরী পাড়া, বাড়বকুন্ড, সীতাকুন্ড, চট্টগ্রাম।
দিনাজপুর : কাজী ফার্মস, পূব সাদিপুর, পদক্ষেপ এনজিও অফিসের পাশে, ১০ মাইল, ৫ নং সুন্দরপুর, কাহারোল, দিনাজপুর।
বগুড়া : কাজী ফার্মস, আজিজ প্যালেস-২ তলা, প্রধান সড়ক, উপশহর, নিশিন্দারা, বগুড়া।
কুড়িগ্রাম : শাখা-কন্ট্রাক্ট বয়লার ফার্মিং, পলাশবাড়ি উপজেলা চত্বরের পেছনে, খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম।
নাটোর : শাখা-কন্ট্রাক্ট বয়লার র্ফামিং, মদিনা পেট্রোল পাম্পের উত্তর পাশে, বনপাড়া, বড়াইপাড়া, নাটোর।
সিলেট : কাজী ফার্মস, আবদুল হাই মঞ্জিল, শ্রীমঙ্গল রোড, জগন্নাথপুর সদর, মৌলভীবাজার।
শ্রীমঙ্গল হ্যাচারি : কাজী ফার্মস লিমিটেড, ইউনিট-৫৫, ভূনবীর, থানা-শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
গাজীপুর : আঞ্চলিক কার্যালয়, কাজী ফার্মস, রিয়াজ উদ্দিন সরকারের বাড়ি, নয়নপুর বাজার বা ফরিদপুর, মাওনা, শ্রীপুর, গাজীপুর।
ময়মনসিংহ: কাজী ফার্মস চিকেন অ্যান্ড শেড সেলস সেন্টার, ৪০ আমিরাবাদ আবাসিক এলাকা, মাসকান্দা, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
শেরপুর: গ্রাম : দক্ষিণ রাণীগাঁও, ডাক ও থানা : নালিতাবাড়ি, জেলা : শেরপুর।
জামালপুর: ড্রিম হাউজ-কাজী ফার্মস চিকেন অ্যান্ড শেড সেলস সেন্টার, পূর্ব ফুলবাড়িয়া, শাহাপুর, জামালপুর সদর, জামালপুর।
ফরিদপুর: ফরিদপুর চিকেন অ্যান্ড শেড সেলস সেন্টার, খন্দকার মঞ্জিল, বাড়ি-৯/ক পশ্চিম খাবাসপুর, বরিশাল রোড, ফরিদপুর সদর, ফরিদপুর-৭৮০০।
যশোর: বাটিকামারি হ্যাচারি, কাজী ফার্মস, বাটিকামারি, নারায়ণগঞ্জ, চৌগাছা, যেশোর।
শিবপুর: কাজী ফার্মস হ্যাচারি, ইউনিট-১৫, শ্রীফুলিয়া, নৌকাঘাটা, শিবপুর, নরসিংদী।
বরিশাল হ্যাচারি : কাজী ফার্মস হ্যাচারি, ইউনিট-২০, পশ্চিম নারায়ণপুর, ভীরুকাঠি, উজিরপুর, বরিশাল।
গজারিয়া-মুন্সিগঞ্জ : কাজী গ্রান্ড প্যারেন্টস লিমিটেড, (গজারিয়া ফিড মিল) চর বাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ।
সাভার-ঢাকা : আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের পাশে কাজী ফুড ইস্ট্রাস্টিজ লিমিটেড-ফ্যাক্টরি, সরকার মার্কেটের ধারে, বেরন, সাভার, ঢাকা।
কুমিল্লা : কাজী ফার্মস হ্যাচারি, ইউনিট-৩৬, বড় ধর্মপুর, লালমাই, সদর দক্ষিণ, কুমিল্লা।
খুলনা : কাজী ফার্মস খুলনা সেলস অফিস, ঠিকরাবাদ, পল্লী বিদ্যু কার্যালয়ের উল্টোদিকে, লবনচড়া, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ধারে, খুলনা।
ওএস।