অপরাধ দমনে আমরা কাজ করছি: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক কলহ ও সংঘবদ্ধ অপরাধ দমনে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সব সময় দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছি এবং করবো।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ডিবি অফিসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার নতুন কার্যালয় ভবন উদ্বোধনের পর এক আলোচনা সভায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা বলেন।
নতুন ভবন সম্পর্কে তিনি বলেন, দেশের জন্য এটি একটি বিনিয়োগ। ভবিষ্যতে এর সুফল জাতির কাছে ফিরে আসবে বলে আমরা আশাবাদী।
কমিশনার বলেন, নগরবাসী যেন ঢাকার রাস্তায় স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে তার জন্য আপনাদের (গোয়েন্দা পুলিশ) নিরলসভাবে কাজ করতে হবে। নগরবাসীর কথা মাথায় রেখেই তাদের নিরাপত্তা আরো নির্বিঘ্ন করতে কাজের প্রসার বাড়াতে নতুন এই ভবন তৈরি করা হয়েছে।
মত বিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও এসবি’র অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম, এবং গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান। এছাড়া যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেএম/এএস