৯৯৯ এ ফোন অতঃপর ২৬ পর্যটক উদ্ধার
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে লক্ষীপুর জেলার রামগতি থানার মেঘনা নদীর চর আলেকজান্ডার হতে ২৬ জন পর্যটককে উদ্ধার করেছে বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ি। নৌ পুলিশ জানায়, গত রাতে তাদেরকে উদ্ধার করা হয়।
রবিবার (২৭ ফ্রেব্রুয়ারি) নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা ঢাকাপ্রকাশকেি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লক্ষীপুর জেলার রামগতি থানার চর আলেকজান্ডার বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন একটি দর্শনীয় এলাকা। এই এলাকায় লক্ষীপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলা নোয়াখালী ও দেশের বিভিন্ন প্রান্ত হতে দর্শনার্থী ও পর্যটক নিয়মিত বেড়াতে আসেন।
তিনি আরও বলেন, শনিবার প্রতিদিনের মতো নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৬ জন দর্শনার্থী একটি বোটে করে আলেকজান্ডার চরে বেড়াতে আসেন। চর আলেকজান্ডার ঘুরে ফিরে যাবার পথে জোয়ার-ভাটাজনিত কারনে ডুবন্ত চরে তাদের বোটটি আটকে যায়। অন্ধকারে বোটে থাকা নারী ও শিশুসহ সকলেই ভীত হয়ে পড়েন। তাদের সাহায্য করার মতো আশেপাশে কোন নৌকা বা ট্রলারও ছিল না। পরে বোটে থাকা একজন যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বিষয়টি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়িকে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে রওনা দেন।
তাদের উদ্ধার সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, নৌ পুলিশ সদস্যরা চর আলেকজান্ডারের ডুবন্ত চরে পর্যটকসহ আটকে থাকা বোটটি দেখতে পান। নৌ পুলিশ সদস্যরা দ্রুত বোটটির কাছে পৌঁছায় এবং পর্যটকদের উদ্ধার করে গন্তব্যস্থানে পৌঁছাতে সহায়তা করেন।
কেএম/এমএমএ/