সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক যানজট
রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে প্রচুর যানজট দেখা গেছে। যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীতে চলাচলরতরা।
আজ রবিবার (৬ মার্চ) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এসব চিত্র দেখা যায়।
প্রায় পুরো শহরে অলিতে-গলিতে, রাস্তায় জ্যাম লেগে আছে। ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, মৎস্যভবন, মগবাজার, কাকরাইল, গুলিস্তান, মহাখালী, উত্তরা, বাংলামোটর, আজিমপুর, কারওয়ান বাজার, নিউ মার্কেট, নতুন বাজার ও বাড্ডা এলাকায় প্রচুর যানজটের কবলে পড়েছে অনেকেই।
কারওয়ান বাজার মোড়ে কথা হয় কৃষ্ণেন্দু সেনের সঙ্গে। তিনি বলেন, রাস্তায় প্রচুর জ্যাম, হেঁটে অফিসে যাচ্ছি।
বাংলামোটরে কথা হয় খালিদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, মগবাজারের প্রধান সড়কে কাজ চলছে। সড়ক বন্ধ হয়ে আছে এজন্য রাস্তায় বেশি যানজট।
এদিকে ট্রাফিক পুলিশের দাবি, রাস্তার লেন যদি ঠিকমতো না চলে তাহলে একটু বেশি যানজট দেখা যায়। তবে যানজট নিরসনে কাজ করছেন তারা।
সাধারণ মানুষের অভিযোগ, সকাল ৯টা থেকেই রাস্তায় প্রচুর জ্যাম। অনেকের ৩০ মিনিটের পথ যেতে সময় লাগছে ১-২ ঘণ্টা।
যানজটের কবলে পড়েছেন উত্তরার যাত্রী শ্যামল। তিনি বলেন, বাংলামোটরে আসতে আজ ৩ ঘণ্টা সময় লেগেছে উত্তরা থেকে।
মিরপুরের যাত্রী আবির ভূঁইয়া বলেন, আজ রাস্তায় অনেক যানজট। সকাল ১০টায় গুলিস্তান থেকে রওনা হয়ে এখন প্রায় ১টা বাজে। এতক্ষণে মগবাজার মোড় পর্যন্ত এসেছি মাত্র।
সদরঘাট থেকে শাহবাগ মোড়ে এসেছেন বাসের যাত্রী সেলিনা বেগম। তিনি বলেন, ৩ ঘণ্টায় শাহবাগ পর্যন্ত এসেছে মিরপুরে যাব জানি না কত সময় লাগতে পারে আজ।
শাহবাগ মোড়ে কথায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রোকনের বলেন, রাস্তার লেন যদি সঠিক মতো না চলে তাহলে তো যানজট দেখা দেয়।
মগবাজার মোড়ে ট্রাফিক সার্জেন্ট মোর্শেদ বলেন, আজ সকাল থেকে রাস্তায় প্রচুর জ্যাম। একদিকে বইমেলা, অন্যদিকে মেট্রো রেলের কাজ চলছে এবং মগবাজারে একটি সড়ক বন্ধ রয়েছে। এজন্য মনে হয় একটু যানজট বেশি। তবে আমরা যানজট নিরসনে কাজ করছি।
কেএম/টিটি