সাভারে অন্তঃসত্ত্বা নারী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
সাভারের চাঞ্চল্যকর ক্লুলেস অন্তঃসত্ত্বা বিউটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় দু’জনকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. রিপন (২৭) ও মো. সোহান (২০)।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) র্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের পর র্যাব জানায়, পারিবারিক দ্বন্দ্ব ও স্বামীর ইন্ধনে গ্রেপ্তার ব্যক্তিরা অন্তঃসত্ত্বা বিউটিকে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে হত্যা করেন।
কমান্ডার রাকিব মাহমুদ জানান, গত ২২ ফেব্রুয়ারি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পুকুরপাড় এলাকার একটি বাড়ি থেকে বিউটি আক্তার (৩৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে।
তিনি আরও বলেন, পরবর্তীতে র্যাবের গোয়েন্দার তথ্যের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা জেলার আশুলিয়ায় র্যাব-৪ সাঁড়াশি অভিযান পরিচালনা করে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন করে দু’জনকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন।
লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, নিহত বিউটি আক্তার সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চরপালাগাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা এবং সাভারের তেতুঁলঝোড়া এলাকার একটি বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/আরএ/