মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

রোববার মিরপুর থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলবে মেট্রোরেল

ছবি: সংগৃহিত

আগামী রোববার (১২ ডিসেম্বর) আগারগাঁও স্টেশন পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল লাইন-৬ এর ট্রেন আসবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমেটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম.এ. এন. ছিদ্দিক।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এম এ এন ছিদ্দিক

এ সময় মেট্রোরেলের এমডি জানান, আগামী বছরের ডিসেম্বরে মেট্রোরেল জনসাধারণের চলাচলের জন্য খুলে দিতে দ্রুত কাজ চলছে। তিনি বলেন, বিজয়ের মাস ডিসেম্বরের ১২ তারিখে আমরা মিরপুর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পারফরমেন্স টেস্ট করব।

মেট্রোরেলের সার্বিক কাজের অগ্রগতির বর্ণনা দিয়ে এম.এ.এন. ছিদ্দিক বলেন, প্রত্যাশা অনুযায়ী কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত কাজ শেষ হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজ চলছে। এ অংশে দেড় কিলোমিটার রেললাইন স্থাপনের কাজও শেষ হয়েছে। এ অংশে স্টেশনগুলো নির্মাণের কাজও চলছে দ্রুত গতিতে।

এরই মধ্যে সাত সেট ট্রেন (রেল কোচ) দিয়াবাড়ি ডিপোতে পৌঁছেছে। দুয়েক দিনের মধ্যে অষ্টম সেট ট্রেনও ডিপোতে পৌঁছবে। আর আগামী জানুয়ারি মাসে আরও দুই সেট ট্রেন ঢাকায় পৌঁছাবে বলে জানান মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি জানান, এরই মধ্যে যেসব ট্রেন ডিপোতে পৌঁছেছে সেগুলোর বিভিন্ন পর্যায়ে পরীক্ষা চলছে।

ভাড়া নির্ধারণের বিষয়টি কোন পর্যায়ে আছে জানতে চাইলে এম.এ.এন. ছিদ্দিক বলেন, আমরা একটা প্রস্তাবনা তৈরি করেছি। চলতি মাসেই সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানে একটা কমিটি আছে তারা যাচাইবাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

জনবলের বিষয়ে এক প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক জানান, এর মধ্যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিভিন্ন পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের প্রশিক্ষণের জন্য দেশের বাইরে পাঠানো হবে।

মেট্রোরেলের নিরাপত্তায় স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ৩৫৭ টি পদ সৃষ্টি করে একটি বাহিনী গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায় রয়েছে। এটি এখন মন্ত্রিপরিষদ বিভাগে আছে। এ জনবল দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নিরাপত্তার কাজ চালানো যাবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক।

একই সঙ্গে তিনি যোগ করেন, নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সরকারের অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীও নিরাপত্তায় সক্রিয় থাকবে।

আরেক প্রশ্নের জবাবে এম.এ. এন. ছিদ্দিক জানান, ২০২৩ সালের ডিসেম্বরে মধ্যেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে। একই সঙ্গে তিনি যোগ করেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের চূড়ান্ত নকশা ও ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হলে আগারগাঁও থেকে যাত্রীরা কীভাবে নিজ নিজ গন্তব্যে যাবেন- এমন প্রশ্নের জবাবে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগাওগাঁও থেকে পর্যাপ্ত বাস সার্ভিস চালু করা হবে।

এনএইচবি/এসএন

 

Header Ad
Header Ad

বুধবার ভোরে সাভার-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ

ছবিঃ সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াত নির্বিঘ্ন করতে গাবতলী-আমিন বাজার সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় সব যানবাহনকে বিকল্প রুট হিসেবে মিরপুর মাজার হয়ে বেড়িবাঁধ দিয়ে ধউর-আশুলিয়া-বাইপাইল রুট এবং উত্তরা-আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর চন্দ্রা রুট ব্যবহার করতে বলা হয়েছে।

তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বুধবার ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকার গাবতলী থেকে আমিন বাজার, সাভার হয়ে নবীনগর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ সময় সব যানবাহনকে বিকল্প রুট হিসেবে মিরপুর মাজার হয়ে বেড়িবাঁধ দিয়ে ধউর-আশুলিয়া-বাইপাইল রুট এবং উত্তরা-আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর চন্দ্রা রুট ব্যবহার করতে বলা হয়েছে।

Header Ad
Header Ad

৯০ দিনের মধ্যে দেশে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

৯০ দিনের মধ্যে দেশে স্টারলিংক চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) এই নির্দেশনা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করেছেন, যা প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, স্টারলিংক পরীক্ষামূলকভাবে বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও, বাংলাদেশে বাণিজ্যিক সেবা প্রদান করার সময় কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে, যা এনজিএসও নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে।

এদিকে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ২৩ মার্চ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী ৯ এপ্রিল থেকে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হবে।

Header Ad
Header Ad

মৃত্যুর দুয়ার থেকে ফিরে যা বললেন তামিম ইকবাল

ওপেনার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি। ছবি: সংগৃহীত

এখন বেশ ভালো আছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সব ঠিক থাকলে আজই তাকে ঢাকায় আনা হবে। এখন পর্যন্ত ভালো আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আজ মঙ্গলবার দুপুরে কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শিফট করানো হবে।

সংকট কাটিয়ে ফেসবুকে এসে পোস্ট করেন তামিম। সেখানে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ছোট জীবনে একে অপরের বিপদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তামিম।

পাঠকদের জন্য তামিমের পোস্টটি তুলে ধরা হলো-

‘দুই বছর আগে এই রোজার সময়ই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা চার বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।’

‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?’

‘আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’

‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়াই— এটিই আমার অনুরোধ।’

‘আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

এদিকে সকালে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমকে জানান, দুপুরে তামিম ইকবালের কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হবে।

সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচ চলাকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার আনা হয় এবং তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। হেলিকপ্টারে তোলার আগ মুহূর্তে আবারও মাটিতে পড়ে যান। পরে তাকে সাভারের কেপিজে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। তার হার্টে ব্লক ধরা পড়ায় দ্রুত রিং পরানো হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বুধবার ভোরে সাভার-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ
৯০ দিনের মধ্যে দেশে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
মৃত্যুর দুয়ার থেকে ফিরে যা বললেন তামিম ইকবাল
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জিএম সুবক্তগীন এর কর্মদক্ষতায় রেলের পূর্বাঞ্চলে বইছে সুবাতাস
ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন মারা গেছেন
যারা ১০০ গাড়ি নিয়ে ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে তা ভালো বুঝি: ফখরুল
‘আওয়ামী লিগ’ নামে নতুন দল গঠিত, নিবন্ধনের আবেদন ইসিতে
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ নির্দেশনা
শপথ নিলেন আপিল বিভাগের নতুন দুই বিচারপতি
দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি: সেনাপ্রধান
১৩তম এনোবল এওয়ার্ড পেলেন মাওলা সোহরাব হোসাইন আতিকী  
আন্দোলনরত পোশাক শ্রমিকদের সচিবালয় অভিমুখে যাত্রা, পুলিশের বাধা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার কে এল রাহুল
বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি: প্রধান উপদেষ্টা
এবার পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি
আজ বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ, যেভাবে দেখবেন
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ১৩৩০
মার্কিন পররাষ্ট্র দপ্তরে আবারও বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র