১০ মার্চ দুর্যোগ প্রস্তুতি দিবস
চলন্তিকা বস্তিতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ঢাকার মিরপুরে অবস্থিত চলন্তিকা বস্তিতে ভূমিকম্প ও অগ্নিদুর্ঘটনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসব মহড়া বস্তি এলাকায় করে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, এনডিসি। একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রনজিত কুমার সেন, এনডিসি এ সময় উপস্থিত ছিলেন।
মহড়ায় প্রদর্শিত হয় একটি বস্তিতে অগ্নিদুর্ঘটনা ও ভূমিকম্প সংঘটিত হলে কি ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং তা সামাল দিতে জন্য কি ধরনের পূর্বপ্রস্তুতি থাকা প্রয়োজন এবং তাৎক্ষণিক কি ব্যবস্থা গ্রহণ করতে হয়। এটি একটি প্রশিক্ষণ মহড়া হিসেবে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মীদের সাথে কমিউনিটি ভলান্টিয়ার, রেডক্রিসেন্ট ভলান্টিয়ার, চলন্তিকা বস্তির ভলান্টিয়ার ও বস্তিবাসী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় জনগণ প্রমুখ অংশগ্রহণ করেন। মহড়াকালে আগুনে ও ভবনধসে আটকে পড়ে আহত ব্যক্তিদের উদ্ধার করার দৃশ্য দেখানো হয়।
মহড়া শেষে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইলিয়াস উদ্দিন মোল্লা চলন্তিকা বস্তিতে সরকারের ফ্ল্যাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন-অগ্রগতির বিবরণ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, 'আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা বিপুল পরিমাণে বৃদ্ধি করেছি। এ বছরও আমরা এই প্রতিষ্ঠানটিকে ১১টি উঁচু মইয়ের গাড়ি প্রদান করব, যার কার্যক্রম চলমান আছে। আমরা মনে করি এসব কারণে আগের সেই অবহেলিত ফায়ার সার্ভিস এখন অনেক বেশি উন্নত ও সেবা প্রদানে অধিকতর সক্ষম একটি বাহিনী।'
এসময় তিনি বস্তির নিরাপত্তায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং হবে বলে আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মহড়া আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দুর্যোগে ফায়ার সার্ভিসের কাজে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল মহোদয়ের প্রতিনিধি হিসেবে যোগ দেয়া পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল জিল্লুর রহমান, পিএসসি; স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন স্থানে মহড়া অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। আজ ছিল তাদের এ প্রথম মহড়া।
কেএম/এএস