রাজধানীতে বাবু বাহিনীর প্রধান সহযোগী গ্রেপ্তার
শাহ আলী থানা এলাকায় অস্ত্র ও গুলিসহ বাবু বাহিনীর প্রধান সহযােগী মাে. ফয়সাল আহমেদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর পুলিশ বলছে, এ বাহিনীর প্রধান সহযােগী মাে. ফয়সাল দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম করে আসছে এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকাপ্রকাশকে এসব তথ্য নিশ্চিত করেছেন শাহ আলী থানা অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান।
তিনি বলেন, থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, গােপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শাহ আলীর গােড়ান চটবাড়ী মন্ডল মহলের সামনে ফাঁকা মাঠে দুইজন দুর্ধর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এরপর ওই সংবাদের ভিত্তিতে দারুসসালাম জোন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসি বলেন, গ্রেপ্তারকৃত অভিযানের বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। গ্রেপ্তারের পর ফয়সালকে তল্লাশি করা হয় এবং তার প্যান্টের ডানপাশে লুকানো বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তিনি বলেন, ফয়সালকে গ্রেপ্তারের সময় অত্র এলাকার স্থানীয় লোকজনের সামনে এসব অস্ত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার স্বীকার করেছে সে বাবু বাহিনীর প্রধান সহযােগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
কেএম/এমএমএ/