আলোচিত জনি হত্যা মামলার পলাতক আসামি রাসেল গ্রেপ্তার
গ্রেপ্তার রাসেল
মিরপুর পল্লবী থানায় পুলিশ হেফাজতে জনি হত্যা মামলার রায়ের এক বছর পর পলাতক আসামি পুলিশের সোর্স রাসেলকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।
রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় রাসেলকে লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাসেলের কাছ থেকে ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ ঢাকাপ্রকাশকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাসেল আলোচিত জনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। অবশেষে তাকে পুলিশের হাতে ধরা পড়তে হলো।
তিনি আরও বলেন, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি মিরপুরের ইরানি ক্যাম্পের এক গায়ে হলুদের অনুষ্ঠান থেকে জনিসহ আট যুবকে গ্রেপ্তার করে পল্লবী থানায় নিয়ে অমানুষিক নির্যাতন চালায় এসআই জাহিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সোর্স রাসেল। এ ঘটনায় পুলিশ হেফাজতে জনির মৃত্যু হয়।
এ ঘটনায় ছয় বছর আইনি লড়াই শেষে ২০২০ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েসের আদালত এক ঐতিহাসিক রায় দেন। এতে এসআই জাহিদ, এএসআই রাশেদুল ও এএসআই কামরুজ্জামান মিন্টুর যাবজ্জীবন এবং পুলিশের দুই সোর্স সুমন ও রাসেলকে সাত বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে হাইকোর্টে আপিল করায় বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।
এ মামলার আসামি এএসআই কামরুজ্জামান মিন্টু ও পুলিশের সোর্স রাসেল পলাতক ছিলেন। অবশেষে রাসেলকে গ্রেপ্তার করল পুলিশ।
কেএম/আরএ/