পর্ণোগ্রাফির ভিডিও সরবরাহ, আটক ৩
পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহ, আটক ৩
উঠতি বয়সী তরুণদের কাছে পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহের দায়ে রাজধানীর বনানী থেকে তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
রবিবার (২৭ ফ্রেব্রুয়ারি) র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নোমান আহমদ এ তথ্য জানান।
এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- পর্ণোগ্রাফার মো. আরিফ হোসেন (২৬), মো. মিজানুর রহমান (২৭) এবং মো. রফিকুল ইসলাম (২৭)।
সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নোমান আহমদ বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বনানী এলাকায় মোবাইল দোকান পরিচালনার আড়ালে কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীসহ উঠতি বয়সী বিভিন্ন পেশায় জড়িত তরুণদের মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারে বিভিন্ন প্রকার পর্ণো ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবারহ করে আসছিলেন। অবশেষে তাদের আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের সময় আটকদের দোকান তল্লাশি করে পর্ণোগ্রাফি সরবরাহের কাজে ব্যবহৃত ৩টি সিপিইউ, ৩টি মনিটর, ৩টি মাউস, ৩টি কি-বোর্ড, ৩টি এডপ্টর, ৬টি ক্যাবল এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
কেএম/আরএ/