অন্তত এক ডোজ টিকা না নিলে সেবা বন্ধ: ডিএনসিসি মেয়র
করোনার অন্তত এক ডোজ টিকা নেওয়ার সনদ দেখাতে না পারলে ১ মার্চ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) সেবা পাওয়া যাবে না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গুলশানে টিকার প্রচারাভিযানকালে মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, ‘নো মাস্ক নো সার্ভিস’ ১ মার্চ থেকে হবে ‘নো টিকা নো সার্ভিস’। টিকা না নিলে ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না বা নবায়নও করা যাবে না। অন্য সেবাও পাওয়া যাবে না। অন্তত এক ডোজ টিকা নেওয়ার সনদ দেখাতে হবে।’
শুক্রবার ঢাকা উত্তরের ৫৪টি ওয়ার্ডের সবগুলো টিকাদান কেন্দ্র খোলা থাকবে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি বুথে টিকা দেওয়া হবে। ১৮ বছরের নিচের বাচ্চাদের জন্য একটি আলাদা করে বুথ থাকবে।
এক কোটি টিকাদান কর্মসূচির এ প্রচারাভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গুলশান ২ নম্বর ডিএনসিসি মার্কেট থেকে প্রচার শুরু হয়। ১ নম্বর ডিএনসিসি মার্কেট, সরকারি তিতুমীর কলেজ হয়ে মহাখালী কাঁচাবাজার পর্যন্ত প্রচারণা চালান মেয়র।
আরইউ/এমএমএম/