৪০ মণ জাটকা জব্দ, মাদ্রাসা-এতিমখানায় বিতরণ
জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পাঁচ লাখ টাকা জরিমানা ও তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এ সময় ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করে মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টা থেকে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র্যাব-১০ এর সমন্বয়ে অভিযান পরিচালনা করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত জাটকা ইলিশ বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে ছয়টি আড়তের মধ্যে রিত্তিকা ফিস আড়তকে নগদ দুই লাখ টাকা, ফ্রেন্ডস ফিস আড়তকে নগদ এক লাখ টাকা, আহসানিয়া মাছ আড়তকে নগদে এক লাখ টাকা, লাবিব মৎস্য আড়তকে নগদ এক লাখ টাকা করে সর্বমোট পাঁচ লাখ টাকা জরিমানা করেন এবং যাত্রাবাড়ী মৎস্য আড়ত ও সালাম ফিস আড়তের তিন জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।
এএসপি এনায়েত কবির আরও জানান, ভ্রাম্যমাণ আদালত ছয়টি আড়তে মোট ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেগুলো মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
কেএম/আরএ/