মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
প্রতীকী ছবি
রাজধানীর মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সিদ্দিকুর রহমান (৬০) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়াল।
সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি জানান, এ ঘটনায় রবিবার মো. হেলাল উদ্দিন (৫০) ও নাদের আলী (৫০) নামে দুই জনের মৃত্যু হয়।
জানা গেছে, গত ২ মার্চ দিবাগত রাত ১টার দিকে মালিবাগের ঢামালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে রাতেই শেখ হাসিনা বার্নে ভর্তি করা হয়।
ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘মালিবাগে গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের দুজন মারা গেছেন। এর মধ্যে হেলাল উদ্দিন মারা যান রবিবার দুপুর একটার দিকে। আর নাদের আলী রাতে সাড়ে ১০টার দিকে মারা যান। হেলালের শরীরের ৮৫ শতাংশ এবং নাদেরের ৪৩ শতাংশ দগ্ধ ছিল।’
তিনি আরও বলেন, ‘বাকি তিনজনের মধ্যে সিদ্দিকুরের শরীর বেশি দগ্ধ। তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া নূরনবীর শরীরের ৪২ শতাংশ দগ্ধ। তবে ইউসুফ আশঙ্কামুক্ত তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।’
এএইচ/এসএ/