যানজটে নাকাল রাজধানীবাসী
রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। যার কবলে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তীব্র যানজট। তবে বেশি যানজট দেখা যায়, রাজধানীর কাওরান বাজার, বাংলামোটর, নিউ মার্কেট, শাহাবাগ, গুলিস্থান, মগবাজার, নতুন বাজার ও বাড্ডা এলাকায়।
এদিকে ট্রাফিক পুলিশের দাবি, রাস্তার লেন যদি ঠিকমতো না চলে তাহলে একটু বেশি যানজট দেখা যায়। তবে যানজট নিরসনে কাজ করছেন তারা।
এদিকে সাধারণ মানুষের অভিযোগ, সকাল থেকেই রাস্তায় প্রচুর জ্যাম। অনেকের ৩০ মিনিটের পথ যেতে সময় লাগছে ১-২ ঘণ্টা।
যানজটের কবলে পড়েছেন উত্তরার যাত্রী মঞ্জু। তিনি বলেন, সদরঘাট থেকে বিকেল ৫টায় রওনা দিয়ে রাত ৮টায় শাহাবাগ আসলাম।
মিরপুরের যাত্রী নজরুল ইসলাম বলেন, গুলিস্থান থেকে রওনা হয়েছি সন্ধ্যায়, মাত্র (রাত সাড়ে ৮টা) কাওরান বাজারে এসছি, কখন যে বাসায় যাব।
এলিফ্যান্ট রোডে কথা হয় পথচারী ফিরোজ মিয়ার সঙ্গে। তিনি বলেন, জ্যামের কারণে নিউ মার্কেট থেকে হেঁটে বাসায় যাচ্ছি।
কাওরান বাজারে কথা হয় গাবতলী এলাকার যাত্রী বাবলু মিয়ার সঙ্গে। তিনি অভিযোগ করে বলেন, সকালে রাস্তায় যেমন যানজট এখনও তেমন যানজট। ভেবেছিলাম একটু দেরিতে অফিস থেকে বের হলে যানজট কমবে, কিন্তু এখন দেখি আরও ভয়াবহ।
কথা হয় বাংলামোটর থেকে মিরপুরের পথচারী সুমন মিয়ার সঙ্গে। তিনি বলেন, গুলিস্থান থেকে পায়ে হেঁটে বাংলামোটর পর্যন্ত এসেছি, রাস্তায় প্রচুর যানজট।
কাওরানবাজার মোড় এলাকায় কথা হয় মোহাম্মদপুরের যাত্রী আবু তালেব মিয়ার সঙ্গে। তিনি বলেন, শাহবাগ, এলিফ্যান্ট রোড ও গুলিস্থান মৎস্যভবন এলাকায় অনেক জ্যাম তাই হেটেঁ বাসায় যাচ্ছি।
দায়রা জজ কোর্ট থেকে কারওয়ান বাজার এসেছেন যাত্রী ফয়সাল আহমেদ। তিনি বলেন, ভেবেছিলাম রাতে একটু জ্যাম কমবে কিন্তু না দেখি উল্টো।
মিরপুর থেকে কাওরান বাজারে এসেছেন পথচারী আবুল মিয়া। তিনি বলেন, সংসদ ভবনের আশেপাশের রাস্তায় অনেক জ্যাম তাই হেটেঁ বসায় যাব।
এ বিষয়ে কথা হয় বাংলামোটর মোড়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট আক্তার হোসেনের সঙ্গে। তিনি বলেন, শুধু আমাদের বাংলামোটর এলাকায় যানজট না। আজ বৃহস্পিবার হওয়ায় একটু যানজট বেশি মনে হচ্ছে।
শাহবাগ মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমাম হোসেন ঢকা প্রকাশকে বলেন, সকাল থেকে রাস্তায় একটু যানজট ছিল এখন একটু কমছে। তিনি বলেন, শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন হওয়াতে আজ একটু যানজট বেশি।
গুলিস্তান মোড়ে ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট তৌফিক ইলাহী ঢাকাপ্রকাশকে বলেন, একদিকে বইমেলা, আবার ২ দিন সরকারি ছুটি এজন্য এদিনে রাস্তায় যানজট তৈরি হয়। তবে অল্প কিছুক্ষণের মধ্যে যানজট নিরসন হবে।
কেএম/আরএ/